ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি

ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি

 

নিবন্ধনের লিংক 

এখানে ক্লিক করে কোর্সে ফ্রি রেজিস্ট্রেশন করুন

 

কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা:

ওয়ার্ডপ্রেস বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সিএমএস এর একটি। ওয়ার্ডপ্রেসে যে কোন ধরনের ওয়েবসাইট তৈরি খুব কঠিন কিছুই না। এই কোর্সে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরির সমস্ত খুঁটিনাটি বিষয় শিখানো হবে; কোন ধরনের ওয়েবসাইট ডিজাইন বা কোডিং জ্ঞান থাকার প্রয়োজন নাই।

 

কাদের জন্য কোর্স?

মোটামুটি ইংলিশ ভাষা জ্ঞান আছে আর গুগলে কিভাবে সার্চ দিতে হয় এই জ্ঞান যার আছে, তারা সবাই খুব সহজে এই কোর্স করতে পারবে

 

কোর্সে কয়টি লেকচার থাকবে?

কোর্সের মোট লেকচার থাকবে ৫ টি

 

লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস:

 

·                ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস সম্পর্কিত প্রাথমিক সব ধারনা

·                ওয়ার্ডপ্রেস সেটআপ (অটোমেটিক)

·                ওয়ার্ডপ্রেস সেটআপ (ম্যানুয়ালি)

·                ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগিন্স

·                ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এবং গুরুত্বপূর্ণ কিছু কথা

 

কোর্স কবে থেকে শুরু হবেকয় প্তাহ চলবে?

 

শুরু হবে ১ জানুয়ারি থেকে, চলবে মোট ২ সপ্তাহ

 

কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি 

আমি শাদনান মাহমুদ নির্ঝর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছি সমাজবিজ্ঞানে। ফ্রীল্যান্স ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি আপওয়ার্কে। আমাকে ফেসবুকে পাওয়া যাবে এই ঠিকানায়। আমার সম্পর্কে বিস্তারিত জানা যাবে আমার ওয়েবসাইট থেকে।

 

কোর্স ইন্ট্রো ভিডিও লিঙ্ক – ক্লিক করুন এখানে

 

 

Comments

comments

1 comment

  1. Asik+Lovna

    এখনে free ,

Leave a Reply