ডেটাবেজ টিউটোরিয়াল ওরাকল -১ম বিভাগ (BASIC SQL পরিচিতি)

ডেটাবেজ টিউটোরিয়াল ওরাকল -১ম বিভাগ (BASIC SQL পরিচিতি)

oracle

কোর্সের নিবন্ধন লিংকঃ

এখানে ক্লিক করে কোর্সে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন। 

কোর্স পরিচিতি 

তথ্য প্রযুক্তির যুগে সব চাইতে গুরুত পূর্ণ বিষয়টি হল তথ্য স্টোর বা তথ্য সংগ্রহ করা কম্পিউটারের ভাষায় আমরা ডেটাবেজ বলে থাকি । ডেটাবেজ কি এটি তা জানতে হলে প্রথমে বাস্তবিক জগতে ঘুরে আসি।  সারা বিশ্বের প্রতিটি দেশের ব্যবসায় -বাণিজ্য, ব্যাংক/বীমা,হসপিটাল,শিল্প-কলকারখানা,গবেষণায়,গার্মেন্টস , ইন্ড্রাষ্টি , শিক্ষা প্রতিষ্ঠানে, ইলেক্ট্রনিক্স মিডিয়া,প্রিন্ট মিডিয়া,জনসংখ্যা তথ্য, বাজেট,মোবাইল অপারেটর,মোবাইল ব্যাংকিং ,রেলওয়ে,এয়ারর্পোট/এয়ারলাইন্স ইত্যাদি অর্গানাইজেশন তাদের প্রতিদিনের কাজগুলো একটি নিদির্ষ্ট স্থানে ডেটাবেজ সংরক্ষন করে থাকে এর জন্য প্রতিটি কোম্পানি চায় যে তাদের তথ্য গুলো সর্বোচ্চ সিকিউরিটি ব্যবস্থা থাকা ,সহজে দ্রুত ডেটা কুয়েরি ( খোঁজা) করা,সহজে যাতে ডেটাবেজ একসেস বা মডিফাই করতে পারে,আনঅথরাইজ( অননুমোদিত )ব্যাক্তি ডেটাবেজ একসেস না করতে পারে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে বাজারে বিভিন্ন ধরনের ডেটাবেজ সফটও্য়্যার আছে যেমন- Oracle,Microsoft SQL Server,mysql,Db2,teradata,SQLite,SQLbase ইত্যাদি।  অনেক ধরনের ডেটাবেজ সফটওয়্যার আছে তার মধ্যে বিশ্বের সর্ববৃহৎ ডেটাবেজ সফটওয়্যার হল ওরাকল ডেটাবেজ (ORACLE database)

 

ওরাকল ডেটাবেজ হল একটি সর্ববৃহৎ ডেটাবেজ নির্মাতা কোম্পানি । ওরাকল ডেটাবেজ প্রোগ্রাম একটি সর্বাধিক শক্তিশালী ডেটাবেজ প্রোগ্রাম হিসাবে পৃথিবীর সবর্ত্র ব্যবহার হচ্ছে জটিল কুয়েরি বা লজিকগুলো খুব সহজে ওরাকল ডেটাবেজ করা যায়। আর এটি ক্লায়েন্ট লেভেলে কাজ করে ।

ব্যাংক/বীমা, শিল্প প্রতিষ্ঠানে,ইন্ড্রাষ্টি,গার্মেন্টস, হসপিটালে,ভোটার তথ্য,মোবাইল ব্যাংকিং, শিক্ষা প্রতিষ্ঠানে ইত্যাদি আর্থিক প্রতিষ্ঠানে ডেটাবেজ সফটওয়্যার হিসাবে ওরাকল ডেটাবেজ ব্যবহার করে থাকে

ওরাকল একটি রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RELATION DATABASE MANAGEMENT SYSTEM) ,বিশ্বে RDMS -RELATION DATABASE MANAGEMENT SYSTEM এখন স্ট্যান্ডাড হয়ে দাঁড়িয়েছে। ওরাকল এই সর্বপ্রথম কোম্পানি যারা বানিজ্যিক ভাবে রিলেশনাল ডেটাবেজ প্রোগ্রাম বাজারে ছাড়ে । তাছাড়া এর ডেটাবেজ সিকিউরিটি সিস্টেম বা নিরাপত্তা ব্যবস্তা খুবই শক্তিশালী । 0% ডেটালস বা ডেটা হারানো সম্ভাবনাই থাকে না এর জন্য প্রতিটি কোম্পানি ওরাকল ডেটাবেজ এর উপর আস্থা রাখে ।
আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে কি ভাবে বিভিন্ন ধরনে সফটওয়্যার ডেভেলপ করা যায় তা শিখব।

 

কাদের জন্য কোর্স?

প্রোগ্রামিং কাজ করতে যারা ভালবাসেন, যারা প্রোগ্রামার হতে চায়,চাকুরির ক্ষেত্রে ,আউটর্সোসিং ,যারা বিভিন্ন ধরনে সফটওয়্যার তৈরি করতে চান

যেমনঃ

  • একাউন্টিং সফটওয়্যার Accounting Software,
  • ইনভেন্টরি সফটওয়্যার Inventory Software,
  • স্টুডেন্ট মেনেজমেন্ট সফটওয়্যার (Student Management Software-For School,College,University),
  • সেন্ট্রাল স্টোর (Central Store ),
  • হসপিটাল মেনেজমেন্ট সফটওয়্যার (Hospital Management software)

ইত্যাদি যে কোন সফটওয়্যার তৈরি করতে এই টিউটোরিয়াল সহায়তা করবে আর আউটর্সোসিংকাজ করতে সহায়তা করবে ,পড়ালেখা চাকুরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক এবং ভেন্ডর সার্টিফিকেট চায়
চাকুরির সারকুলারে দেখা যায় যে Oracle,SQL,PL/SQL সর্ম্পকে ভাল জ্ঞান থাকতে হবে তাদের জন্য এই টিউটোরিয়াল গুলো অনেক উপকারে আসতে পারে

কোর্সে কয়টি লেকচার থাকবে?

ওরাকল শেখার দীর্ঘমেয়াদী কোর্সের ধারাবাহিকতায় ৪টি ভাগে কোর্স অফার করা হবে।

  • ডেটাবেজ টিউটোরিয়াল ওরাকল -১ম বিভাগ (BASIC SQL পরিচিতি)

  • ডেটাবেজ টিউটোরিয়াল ওরাকল -২য় বিভাগ (BASIC PL/SQL পরিচিতি)
  • ডেটাবেজ টিউটোরিয়াল ওরাকল -৩য় বিভাগ (Oracle form developer)
  • ডেটাবেজ টিউটোরিয়াল ওরাকল -৪র্থ বিভাগ (Oracle Reports developer)

এই কোর্সটি হলো এই সিরিজের ১ম কোর্স। ডেটাবেজ টিউটোরিয়াল ওরাকল -১ম বিভাগ(BASIC SQL পরিচিতি) কোর্সটিতে ১৬টি লেকচার থাকবে এবং পর্যায় ক্রমে পরবর্তী কোর্সসমুহ চালু করা হবে ।
আগামী মে মাসের,2016 প্রথম সপ্তাহ থেকে কোর্সটি চালু হবে

লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস

ডেটাবেজ টিউটোরিয়াল ওরাকল -১ম বিভাগ (BASIC SQL পরিচিতি)

 

কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি:

আমি মো: রহিম উদ্দিন সোহাগ বর্তমানে ওরাকল প্রোগ্রামার হিসাবে জব করছি একটি প্রাইভেট কোম্পানিতে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে( NATIONAL UNIVERSITY) erp Project কাজ করছি । আমি কম্পিউটার টেকনোলজির উপর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করলাম ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১৫ সালে ।সঠিক গাইড লাইনের না থাকার কারনে অনেক মেধাবি স্টুডেন্ট ওরাকল দিকে এগিয়ে আবার পিছিয়ে পড়ে এটা যাতে আর না হয় তার জন্য আমি কাজ করছি আর ওরাকল শিক্ষতে চোখ রাখুন www.oraclebangla.com , আশা করি বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় দক্ষ ডেভেলপার গড়ে উঠবে ওরাকল বাংলাদেশে এগিয়ে যাবে এবং আমাদের বাংলাদেশের মেধাবি স্টুডেন্টরা ওরাকল দিয়ে ছোট বড় সফটওয়্যার তৈরি করবে নিজেরা আর্থিক ভাবে সফল হবে একদিন । সকলের কাছে দোয়া প্রার্থী যাতে এই কোর্সটি সর্ম্পুন করতে পারি

 

যোগাযোগঃ

Website ::  www.oraclebangla.com
Email     ::    Rahimuddin2012@gmail.com
Facebook ::  WWW.facebook.com/oracle.shohag

Facebook Page :: ওরাকল বাংলা
Skype id ::  shohagcid2013

 

 

Comments

comments

3 pings

    1. ডেটাবেজ টি

      […] [কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক] […]

    2. ডেটাবেজ টি

      […] [কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক] […]

    Leave a Reply