জার্মান ভাষার সহজ পাঠ

জার্মান ভাষার সহজ পাঠ

 [এখানে ক্লিক করে কোর্সে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন

কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা

এতে থাকবে জার্মান বা ডয়েচ ভাষায় সাধারণ কিছু বিষয় সম্পর্কে ধারণা, যেমন বর্ণমালা, সম্বোধন, পরিচয় দেয়া-নেয়া, দিন-ক্ষণ, যাতায়াত, বাড়িভাড়া,  কেনাকাটা ও প্রয়োজনীয় কিছু তথ্য।

কাদের জন্য কোর্স

এই কোর্স তাদের জন্য যারা জার্মান একেবারেই জানেন না অথবা ভাষাটা সম্পর্কে একটা ধারণা পেতে চান, জার্মানিতে ঘুরতে যাবেন, বা অল্প কিছু সময়ের জন্য কাজ করতে সেখানে যাওয়া দরকার, তাদের জন্য একটা সাহায্য করতে পারে। এখানে একেবারেই প্রাথমিক জ্ঞান থাকবে। তবে প্রয়োজনীয় অনেক কিছু শিখতে পারবেন।

লেকচার ও সিলেবাস

কোর্সে ১০টি লেকচার থাকবে। লেকচারে থাকবে-

(প্রতিটি লেকচারের সাথে থাকছে জার্মান ভাষার অডিও, যা উচ্চারণে সাহায্য করবে এবং বাক্য গঠন সম্পর্কে ধারণা দেবে।)

শিক্ষক পরিচিতি

অমৃতা পারভেজ, সম্পাদক ও উপস্থাপক, ডয়চে ভেলে, জার্মানি

Comments

comments

Leave a Reply