১।কোর্সের শিরোনাম :
জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
নিবন্ধনের লিংক – এখানে ক্লিক করে কোর্সটিতে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন।
২। কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা :
আমাকে যদি কেউ প্রশ্ন করে , ruby, Php, Python & Javascript এর মধ্যে কোন ওয়েব প্রোগ্রামিং টি দিয়ে শুরু করা উচিত । আমার উত্তর হবে – জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট শেখাটা তুলনামুলক ভাবে সহজ এবং আপনি যদি আপনার ওয়েবসাইট টিকে একটি সুন্দর লুক দিতে চান, ।জাভাস্ক্রিপ্ট এর বিকল্প অন্য কিছু ভাবতে পারছি না। আপনি যদি নিজেকে একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হিসেবে সফলতা পেতে চান এবং ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার নিয়ে আগ্রহী হন, তাহলে জাভাস্ক্রিপ্ট অবশ্যই জানতে হবে। এছাড়াও এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি মোবাইল অ্যাপ্লিকেশান ও ডেভেলপ করতে পারবেন ।
৩।কাদের জন্য এই কোর্স :
আপনি যদি প্রোগ্রামিং এ নতুন এবং ওয়েব প্লাটফর্ম নিয়ে কাজ করতে চান বা করছেন শুরু করতে পারেন জাভাস্ক্রিপ্ট শেখা । আপনি অন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন এবং জাভাস্ক্রিপ্ট শিখতে আগ্রহি, শুরু করতে পারেন এই কোর্সে টি । এই কোর্সে করতে হলে যে প্রথাগত বিদ্যা থাকতে হবে তা না । যে কেই যেকোনো সময়ই শুরু করতে পারেন ।
৪ । কোর্স এ কয়টি লেকচার থাকবে :
প্রাথমিক ভাবে কোর্সে এ ১০ টি লেকচার থাকবে।প্রতিটি লেকচার কয়েকটি বিভাগে বিভক্ত থাকতে পারে ।প্রতি সপ্তাহে একটি করে লেকচার থাকবে (শুধু প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচার টি একই সপ্তাহে হবে) । লেকচার এ কোন পরিবর্তন আনা হলে পরে আপডেট করা হবে ।
৫ । কোর্সের সিলেবাস :
লেকচার ২ – জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স এন্ড স্টেটমেন্ট
লেকচার ৩ – ভ্যারিয়েবল এবং ডাটা টাইপ
লেকচার ৪ – অপারেটর এন্ড এক্সপ্রেশন
লেকচার ৮ – এইচটিএমএল ডকুমেন্ট অবজেক্ট মডেল
লেকচার ৯ – ব্রাউজার অবজেক্ট মডেল
লেকচার ১০ – জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি এন্ড ফ্রেমওয়ার্ক
৬) কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?
জুলাই এর ১০ তারিখ থেকে । ৬ অথবা ৯ সপ্তাহের মধ্যে শেষ হবে
৭) কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি :
আমি সজিবুর রাহমান বর্তমানে University Malaysia Sarawak এ কম্পিউটার সায়েন্স এন্ড ইনফর্মেশন টেকনোলজি বিভাগে (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ) স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত । এর আগে রুপপুর বয়েজ স্কুল থেকে SSC এন্ড ঈশ্বরদী সরকারী কলেজ থেকে HSC পাস করি ।
যোগাযোগ –
ইমেইল – shojibur@gmail.com
ফেসবুক – https://www.facebook.com/shojibur
ওয়েবসাইট – http://www.techmindmap.com