Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

কেমিকৌশল পরিচিতি – কোর্স সম্পর্কে

 

কোর্সটি চলছে। কোর্সের লেকচারে অংশ নিতে ক্লিক করুন মূল পাতায়

 

কোর্স পরিচিতি

অনেকের ধারণা যে কেমিকৌশল (Chemical Engineering) হয়তো কেমিস্ট্রি বা রসায়নের কোনো একটি শাখা। আসলে কি তাই? কেমিকৌশল হচ্ছে প্রকৌশলবিদ্যার সেই শাখা যাতে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং কখনো কখনো জীববিজ্ঞানের সম্মিলিত জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো কাঁচামালকে অর্থকরী শিল্পপণ্যে রূপান্তর করা হয়। কেমিকৌশল সম্পর্কে জানতে আগ্রহী সবার জন্য অনলাইন এই কোর্সটি উন্মুক্ত। কোর্সটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে সাধারণশিক্ষায় শিক্ষিত যে কোনো বাংলাভাষী মানুষ এতে অংশ নিতে এবং শিখতে পারেন। ৬ সপ্তাহ জুড়ে চলা এই কোর্সে লেকচারের সাথে সাথে আরো থাকবে প্রতিষ্ঠিত কেমিকৌশলীদের সাক্ষাতকার। কেমিকৌশলীদের মুখ থেকেই আমরা শুনবো কেমিকৌশলের গল্প।

============

কোর্সের উদ্দেশ্য

============

 এই কোর্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে অংশগ্রহনকারীদেরকে কেমিকৌশল এবং এর বিষয়বস্তু সম্পর্কে একটি সম্যক ধারণা দেয়া। আশা করা যায়, অন্তত নিচের বিষয়গুলি সম্পর্কে আপনার জ্ঞান কিছুটা হলেও বাড়বে-

(১) কেমিকৌশল ও এর বিষয়বস্তু,  কেমিকৌশলের ভবিষ্যৎ।

(২) কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেকার সম্পর্ক ও ব্যবধান।

(৩) শিল্পকারখানার কোন কোন ক্ষেত্রে একজন কেমিকৌশলী ভূমিকা রাখেন?

(৪) কাঁচামালকে অর্থকরী শিল্পপণ্যে রূপান্তরের মূল প্রক্রিয়াগুলি কি কি?

(৫) রিফাইনারি ব্যাপারটা আসলে কি? পেট্রোল, ডিজেল, কেরোসিন, ফারনেস তেল, জেট ফুয়েল – এত এত জিনিস আমরা কীভাবে পাই?

(৬) কীভাবে জ্বালানি তেল থেকে আমরা বিদ্যুৎ, সার, প্লাস্টিক ও নানান নিত্যব্যবহার্য্য পণ্য পাচ্ছি?

(৭) প্লাস্টিক বোতল, পলিথিন, নাইলন – এত এত প্লাস্টিক আসলে কোত্থেকে আসে?

(৮) বাংলাদেশ কাতার থেকে গ্যাস কিনতে ইচ্ছুক, সেই গ্যাস বাংলাদেশে আনবো কীভাবে?

(৯) সিএনজি, এলএনজি এবং এলপিজির মধ্যেকার পার্থক্য কি?

(১০) আখ, ধানের খড়, কাঠ, ঘাস, গৃহস্থালী বর্জ্য, ইত্যাদি থেকে কি পেট্রোল, ডিজেল কিংবা কেরোসিন উৎপন্ন করা সম্ভব? এরকম শিল্প গড়তে কেমন খরচ হবে? লাভ হবে?

(১১) কম্পিউটারের মাদারবোর্ড, মোবাইল ফোন, সিডি ও নানান ইলেকট্রনিক সামগ্রিতে যে সিলিকন ওয়েফার থাকে তা কীভাবে বানায়?

(১২) গ্রীন হাইজ গ্যাস কী? জলবায়ু-পরিবর্তন রোধ কীভাবে সম্ভব?

(১৩) শিল্পকারখানা ও পরিবেশ দূষণ।

(১৪) ইটের ভাটার দূষণ থেকে ঢাকার পরিবেশকে কীভাবে বাঁচানো সম্ভব?

(১৫) আমি একজন উদ্যোক্তা। বাংলাদেশের কোন কোন রাসায়নিক শিল্পে আমি বিনিয়োগ করলে সফল হব?

==========

কোর্স পদ্ধতিঃ

==========

কোর্সটি চলবে ৬ সপ্তাহব্যাপী। প্রতি সপ্তাহের একটি নির্দিষ্ট সময়ে  ভিডিও লেকচার অনলাইনে প্রকাশ করা হবে। প্রতিটি লেকচার হবে এক ঘন্টার। তবে সুবিদার্থে একটি লেকচার কয়েকটি ভাগে ভাগ করে প্রকাশ করা হবে। প্রতিটি ভাগে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করা হবে। লেকচার ছাড়াও বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে কেমিকৌশলীদের সাক্ষাতকার। যেহেতু এই কোর্সটি কেমিকৌশলের অ-আ-ক-খ কোর্স, আমার ধারণা এধরণের সাক্ষাতকার থেকে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবেন। প্রতি সপ্তাহের পাঠ্যসূচির সাথে সম্পৃক্ত এমন কেমিকৌশলীর সাক্ষাতকারই প্রকাশ করা হবে। যারা সাক্ষাতকারে অংশ নেবেন তাদের মধ্যে বুয়েটের শিক্ষক, বাংলাদেশের প্রতিষ্ঠিত কেমিকৌশলী এবং বিদেশে গবেষণারত গবেষক আছেন। লেকচারের পাশাপাশি এক্সপার্টদের কাছ থেকে গল্প শুনেও কেমিকৌশলের বিভিন্ন আঙ্গিক সম্পর্কে জানা হবে। যারা লেকচারের ভিডিও দেখতে পারবেন না, তাদের সুবিদার্থে একই সময়ে পোস্ট করা হবে লেকচারনোট। এছাড়াও প্রকাশ করা হবে ঐ সপ্তাহের কুইজ। প্রতিটি কুইজে পাঁচটি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। লেকচারের প্রধান শিক্ষনীয় ব্যাপারগুলি একজন শিক্ষার্থী সঠিকভাবে আত্মস্থ করতে সক্ষম হয়েছেন কিনা সেটা যাচাই করাই এই কুইজের লক্ষ্য। সঠিক উত্তর ও ব্যাখ্যাসহ কুইজের ফলাফল ইমেইলে পাঠানো হবে। এই ফলাফল শিক্ষার্থী নিজে ছাড়া আর কেউ জানতে পারবে না। কুইজে সাফল্য কিংবা ব্যর্থতা কোর্সের পরবর্তী কার্যক্রমে কোনো ছাপ ফেলবে না। এছাড়া আগ্রহীদের জন্য অতিরিক্ত (কিন্তু বাধ্যতামূলক নয়) কিছু কোর্স ম্যাটেরিয়াল (যেমন, প্রবন্ধ, অনলাইন এক্টিভিটি, লিংক) সরবরাহ করা হবে।

======

পরীক্ষাঃ

======

কোনো এসাইনমেন্ট কিংবা চূড়ান্ত পরীক্ষা থাকবে না।

কোর্সে অংশগ্রহনের জন্য সনদ বা তদপরবর্তী কোনো রিকমেন্ডেশন প্রদান করা হবে না। কোর্সের সাথে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।

========================

প্রশিক্ষকঃ ড. এম এম ফারুক হাসান

কেমিকৌশল নিয়ে পড়াশুনা বুয়েট (বিএসসি) এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে (পিএইচডি)। বর্তমানে মার্কিনযুক্তরাস্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পিএইচডিপরবর্তী গবেষক হিসেবে কর্মরত। গবেষণার প্রধান বিষয়ঃ তেল ও গ্যাস শিল্প, কার্বন নিঃস্বরন ও প্রতিকার, উৎকর্ষায়ণ (Optimization), এবং কারখানা নকশা (process design)। প্রধান শখ বই পড়া, ব্লগিং এবং সিনেমা দেখা।

========================

আগস্ট ২০১২ ক্লাসে যান

Comments

comments

Leave a Reply