Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

কোয়ান্টাম কম্পিউটেশন

কোর্সের শিরোনাম: কোয়ান্টাম কম্পিউটেশন

এখানে ক্লিক করে কোর্সে রেজিস্ট্রেশন করে নিন। 

 


কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা : 

এই কোর্সের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীকে কোয়ান্টাম কম্পিউটেশন সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া। ১৯৫৯ সালে নোবেল বিজয়ী বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের একটি বিখ্যাত বক্তৃতা থেকে গবেষকদের মনে কোয়ান্টাম কম্পিউটেশনের প্রাথমিক চিন্তাগুলো আসা শুরু করে। এরপর ১৯৮৫ সালে ডেভিড ডয়েস প্রথম এর তাত্ত্বিক ভিত্তি দেন। তারপর থেকে বিজ্ঞানের বিভিন্ন শাখার লোক চমৎকার সব গবেষণার মাধ্যমে এটিকে সমৃদ্ধ করে চলছেন।

 

কোয়ান্টাম কম্পিউটেশন হল একটি সার্কাস যেখানে গণিত, কম্পিউটার বিজ্ঞান, পদার্থবিদ্যা, দর্শন এই চারটি শাখার কুশলী শিল্পীরা খেলা দেখিয়ে যাচ্ছেন। খেলা চলছে বিভিন্ন শাখায়। কেউ কাজ করেন এলগরিদম নিয়ে অর্থাৎ কি করে কোন একটি কাজ কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে করতে হয়, কেউ কাজ করেন ক্রিপ্টোগ্রাফি নিয়ে অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে তথ্যের নিরাপত্তা, কেউ কাজ করেন আর্কিটেকচার নিয়ে অর্থাৎ কম্পিউটারের কি কি অংশ থাকবে এবং সেগুলো নিজেদের মধ্যে কিভাবে কাজ ভাগ করে নিবে, কেউ কাজ করেন কম্যুনিকেশন নিয়ে অর্থাৎ কি করে দুইটি কোয়ান্টাম মেকানিক্যাল যন্ত্রের মধ্যে যোগাযোগ ঘটানো যায়, কেউ কাজ করেন ফাউন্ডেশন নিয়ে অর্থাৎ মূল বিজ্ঞানটি নিয়ে। আমরা এর বেশির ভাগই একটু করে হলেও দেখব।

 

প্রতিবার অল্প করে বাড়ির কাজ দিব। আর মোট তিনটি পরীক্ষা থাকবে। এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর আনন্দটুকু। যদি সেটি ঠিক মত হয় বিজ্ঞানটিও ঠিক মত শেখা হবে। যদি আপনি আনন্দ না পান তাহলে সাথে সাথে থেমে যাবেন আর আনন্দ না পাওয়ার কারণটি আগে খুঁজে বের করবেন। নিশ্চয়ই কোথাও না কোথাও কোন সমস্যা হচ্ছে। কাজেই সেটি আগে ঠিক করা দরকার।

আপনাকে কোয়ান্টাম কম্পিউটেশনে স্বাগতম। আগামী কয়েক সপ্তাহ আপনার আনন্দে কাটুক।

 

কাদের জন্য কোর্স?

মূলত: আন্ডারগ্র্যাড থার্ড ইয়ার থেকে মাস্টার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য। তবে এর বাইরে কেউ যদি এই কোর্স অনুসরণ করেন তবে সেটি শাস্তিযোগ্য অপরাধ নয়।

 

কোর্সে কয়টি লেকচার থাকবে?: ২৫টি

 

লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস: 

  • ১. জটিল সংখ্যা
  • ২. জটিল ভেক্টর স্পেস (প্রখম পর্ব)
  • ৩. ক্ল্যাসিক্যাল বনাম কোয়ান্টাম
  • ৪. সহজ কোয়ান্টাম মেকানিক্স
  • ৫. আর্কিটেকচার
  • ৬. ‌অ্যালগরিদম
  • ৭. প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
  • ৮. থিওরী
  • ৯. ক্রিপ্টোগ্রাফী
  • ১০. ইনফরমেশন থিওরী
  • ১১. হার্ডওয়্যার

 

কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?

অক্টোবর ২৭, ২০১৩ , ২৫ সপ্তাহ

 

 

কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি

 

ওমর শেহাব ২০০৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডারগ্র্যাড করেন। তারপর চার বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ঢাকায় কাজ করে ২০১০ সালে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড বাল্টিমোর কাউন্টিতে পিএইচডি শুরু করেন। গবেষণার পাশাপাশি তিনি কিছুদিন সিলিকন ভ্যালিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করেছেন। তার আগ্রহের বিষয় টপোলজিক্যাল কোয়ান্টাম কম্পিউটেশন, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফী এবং ফাউন্ডেশন।

Comments

comments

Leave a Reply