পরিসংখ্যান সফটওয়ার পরিচিতি – SAS

পরিসংখ্যান সফটয়্যার পরিচিতি – SAS

কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা SAS / “স্যাস” একটি পরিসংখ্যানের সফটয়্যার যা বিশ্বব্যাপী ছোট বা বড় মাপের পরিসংখ্যান গবেষণায় ব্যবহৃত হয়। এটি একটি কোর্স তাদের জন্য যারা কক্ষনো এটি ব্যবহার করেননি কিন্তু এটি সম্পর্কে জানতে আগ্রহী। ছোট ছোট পাঁচটি ভাগে আমরা এই সফটওয়ারটি শেখার চেষ্টা করব।

 

প্রশিক্ষক

এহসান করিম, পিএইচডি স্টুডেন্ট, স্ট্যাটিস্টিক্স, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া

 

নিবন্ধনের লিংক

 

দয়া করে এই লিংকে ক্লিক করে কোর্সে রেজিস্ট্রেশন করুন।

 

কোর্সের বর্ণনা

 

কাদের জন্য কোর্স?

পরিসংখ্যান বিষয়ে যাদের প্রাথমিক ধারণা আছে (বর্তমান পরিসংখ্যান পরিচিতি কোর্স করার সাথে সাথে করা যেতে পারে)

 

লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস

৫টি লেকচার।

 

কোর্স শুরু / সপ্তাহ:

 

মার্চের প্রথম সপ্তাহ থেকে ৫ সপ্তাহ

কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি

 

আমি এহসান করিম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পরিসংখ্যানে পড়াশুনা করেছি এবং পরবর্তীতে পরিসংখ্যানে উচ্চশিক্ষার জন্য ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আসি। মূলত গবেষণার বিষয় কারণিক সিদ্ধান্ত।

Comments

comments

Leave a Reply