শিক্ষক ডট কমে স্বাগতম।
শিক্ষা একটি সার্বজনীন মানবাধিকার। শিক্ষক ডট কমের মূল উদ্দেশ্য হল তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে জ্ঞান ও শিক্ষার মুক্ত বিকাশ ও প্রসার ঘটানো। এই সাইটে বাংলা ভাষায় নানা বিষয়ের উপরে অনলাইনে শিক্ষা দেয়া হবে। প্রতিটি কোর্স হবে মুক্ত, অর্থাৎ যে কেউ বিনামূল্যে এই কোর্সগুলোর সুবিধা নিতে পারবেন। প্রতিটি কোর্সে থাকবে লেকচার নোট এবং কোর্সের মূল্যায়ণের জন্য কুইজ।
ইন্টারনেটে যুক্ত একটি কম্পিউটার বা মোবাইল ফোন থাকলেই আপনি হয়ে যেতে পারেন শিক্ষক ডট কম এর জ্ঞানের আসরের শিক্ষার্থী।
1 comment
Sazzad hossain mukul
নভেম্বর 20, 2016 at 6:58 পূর্বাহ্ন (UTC -6) Link to this comment
ata amader upokari page….so sobai add hon.