কম্পিউটার ভিশন পরিচিতি

কম্পিউটার ভিশন পরিচিতি Introduction to Computer Vision

লেকচারসমূহ

1. Human Visual System (৭ ই জানুয়ারী ২০১৩)
3. ছবির জ্যামিতিক গঠন (Geometric Image Formation)
      3.2 Perspective Phenomenon (২০শে জানুয়ারী ২০১৩)
      3.3 Homogeneous Coordinate [২৬শে জানুয়ারী ২০১৩]  
5. কম্পিউটার ভিশন ব্যবহারিক ক্লাস-১ [০৯ ফেব্রুয়ারীর ২০১৩
4. ছবির আলোকীয় গঠন [০৩ মার্চ ২০১৩][নতুন]
6. Image Processing-Point Processing [~১১ ই জুন ২০১৩]
8 .Color Constancy — [আগস্ট 19, 2014]

6. Object Recognition

আমরা মানুষেরা যেভাবে দেখতে পাই, যন্ত্র কি সেভাবে দেখতে পায়? ধরুন একটা সুপার কম্পিঊটারের সাথে সুপার Resolution এর একটা ক্যামেরা লাগিয়ে দিলেই কি যন্ত্র বুঝতে পারবে একটি ছবিতে কোনটি আপেল আর কোনটি কলা? কম্পিঊটারকে দেখাতে ও বুঝাতে (যেটা বেশী কঠিন) হলে, কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য দরকার । অবশ্য, তার আগে মানুষ কিভাবে দেখে সেটা ভালো করে বুঝতে পারলে, যন্ত্রকে শেখানো সহজ হতে পারে। তাই প্রথমে আমরা মানুষের দৃষ্টিশক্তি এবং বিশেষত মানুষ কিভাবে তার মাথায় রং পক্রিয়া করে সেটা দেখার চেষ্টা করব। এত সব শক্ত শক্ত কথা বললেও আমার আসল ঊদ্দেশ্য হল এই কোর্সে সবার সাথে কিছু মজার মজার জিনিস শেয়ার করা।

 

নিবন্ধনের লিংক

দয়া করে এখানে ক্লিক করে কোর্সে নিবন্ধন (registration) করুন।  

কাদের জন্য কোর্স?

সবার জন্য। কম্পিউটার বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড না থাকলেও সমস্যা নাই।

কোর্সে কয়টি লেকচার থাকবে?

কমপক্ষে ১৫ টি (<১০মিনিট ভিডিও)  ও ৫ টি প্রশ্ন ভিডিও (<৫ মিনিট) [Brain teaser ধরনের]

কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?

জানুয়ারি ৩, ২০১৩ হতে। মোট ৬-৮ সপ্তাহ চলবে।

প্রশিক্ষক

শেখ ফরিদুল হাসান

কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি

বর্তমানে কোর্স শিক্ষক Hubert Curien Lab of University Jean Monnet, France-এ ইন্ডাস্ট্রিয়াল পি এইচ ডি ক্যান্ডিডেট এবং Technicolor R&D, France-এ গবেষণা ও উন্নয়ন প্রকৌশলী হিসাবে কর্মরত আছেন। এর আগে তিনি আই ইউ টি থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক  এবং Erasmus Mundus বৃত্তি নিয়ে CIMET মাস্টার্স Program সম্পন্ন করেন।

Comments

comments

Leave a Reply