Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

ম্যাটল্যাব পরিচিতি

ইন্ট্রো টু ম্যাটল্যাব  / MATLAB পরিচিতি

কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা

এই কোর্সটি ম্যাটল্যাব (MatLab: Matrix  Laboratory ) নামক একটি ইন্টেরপ্রেটেড প্রোগ্রামিং লান্গুয়েজ  সম্পর্কে প্রাথমিক ধারণা দিবে। ম্যাটল্যাব এনালাইসিস জাতীয় কাজের জন্য খুবই চমৎকার একটি টুল। ইন্ডাস্ট্রি অথবা গ্রাজুয়েট স্কুল এ  ম্যাটল্যাব এর ব্যবহার ক্রমশ বেড়েই চলছে।  এই কোর্স প্রোগ্রামিং কিভাবে করতে হয় তা শিখাবে না, বরং ম্যাটল্যাব এ প্রোগ্রাম করতে হলে কি কি জানা দরকার এবং ম্যাটল্যাব এর এনভায়রমেন্ট সম্পর্কে পরিচয় করিয়ে দিবে।

 

নিবন্ধন

এখানে ক্লিক করে কোর্সে নিবন্ধন/রেজিস্ট্রেশন করে নিন।

কাদের জন্য কোর্স?

এই কোর্স এর টার্গেট অডিয়েন্স মূলত বিশ্ববিদ্যালয় এর ছাত্র / ছাত্রীগণ।

কোর্সে কয়টি লেকচার থাকবে?

এই  কোর্স এ ৫টি লেকচার থাকবে।

 

লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস

লেকচার ১:  ম্যাটল্যাব পরিচিতি; ভ্যারিয়েবল
লেকচার  ২:  স্ক্রিপ্ট পরিচিতি এবং ভেক্টর / ম্যাট্রিক্স  ইন্ডেক্সিং;  প্লট ; Fun: Simulation of Life !
লেকচার ৩:  ম্যাটল্যাব প্রোগ্রামিং
লেকচার ৪:   (ক) ম্যাটল্যাব এ equation সলভ ;

      curve / Polynomial ফিটিং 

optimization এর প্রয়োগ। ইঞ্জিনিয়ার দের জন্য এই     লেকচার টি খুবই উপকারে আসবে বলে আশা করছি

লেকচার ৫:   অ্যাডভান্সড মেথড: ডাটা  স্ট্রাকচার / অ্যানিমেশন / GUI ডেভেলপমেন্ট।  অথবা কারো কোনো বিশেষ অনুরোধ থাকলে সেই টপিক তাও কভার করা যেতে পারে

কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?

ফেব্রুয়ারী ৪।  প্রতি দুই সপ্তাহে একটি করে লেকচার আপলোড করা হবে।

কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি

অভিজিত চক্রবর্তী।  পিএইচডি:  এরোস্পেস ইঞ্জিনিয়ার এন্ড মেকানিক্স:  ইউনিভার্সিটি অফ মিনেসোটা, ২০১২।
বর্তমানে Cummins এ সিনিয়র ইঞ্জিনিয়ার।

Comments

comments

Leave a Reply