«

»

আগস্ট 10

কোর্সের ঘোষণা – তড়িৎকৌশল পরিচিতি

প্রকৌশলী ডেভিড বিশ্বাস শিক্ষক.কম সাইটের জন্য তৈরী করেছেন “তড়িৎকৌশল পরিচিতি” নামের একটি কোর্স। কোর্সের ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে সরাসরি কোর্সের পাতায় চলে যান। নিবন্ধন করতে ভুলবেন না কিন্তু!

কোর্সটি সম্পর্কে ডেভিড বলেছেন,

এটি মূলত: একটি পরিচিতি টাইপ কোর্স। খুবই প্রাথমিক কিছু ধারণার সূচনা থাকবে এই কোর্সটিতে। মোট ছয় সপ্তাহ ব্যাপি এই কোর্সে ও’মের সূত্র, সিরিজ ও প্যারালাল বর্তনী, কার্কফের সূত্র, ক্যাপাসিটর ও ইন্ডাক্টরের গঠন ও ভোল্টমিটার ও অ্যামিটারের ব্যাবহার সম্পর্কে প্রাথমিক পরিচিতি থাকবে।

 

কোর্সটি শুরু হচ্ছে এই সপ্তাহ থেকেই।

Comments

comments

About the author

রাগিব হাসান

Leave a Reply