সলিডওয়ার্কস (SolidWorks) পরিচিতি

Channel art

ফ্রি রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন এখানে
Facebook Page এ লাইক দিয়ে কোর্সে active থাকতে পারেন ।

কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা


Solidworks বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় CAD(Computer Aided Design) সফটওয়্যার , বিশেষ করে মেকানিক্যাল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সেক্টরে । এই কোর্সের প্রাথমিক লক্ষ্য সফটয়ারটির বিভিন্ন ফিচার ও টুলসগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া । গুরুত্বপূর্ণ ফিচারগুলো আয়ত্ত করার জন্য জোর দেয়া হবে । এছাড়া খুটিনাটি বিভিন্ন বিষয়গুলো নিয়েও আলোচনা থাকবে ।

 

ইঞ্জিনিয়ারিং কন্সেপ্ট ডেভলাপ করার জন্য CAD সফটয়ারের গুরুত্ব বিশ্বব্যাপী ।ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট , ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতে ইচ্ছুক , কিংবা কাজ করছেন যে কারোর জন্যই কোর্সটি উপযোগী ।এছাড়া ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় যে কোন একাডেমিক কোর্স অথবা কম্পিটিশনের জন্য প্রোজেক্ট তৈরিতে সবার আগেই দরকার পড়ে , স্ট্রাকচারাল ডিজাইন । প্রোজেক্টের কাজ শুরু করার আগে CAD মডেল তৈরি করে সিমুলেশন করে নিলে , হাতেকলমে কাজটা অনেক সহজ হয়ে যায় । এই প্রশিক্ষণ কোর্সটি এক্ষেত্রে বিশেষ সহায়ক হবে ।

 

 

 

সিলেবাস ও লেকচার


সফটয়ারটির খুঁটিনাটি  সব বিষয় আলোচনা করতে গেলে লেকচারের সংখ্যা একটু বেশিই হবে । তবে আপাতত ২০ টি লেকচার ঠিক করা হয়েছে । সবার গ্রহনযোগ্যতার উপর ভিত্তি করে লেকচার সংখ্যা বাড়ানোর ইছা আছে ।

গ্রহনযোগ্যতা এবং প্রয়োজনের নিমিত্তে লেকচারে বিষয় এবং অনুক্রম পরিবর্তন হতে পারে । লেকচার গুলোর বিষয় নিম্নরুপ হতে পারে :-

 

মডিউল (ক)
১/ Solidworks এর বিষয়াবলির সামগ্রিক ধারনা

২/ Sketch tool  গুলোর  পরিচিতি

৩/ Feature টুলগুলোর পরিচিতি ।

৪/ Sketch এবং Feature টুলগুলোর প্রয়োগ এবং অনুশীলন ।

৫/ Sketch এবং Feature টুলগুলোর প্রয়োগ এবং অনুশীলন।

৬/ Sketch এবং Feature টুলগুলোর প্রয়োগ এবং অনুশীলন ।

৭/  SolidWorks toolbox পরিচিতি এবং প্রয়োগ ।

৮/ Assembly tool গুলোর পরিচয় এবং প্রয়োগ ।

৯/ Assembly tool গুলোর অনুশীলন এবং প্রয়োগ ।

১০/ 2D drawing sheet  তৈরি এবং Rendering এর বিস্তারিত বিষয়াবলি ।

মডিউল (খ)

১১/ Motion Study এবং Animation তৈরির কৌশল ।

১২/ Sheet Metal tool গুলোর পরিচিতি এবং প্রয়োগ ।

১৩/ Mold tools গুলোর পরিচিতি এবং প্রয়োগ ।

১৪/ Weldment tool গুলোর পরিচিতি এবং প্রয়োগ ।

১৫/ Surface tool গুলোর পরিচিতি এবং প্রয়োগ ।

১৬/ Surface tool গুলোর প্রয়োগ এবং অনুশীলন ।

১৭/ Surface tool গুলোর প্রয়োগ এবং অনুশীলন ।

১৮/ Structural Simulation করার কৌশল  ।

১৯/ Flow Simulation করার কৌশল ।

২০/  Heat Transfer Simulation করার কৌশল ।

কবে থেকে শুরু


কোর্সটি ফেব্রুয়ারি ৯  থেকেই শুরু করতে ইচ্ছুক । কোর্স ম্যাটেরিয়াল অনেকটাই গোছানো হয়েছে । কোর্সটি ৬ মাস  ব্যাপী হতে পারে । কোর্সের বিষয়াবলির উপর ভিত্তি করে সময় বাড়তে পারে কিছুটা ।

 

শিক্ষক পরিচিতি


আমি, আমিনুল হক খালেদ । পড়ছি বুয়েটে , যন্ত্রকৌশল বিভাগে শেষ বর্ষে (৪/১)। লক্ষ্য একজন ডিজাইন/সিমুলেশন ইঞ্জিনিয়ার হওয়া । গত ৩ বছর ধরে SolidWorks শিখছি , কাজ করছি । এখন ভাবছি Software টির বিষয়াবলি এবং প্রয়োগ সবার সাথে শেয়ার করলে কেমন হয় । শিখাতে গিয়ে নিজেরও আরো শিখা হবে । তাই শিক্ষক.কম এ এই কোর্সটি নেয়ার প্রয়াস ।

Comments

comments

Leave a Reply