পানবিবি দিয়ে ফোরাম তৈরি

১) কোর্সের শিরোনাম: পানবিবি (PUNBB) দিয়ে ফোরাম তৈরি

এখানে ক্লিক করে কোর্সে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন। 

২) কোর্সের বর্ণনা:

অনলাইনের একটা বহুল প্রচলিত কথা হল “শেয়ারিং ইজ কেয়ারিং”। আমরা প্রতিনিয়তই জ্ঞান শেয়ার করছি। আর জ্ঞান শেয়ার করার জন্য যে জিনিসটা দরকার সেটা হল ফোরাম। গত কয়েক বছর ধরেই সারাবিশ্বে ফোরামের সংখ্যা হু হু করে বাড়ছে। সেসব ফোরামে সবাই আলোচনা, সমালোচনা করে নতুন নতুন সম্ভাবনার দুয়ার দেখিয়ে দিচ্ছে বিশ্বকে।
নিজ থেকে কোডিং করে একটা ফোরাম তৈরি করা বেশ কষ্টের, আর কোডিং জানা না থাকলে তো একেবারেই অসম্ভব। কিন্তু তাই বলে কি ফোরাম তৈরি করা থেমে যাবে আমাদের? অবশ্যই না। এইজন্য রয়েছে নানা প্রকার ফোরাম ইঞ্জিন, যেমন : পানবিবি, মাইবিবি, পিএইচপিবিবি, আইপিবি, ভিবুলেটিন ইত্যাদি। পানবিবি হল সবচেয়ে সহজ আর আমার দেখা সবচেয়ে শক্তিশালী ওপেনসোর্স ফোরাম ইঞ্জিন। আর সেই পানবিবি দিয়ে কিভাবে একটি পরিপূর্ণ ফোরাম তৈরি করবেন সেটা শেখানোর জন্যই এই আয়োজন।

কোর্স পরিচিতি ভিডিও লেকচার – http://youtu.be/1RYb-V5LAUc

 

 

৩) কাদের জন্য এই কোর্স?

সহজ কথায়, কম্পিউটার সম্বন্ধে মৌলিক জ্ঞান আছে তথা কম্পিউটারের স্বাভাবিক ব্যবহারিক জ্ঞান আছে এমন যে কোন ব্যক্তি এই কোর্সে অংশ নিতে পারবেন।

 

৪) কোর্সে কয়টি লেকচার থাকবে?

সর্বমোট ১২টি লেকচার থাকবে।

 

৫) কোর্সের সিলেবাস:

লেকচার-০১: পানবিবি পরিচিতি

লেকচার-০২: লোকালহোস্ট সেটাপ

লেকচার-০৩: পানবিবি ইন্সটলেশন

লেকচার-০৪: মেন্যু পরিচিতি-Start

লেকচার-০৫: মেন্যু পরিচিতি-Settings

লেকচার-০৬: মেন্যু পরিচিতি-Users

লেকচার-০৭: মেন্যু পরিচিতি-Management

লেকচার-০৮: মেন্যু পরিচিতি-Extensions

লেকচার-০৯: কিছু এক্সটেনশনের ব্যবহার

লেকচার-১০: পানবিবি বাংলায় রূপান্তর

 

৬) কোর্সটি কবে থেকে শুরু হবে? কোর্সটি কত সপ্তাহ চলবে?

 

কোর্স শুরু হবে ১৬ এপ্রিল থেকে আর চলবে চার সপ্তাহ। প্রতি সপ্তাহে তিনটি করে ভিডিও লেকচার আপলোড দেয়া হবে। এভাবে চার সপ্তাহে মোট ১২টি লেকচারের মাধ্যমে কোর্স শেষ করা হবে।

 

৭) কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচয়:

আমি মাকসুদুর রহমান। আমি ২০০৯ সাল থেকে ব্লগিং, ২০১১ সাল থেকে ফোরামিং এবং ২০১২ সাল থেকে আউটসোর্সিং এর সাথে যুক্ত রয়েছি। ২০১৩ সাল থেকে আমি বিভিন্ন মাসিক পত্রিকা ও অনলাইন পত্রিকায় লেখালেখি করছি। এসবের পাশাপাশি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের ভলান্টিয়ার হিসেবে এদেশে মুক্ত সফটওয়্যারের ব্যবহারকে জনপ্রিয় করার চেষ্টা করছি।

Comments

comments

Leave a Reply