অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং পরিচিতি

অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং পরিচিতি

গাড়ী বর্তমানে বিলাসিতা নয়, প্রয়োজনীয় বটে। দেশে অনেকে আছে যারা চায় গাড়ী নিয়ে কাজ করতে, তারা গাড়ী ভালবাসে। কিন্তু তারা হয়তো গাড়ী সম্পর্কে বা এর প্রযুক্তি সম্পর্কে অনেকে জানার সুযোগ পায়না। এর মধ্যে কারন যেগুলো আছে, তার মধ্যে একটা হল যে তারা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সম্পর্কে পড়ার সুযোগ পায়না, এমনকি ব্যাক্তিগত পড়ালেখার জন্য প্রয়োজনীয় উপকরন পায়না। সেই জন্য আমি এই কোর্স এ অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয় নিয়ে লেকচার প্রদান করব। আমার “বাংলা অটোমোটিভ স্কুল” থেকে এই লেকচারগুলো রিলিজ হবে যেগুলো কো-টিচ করা হবে শিক্ষক ডট কমে।
শিক্ষক – মেহরাব মাসাঈদ হাবিব

নিবন্ধনের লিংক

কাদের জন্য কোর্স?

সবার জন্য। তবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী।

কোর্সে কয়টি লেকচার থাকবে –

মোটামোটি ২০ টি লেকচাআর প্রদান করা হবে এই কোর্সে। এর মধ্যে চেসিসের গঠন একটি লেকচার ভিডিওতে এবং বাকি গুলো ২টো করে লেকচার ভিডিও এর মাধ্যমে বুঝানো হবে। মোট ২০ টি লেকচার ভিডিও

লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস

 

 

কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?

আমি আশা করি ২০১৩ এর ডিসেম্বরের শেষ সপ্তাহে দুটি লেকচার প্রদান করতে পারব, এর পর প্রতি সপ্তাহে দুটি করে লেকচার প্রদান করব। সব ঠিক থাকলে আশা করি ১০ সপ্তাহ বা ৩ মাসে সম্পুর্ন কোর্স শেষ হয়ে যাবে।

কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি

আমি এয়াইউবি তে তড়িত কৌশল বিভাগে লেখাপড়া করছি। ইচ্ছা আছে ভবিষ্যতে অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করার এবং গাড়ি নিয়ে কাজ করার। ছোটবেলা থেকেই এই স্বপ্ন দেখে আসছি। এই জন্য নিজে থেকে অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এর উপর আমি ব্যাক্তিগত ভাবে লেখাপড়া করছি আগে থেকেই। স্বপ্ন আছে ভবিষ্যতে নিজের একটি গাড়ী নির্মান প্রতিষ্ঠানের।

 

পুনশ্চ – জানা বা শেখার কোন শেষ নেই। উক্ত ২০ টি লেকচার ভিডিও প্রদানের পরে আমি অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এর এডভান্স বিষয়াদির উপর লেকচার প্রদান করার আশা রাখি। এগুলো লেকচার শেষ হলে আমি বিস্তারিত জানাব 
নাম – মেহরাব মাসাঈদ হাবিব

(mehrabh@gmail.com)

fb page of bangla automobile school – www.facebook.com/bangla.auto.school

 

Comments

comments

Leave a Reply