উচ্চমাধ্যমিক জীববিজ্ঞানে DNA এবং DNA Replication বা DNA অনুলিপন টপিকটি কিছুটা কঠিন মনে হয় ছাত্রছাত্রীদের কাছে। তবে সঠিকভাবে যদি ব্যাপারগুলো একবার বূঝে নেওয়া যায়- তবে খুব সহজেই DNA সংক্রান্ত জটিল বিষয়গুলো আয়ত্বে আনা সম্ভব। বোর্ড পরীক্ষাগুলোতে এটি সম্পর্কে অনেক বড় প্রশ্ন এবং নৈব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হয়।
এই কোর্সে যতটা সম্ভব সহজবোধ্য করে- DNA এর গঠন ও DNA অনুলিপনের বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করা হবে যাতে করে ছাত্র-ছাত্রী বা যে কেউ এই টপিকটি সম্পর্কে ভালো ধারণা পেতে পারে।
নিবন্ধনের লিংক
এখানে ক্লিক করে এই কোর্সে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন।
কাদের জন্য কোর্স:
সবার জন্য, তবে উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রাধান্য দেওয়া হয়েছে।
কোর্সে কয়টি লেকচার আছে:
১০ টি
লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস:
একনজরে লেকচার সিরিজে যা যা পড়ানো হবে দেখতে নিচের ভূমিকা ভিডিওটি দেখুন।
(লেখা স্পষ্ট বোঝার জন্য সর্বোচ্চ রেজ্যুলুশনে দেখার অনুরোধ রইল)
DNA’র ভৌত ও রাসায়নিক গঠন
১. একনজরে DNA গঠনপ্রক্রিয়া/ কিভাবে DNA গঠিত হয়
২. নিউক্লিওটাইড এর গাঠনিক উপাদানসমূহ এবং এর গঠনপ্রক্রিয়া
৩. পলিনিউক্লিওটাইড চেইন সৃষ্টির প্রক্রিয়া
৪. কর্মক্ষম বা কার্যকর DNA সৃষ্টির প্রক্রিয়া
DNA’র অনুলিপন
১. Central Dogma Theory
২. DNA অনুলিপন কি এবং এর গুরুত্ব
৩. একনজরে DNA অনুলিপনের ধাপসমূহ
৪. DNA অনুলিপনের বিভিন্ন ধাপের বিস্তারিত বর্ণনা (১ম পর্ব)
৫. DNA অনুলিপনের বিভিন্ন ধাপের বিস্তারিত বর্ণনা (২য় পর্ব)
৬. মানবসভ্যতায় DNA অনুলিপনের প্রতিফলন
কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) এবং এমএসসি (উদ্ভিদবিজ্ঞান) শেষ করে ২০০৮ সালে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ স্থাপিত হবার পর থেকে ২০১৪ পর্যন্ত কলেজের জীববিজ্ঞান (উদ্ভিদবিজ্ঞান) পাঠদানে কর্মরত ছিলেন মো. আরিফুর রহমান।