প্রাকৃতিক দুর্যোগ ও উন্নয়ন – ধারনা, নীতি ও চর্চা – ১

পটভুমি

প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির খুব স্বাভাবিক রুটিন হলেও আমাদের আছে সাধারন না। প্রতিনিয়ত আমরা এক শিকার হচ্ছি বিশ্বজুড়ে। তার উপরে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের হুমকি যার অনেকটাই এখন বাস্তব। ফলাফল হিসাবে আমরা গত দুই দশকের দুর্যোগের যথেষ্ঠ চারিত্রিক পরিবর্তন লক্ষ করছি। দুর্যোগগুলো এখন অনেক ঘন ঘন, অনেক বেশী শক্তিসম্পন্ন আর অনেক বেশী অনির্দিষ্ট। ফলাফল হিসাবে এখন আমরা আরো অনেক বেশী ঝুকিপুর্ন বিগত যে কোন সময়ের তুলনায়। তদুপরি, যে কোন দুর্যোগ আমাদের উন্নয়নের অগ্রগতি, পরিকল্পনা আর বিনিয়োগকে প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্থ হয়। আর বাংলাদেশের মত সীমীত আয়ের দেশগুলো তো দুর্যোগের কারনেই মাথা তুলে দাড়াতে পারছেনা।

এই কোর্সটি এই পর্যায়ে মুলত দুর্যোগের প্রাতিষ্ঠানিক বিষয়গুলোতেই বেশী গুরুত্ত্ব দিবে। দুর্যোগ কিভাবে উন্নয়ন কে বাধাগ্রস্থ করে এবং এর থেকে কিভাবে সবচেয়ে ভালো পরিত্রান পাওয়া যায় সে নিয়ে কথা হবে। এখানে আমারা শিখব দুর্যোগ কেন, প্রজারভেদ, তত্ত্ব, বৈশিওক প্রভাব এবং মোকাবেলার উপায়। আমরা সবাই একসাথেই শিখব এবং শেয়ার করব।

১) কোর্সের শিরোনাম

প্রাকৃতিক দুর্যোগ ও উন্নয়ন – ধারনা, নীতি ও চর্চা  -১ – প্রশিক্ষক নাজমুল হক রাসেল

 

নিবন্ধন ফর্ম – এখানে ক্লিক করে নিবন্ধন করুন।

২। কোর্সটি কাদের জন্য?

কোর্সটি মুলত সবার জন্য। আগ্রহী যে কেউই কোর্সটি অনুসরন করতে পারেন। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী যারা পরবর্তিতে সামাজিক, পরিবেশ ও মানব উন্নয়ন নিয়ে কাজ করতে আগ্রহী তারা বিশেষ ভাবে কোর্সটি অনুসরন করতে পারেন।

৩। কোর্সের লেকচার সংখ্যা

মডিউল ভিত্তিক এই কোর্সের ১ম মডিউলে ৮ টি লেকচার থাকবে। তবে লেকচার সংখ্যা আলোচনার বিষয়ের উপর ভিত্তি করে বাড়তে পারে।

৪। প্রাথমিক পর্যায়ের লেকচারগুলোর ধারনা

i.            প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ বিদ্যা, ঐতিহাসিক বিবর্তন, প্রয়োজনীয়তা ও ধরন, দুর্যোগের বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যত চিত্র, বাংলাদেশ প্রেক্ষাপট ও নির্ঘন্ট

ii.            প্রাকৃতিক দুর্যোগের কারন, প্রকারভেদ, ফলাফল

iii.            প্রাকৃতিক দুর্যোগের তত্ত্ব

iv.            প্রাকৃতিক দুর্যোগ প্রশমন – প্রধান উপায়সমুহ ও তত্ত্ব

v.            প্রাকতিক দুর্যোগ প্রশমন – প্রতিবেশ ভিত্তিক প্রশমন

vi.            প্রাকৃতিক দুর্যোগ প্রশমন – সামাজিক প্রশমন

vii.            দুর্যোগের রাজনীতি – বৈশ্বিক ধারা

viii.            দুর্যোগ ও বাংলাদেশ

৫। কোর্সটি কবে শুরু হবে?

আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে প্রতি ১৫ দিনে একটি করে লেকচার দেয়া হবে।

শিক্ষকের পরিচয়

আমি নাজমুল হক রাসেল। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নগর ও গ্রামীন পরিকল্পনা বিভাগে স্নাতক করেছি ২০০৫ সালে। পরিবেশ উন্নয়ন জগতে পদচারনা তখন থেকেই। ২০১০ সালে বেলজিয়ামের মুক্ত বিশ্ববিদ্যালয় বা Free University Brussel থেকে “মানবিক প্রতিবেশ বা Human Ecology” মাস্টার্স শেষ করি। বাংলাদেশের সবচেয়ে বড় জলবায়ু অভিযোজন গবেষনা প্রকল্পের (www.arcab.org) শুরু থেকেই সমন্বয়ক হিসাবে দায়িত্ত্ব পালন করি (২০১০-২০১২) সময়কালে। ২০১২ এ এসে নিজের PhD করেছি জাতিসঙ্ঘ বিশ্ববিদ্যালয়, বন, জার্মানীতে। বিষয় “প্রাকৃতিক দুর্জোগের বিরুদ্ধে প্রতিরোধক্ষম ইউরোপিয়ান শহর”।.

Comments

comments

Leave a Reply