Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

নৃবিজ্ঞান পরিচিতি

 

 

১) কোর্সের শিরোনাম: নৃবিজ্ঞান ১০১

 

নিবন্ধনের ফর্মএখানে ক্লিক করে কোর্সে নিবন্ধন করুন। 

 

২) কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা (১/২ প্যারাগ্রাফ)

নৃবিজ্ঞান মানুষের (Homo Sapiens) অতীত ও বর্তমান সম্পর্কিত একটি অধ্যয়ন। মানুষের সমাজ ও সংস্কৃতির জটিলতা অনুধাবন ও বিভিন্ন সমাজের মানুষের জীবনযাপন পাঠের প্রয়োজনে নৃবিজ্ঞান হলো সামাজিক, জৈবিক, ভৌত ও মানবিক বিজ্ঞানের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জ্ঞানকাণ্ড। নৃবৈজ্ঞানিক জ্ঞানের আলোকে বিভিন্ন মানবীয় সমস্যার সমাধান খুঁজে বেড়ানোই নৃবিজ্ঞানীদের মূল লক্ষ্য। বাংলাদেশের প্রায় সকল প্রধান প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান পড়ানো হলেও বিষয়টি নিয়ে
বিভ্রান্তির শেষ নেই। তাই এ বিষয়ে একটি কোর্স বেশ প্রাসঙ্গিক ও উপকারী হতে পারে।

 

৩) কাদের জন্য কোর্স? (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সবার জন্য)

সবার জন্য।

 

৪) কোর্সে কয়টি লেকচার থাকবে?

১২ টি।

 

৫) লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস

এক

নৃবিজ্ঞান কী?

নৃবিজ্ঞান মানুষের (Homo Sapiens) অতীত ও বর্তমান সম্পর্কিত একটি অধ্যয়ন। মানুষের সমাজ ও
সংস্কৃতির জটিলতা অনুধাবন ও বিভিন্ন সমাজের মানুষের জীবনযাপন পাঠের প্রয়োজনে নৃবিজ্ঞান হলো
সামাজিক, জৈবিক, ভৌত ও মানবিক বিজ্ঞানের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জ্ঞানকাণ্ড। নৃবৈজ্ঞানিক
জ্ঞানের আলোকে বিভিন্ন মানবীয় সমস্যার সমাধান খুঁজে বেড়ানোই নৃবিজ্ঞানীদের মূল লক্ষ্য।

ক। সামাজিক নৃবিজ্ঞান খ। জৈবিক নৃবিজ্ঞান গ। প্রত্নতাত্ত্বিক নৃবিজ্ঞান ঘ। ভাষাতাত্তিক নৃবিজ্ঞান

ঙ। প্রয়োগিক নৃবিজ্ঞান

 

সামাজিক নৃবিজ্ঞানঃ বিভিন্ন সংস্কৃতির সামাজিক কর্ম-কান্ডের ধরন ও চর্চা নিয়ে অধ্যয়ন করে, মানুষ কি করে একটি নির্দিষ্ট ভৌগলিক সীমানায় বাস করে নিজেকে সংগঠিত ও পরিচালিত করে তা অনুসন্ধান করে এবং কি ভাবে সামাজিক প্রপঞ্চসমূহের ভাব ও ব্যাখ্যা নিরূপিত হয় তা নিয়ে কাজ করে।

 

বিভিন্ন সমাজের অভ্যন্তরে ও এক সমাজের সাথে অন্য সমাজের মিল ও অমিল, অসমতা, নারী ও পুরুষের মিথষ্ক্রিয়া, শ্রেণী, জাতীয়তা, জেন্ডার, জ্ঞাতি সম্পর্ক, পরিবার ও বিবাহ ইত্যাদি সামাজিক নৃবিজ্ঞানের মূল অধ্যয়নের জায়গা। সামাজিক গবেষণার ক্ষেত্রে অংশগ্রহণমূলক ক্ষেত্রানুসন্ধানের (Participant Observation) ব্যবহার সামাজিক নৃবিজ্ঞানের প্রধানতম ঐতিহ্য। স্বাস্থ্য, প্রতিবেশ, শিক্ষা, কৃষি, উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের বিভিন্ন বিষয়ে সামাজিক নৃবিজ্ঞানীরা গবেষণা ও কাজ-কর্ম করে

থাকেন। বাংলাদেশে বিগত আড়াই দশক ধরে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মূলতঃ সামাজিক নৃবিজ্ঞানেরই অধ্যয়ন হয়ে থাকে।

 

জৈবিক নৃবিজ্ঞানঃ মানুষ কি ভাবে বৈচিত্র্যময় প্রতিবেশে নিজেদের খাপ খাওয়াতে চেষ্টা করে এবং সেই প্রচেষ্টায় সামজিক ও শারীরিক প্রক্রিয়াগুলো কি কি, মানুষের উৎপত্তি, বিকাশ, বিবর্তন ও বৈচিত্র্য নৃবিজ্ঞানের যে শাখায় আলোচিত হয়, তাই জৈবিক নৃবিজ্ঞান। মানুষের এই সকল মৌলিক বিষয় অনুধাবন করতে জৈবিক নৃবিজ্ঞানীরা প্রাইমেট, ফসিল, প্রাক ইতিহাস, মানব জীববিদ্যা ও জীনতত্ত্ব বিষয়ে পঠন-পাঠন ও গবেষণা করে থাকে।

 

প্রত্নতাত্ত্বিক নৃবিজ্ঞানঃ মানুষের ব্যবহ্রত ভৌত উপাদান ও যন্ত্রপাতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে মানুষ ও এর সংস্কৃতির আদি ইতিহাস উৎঘাটন করাই প্রত্নতাত্ত্বিক নৃবিজ্ঞানের মূল কাজ। প্রত্নতাত্ত্বিকেরা সাধারনত মানুষের ব্যবহ্রত মৃৎশিল্প, পাথরের তৈরী যন্ত্রপাতি, হাড়, কাঠামোর ধ্বংসাবশেষ প্রভৃতির মাধ্যমে মানব ইতিহাসের রহস্য উৎঘাটন করে থাকেন।

 

পাঁচ

ভাষাতাত্তিক নৃবিজ্ঞানঃ ভাষা কি ভাবে সমাজ জীবনকে প্রতিফলিত ও প্রভাবিত করে সে সম্পর্কিত পাঠ। যোগাযোগের ধরন, সামাজিক পরিচয়, সমাজের বিশ্বাস, মূল্যবোধ ইত্যাদি নির্ধারণে ভাষার চর্চা ও প্রভাবকে ভাষাতাত্তিক নৃবিজ্ঞান নিবিড়ভাবে অনুসন্ধান করে থাকে।

 

ছয়

প্রয়োগিক নৃবিজ্ঞানঃ নৃবিজ্ঞানের তত্ত্ব, কৌশল ও মাঠ গবেষণায় প্রাপ্ত ফলাফল দিয়ে মানুষের সমস্যা সমাধানের পাঠ নৃবিজ্ঞানের যে শাখার বিষয়বস্তু সেটি হল প্রায়োগিক নৃবিজ্ঞান। প্রয়োগিক নৃবিজ্ঞানীরা তাদের অর্জিত মাঠ গবেষণা কৌশল ও আন্তঃসাংস্কৃতিক জতিলতা অনুধাবনের জ্ঞানকে কাজে লাগিয়ে পৃথিবীব্যাপী বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করছে। ব্যবসা, সরকার, স্বাস্থ্য, মানবসেবা প্রভৃতি বিষয়ে প্রয়োগিক নৃবিজ্ঞানীরা কাজ করে থাকে।

 

সাত

নৃবিজ্ঞান কেন পড়বেন?

 

আট

নৃবিজ্ঞানীদের কাজের ক্ষেত্র

নয়

নৃবিজ্ঞান ও বাংলাদেশ প্রেক্ষিত

দশ

বৈশ্বিক নৃবিজ্ঞান

এগার

নৃবিজ্ঞানের ভবিষ্যৎ

বার

নৃবিজ্ঞানের সাম্প্রতিক প্রকল্পসমূহ

 

 

৬) কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?

নভেম্বর ১, ২০১২। ৬ সপ্তাহ।

 

৭) (সম্ভব হলে) কোর্সের বর্ণনা দিয়ে বানানো একটি ইউটিউব ভিডিও।

সম্ভব হলে দেয়া হবে।

 

৮) কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি (১ প্যারাগ্রাফ)

একেএম মাজহারুল ইসলাম, সহযোগী অধ্যাপক,নৃবিজ্ঞান বিভাগ, শাবিপ্রবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাকত্তোর। মিনেসোটা স্ট্যাট বিশ্ববিদ্যালয় থেকে এমএস। ১২ বছর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান পড়াচ্ছেন। দেশে-বিদেশে নৃবিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন।

Comments

comments

Leave a Reply