(ইউটিউব দেখতে না পারলে ভিডিওটা ফেইসবুকেই দেখে নিতে পারেন)
কী বিষয়ের উপরে কোর্স?
বেসিক ওয়েবসাইট ডিজাইন
এই কোর্সে ওয়েবসাইট ডিজাইনের একেবারে গোড়ার সব বিষয় শিখানো হবে। এই ব্যাপারে আগে থেকে ধারণা থাকার দরকার নেই, কোর্সেই সব শিখানো হবে।
নিবন্ধনের লিংক
দয়া করে এখানে ক্লিক করে কোর্সে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করলে কোর্সের লেকচার আসা মাত্র ইমেইলে খবর পাবেন এবং কোর্স শিক্ষকের ঘোষণা পাবেন।
প্রশিক্ষক
ঝংকার মাহবুব, ওয়েব ডেভেলপার, Nielsen, শিকাগো, মার্কিন যুক্তরাষ্ট্র।
কোন পর্যায়ের কোর্স?
শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করতে পারেন এমন মানুষের জন্য ওয়েবসাইট বানানোর কোর্স। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এরকম অতিরিক্ত আর কিছু জানা লাগবেনা।
কোর্সে কয়টি লেকচার থাকবে?: ৮টি
লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস:
৪র্থ: পর্দার অন্তরালে ওয়েবসাইট
৫ম: স্মার্ট ওয়েবসাইট (javascript ও JQuery)
৬ষ্ঠ: ইউজার ইনপুট ও ওয়েব ডিজাইন
৭ম: অন্যের ওয়েবসাইট থেকে কপি মারার আর্ট
৮ম: ওয়েব ডেভেলপার হবার সিক্রেট
কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?
জানুয়ারী মাসের ২০তারিখ থেকে ২ সপ্তাহ অন্তর
কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি
আমি ঝংকার মাহবুব (jhankar.mahbub@gmail.com)। আমি BUET এর ২০০১ ব্যাচের ছাত্র। বুয়েট থেকে পাশ করার পর নিজস্ব ফার্মে কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। ২০১২ সালে আমি নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রী শেষ করে বর্তমানে শিকাগো শহরে nielsen এ ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি।
1 comment
1 ping
md hemo
নভেম্বর 6, 2016 at 11:21 অপরাহ্ন (UTC -6) Link to this comment
amr website ta digin kore dite parben?
বেসিক ওয়েবসাইট – লেকচার ৭ – ওয়েব ডেভেলপার হবার সিক্রেট
আগস্ট 19, 2013 at 10:06 অপরাহ্ন (UTC -6) Link to this comment
[…] বেসিক ওয়েবসাইট ডিজাইন […]