Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

মাইক্রোসফট এসকিউএল সার্ভার ২০১২

কোর্সের শিরোনাম 

মাইক্রোসফট এস.কিউ.এল সার্ভার ২০১২

এখানে ক্লিক করে এই কোর্সে ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলুন।

কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা 

ডাটাবেস শব্দটার সাথে এখন আমরা সবাই কম বেশি পরিচিত। ভোটার আইডি কার্ড আমাদের একটি পরিচিত ডাটাবেস। আজকাল স্কুল কলেজ এর ছাত্র/ছাত্রী ভর্তি থেকে শুরু করে, ব্যাংক, অফিস সর্বত্র ডাটাবেস ব্যবহার হচ্ছে। ডাটাবেস এর ধরন, আকার এবং প্রয়োজন ভেদে ব্যবহার করা হচ্ছে  বিভিন্ন রকম ডাটাবেস সফটওয়্যার, যার মধ্যে মাইক্রোসফট এস.কিউ.এল সার্ভার অন্যতম। আমাদের দেশে এর ব্যবহারও প্রচুর।

 

সার্ভার কথাটি শুনে একটু হোচট খেলেও, আসলে তেমন জটিল কিছুনা। মাইক্রোসফট এটিকে সহজে ব্যবহার উপযোগী করে  তৈরী করেছে। কেমন মজা হবে যদি আপনি নিজেই ডাটাবেস তৈরী করতে পারেন, আপনার কোন প্রয়োজনে। মাইক্রোসফট এস.কিউ.এলসার্ভারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আপনাকে সাহায্য করবে অতি দ্রুত একটি ডাটাবেস বানিয়ে ফেলতে, যা অন্য ডাটাবেস সফটওয়্যারে করতে হলে আপনাকে বেশ অভিজ্ঞ হতে হবে।

কাদের জন্য কোর্স?

কোর্সটি সবার জন্য। তবে গণিতের সেট এর উপর প্রাথমিক ধারণা থাকলে ভাল। আশা করি যারা মাইক্রোসফট এস.কিউ.এল সার্ভার ২০১২ পরীক্ষায় অংশ নিতে চান তারাও উপকৃত হবেন।

 

কোর্সে কয়টি লেকচার থাকবে?

মোট ১৬ টি লেকচার থাকবে।

 

লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস

কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?

  • কোর্স আগামী ১লা নভেম্বর থেকে শুরু করে ৮ সপ্তাহ ব্যাপী চলবে। প্রতি সপ্তাহে ২ টি করে লেকচার থাকবে।

কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি

আমি হাসান হাবীব, পেশায় সফটওয়্যার ডেভেলপার। ফক্সপ্রো দিয়ে আমার ডাটাবেস নিয়ে কাজ করা শুরু। চাকুরির প্রয়োজনে এরপর একসেস এবং মাই এস.কিউ.এল নিয়েও কাজ করেছি। মাইক্রোসফট এস.কিউ.এল সার্ভার ২০০০/২০০৫/২০০৮ এ কাজ করবার অভিজ্ঞতা থাকলেও বর্তমানে মাইক্রোসফট এস.কিউ.এল সার্ভার ২০১২ কাজ করছি।

Comments

comments

Leave a Reply