CCNA পরিচিতি

সিসিএনএ (CCNA) পরীক্ষা পরিচিতি 

cisco

এই কোর্সে CISCO CCNA পরীক্ষা সম্পর্কে ধারণা দেয়া হবে এবং এই পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করা হবে।

সিসিএনএ করার জন্য মোটামোটি ভাল টাকায় প্রয়োজন । তাই আমি উদ্যোগ নেই বাংলায়  সিসিএনএ কোর্সটি পাবলিশ করার জন্য। আমি ইতি মধ্যে বিভিন্ন সাইটে টুকটাক লেখালেখি করি, টেকটিউনস, টেকটুইটই ইত্যাদি। আমার মনে হলো শিক্ষক.কম এ টোটাল কোর্সটি পাবলিশ করলে, অনেকেই উপকৃত হবে।

 

রেজিস্ট্রেশন

 

এই কোর্সটি সম্পূর্ণ বিনা মূল্যের। এখানে ক্লিক করে কোর্সে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন।

 

সিসিএনএ পরীক্ষার তথ্য

পরীক্ষার সময় : ৯০ মিনিট

প্রশ্ন : ৫০-৫৩ টি

নাম্বার : ১০০০

পাশের জন্য লাগবে : ৮৫০

খরচ :৩০০$

 

 

কোর্সের সিলেবাস 

১) নেটওয়ার্ক পরিচিতি (Introduction to Networks)

  • নেটওয়ার্ক কি?
  • নেটওয়ার্কের প্রকারভেদ
  • টপোলজি (Topology)
  • ক্যাবল (Cable)
  • ওয়্যারলেস মিডিয়া
  • রিপিটার (Repeater)
  • ব্রিজ (Bridge)
  • হাব (Hub)
  • সুইচ (Switch)
  • রাউটার (Router)
  • গেটওয়ে (Gateway)

2) OSI মডেল

  • এপ্লিকেশন লেয়ার / Application Layer
  • প্রজেন্টেশন লেয়ার / Presentation Layer
  • সেশন লেয়ার / Session Layer
  • ট্রান্সপোর্ট লেয়ার / Transport Layer
  • নেটওর্য়াক লেয়ার / Network Layer
  • ডাটালিংক লেয়ার / Data Link Layer
  • ফিজিক্যাল লেয়ার / Physical Layer

৩) টিসিপি /আইপি পরিচিতি (TCP/IP Basics)

  • বেসিক ধারনা
  • আইপি ক্লাস

o    ক্লাস-এ

o    ক্লাস-বি

o    ক্লাস-সি

o    ক্লাস-ডি

o    ক্লাস-ই

  • প্রাইভেট আইপি
  • পাবলিক আইপি

৪) সাবনেটিং  (Subnetting

৫)  VLSM

৬) রাউটিং (Routing)

৭) সুইচিং

  • সুইচিং এর সংক্ষিপ্ত বিবরণ
  • VLAN
  • কনফিগার VLAN
  • কনফিগার trunk port
  • কনফিগার Access port
  • STP

৮) নেটওর্য়াক নিরাপত্তা

৯) আইপিভি-৬ (IPV6)

  • বেসিক ধারনা
  • স্ট্রাকচার
  • রাউটিং
  • IPv6 টানেলিং ওভার IPv4

১০) ওয়ান( WAN)

  • WAN এর বেসিক ধারনা
  • WAN কানেকশন types
  • High level Data Link (HDLC) Protocol
  • Point to Point Protocol (PPP)
  • Link Control Protocol (LCP)
  • Frame relay
  • VPN
  • GRE tunnels
  • IPSec etc.

১১) এনহ্যান্সড আইপি সার্ভিসেস (Enhanced IP services)

  • First Hop Redundancy protocol (FHRP)
  • Hot Standby Router Protocol (HSRP)
  • Virtual Router Redundancy Protocol (VRRP)
  • Gateway Load Balancing Protocol
  • SNMP etc.

১২) সবশেষে Exam question and Answer

 

CCNA কোর্সের ভিডিওগুলো নিয়ে একটি ডিভিডি তৈরি করা হয়েছে। অনলাইনে ডিভিডি অর্ডার করতে নিচের ছবিতে ক্লিক করুন

CCNA Bangla

 

কোর্সটি কাদের জন্য

সবার জন্য।

 

কোর্সের লেকচার সংখ্যা

 

১২টি লেকচার থাকবে।

 

কোর্সের সময়কাল

সেপ্টেম্বর ২২ তারিখ হতে শুরু হবে।

 

শিক্ষক পরিচিতি

আমি তিতাস সরকার। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইটি তে মাস্টার্স করেছি এবং সিসিএনএ পরীক্ষা দিয়ে সিসকো সার্টিফাইড হয়েছি।ইনফরমেশন টেকনোলজি নিয়ে জানতে এবং জানাতে ভাল লাগে, তাই আমার এই উদ্যোগ। আশাকরি আইটিতে ক্যারিয়ার করতে আগ্রহী নতুনদের এই কোর্সটি কাজে লাগবে। আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেইজবুকের এই লিংকে: https://www.facebook.com/titas.sarker

Comments

comments

Leave a Reply