সি প্রোগ্রামিং

১) কোর্সের শিরোনাম  -কম্পিউটার প্রোগ্রামিং এর প্রাথমিক ধারণা

প্রশিক্ষক – মারুফ মনিরুজ্জামান

কোর্সে নিবন্ধনের জন্য এখানে ক্লিক করুন।

২) কাদের জন্য কোর্স? (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সবার জন্য)

কোর্সটি মূলতঃ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রদের উপয়োগী। তবে হাইস্কুলের ছাত্ররাও এটি বুঝতে পারবে। Class IX বা তার পরের যে কেউ এটি করতে পারে। আরও ছোটরা যে করতে আরবে না তা নয়- কিন্তু তাদের জন্য প্রোগ্রামিং শেখার চেয়ে গণিত শেখা বেশি জরুরী বলে আমি মনে করি।

 

৩) কোর্সে কয়টি লেকচার থাকবে?

নীচে কোর্সটির সবগুলো টপিক দেয়া হল

লেকচার ১ – সি প্রোগ্রামিং – লেকচার ১: কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটারের ডাটা টাইপ

লেকচার ২ – সি প্রোগ্রামিং – লেকচার ২: এক্সপ্রেশন, ভেরিয়েবল ও এর নামকরণ এবং রিজার্ভ ওয়ার্ড  

লেকচার ৩ – সি প্রোগ্রামিং: মেমোরিতে ভেরিয়েবলের অ্যাড্রেস, printf ফাংশন, প্রথম প্রোগ্রাম

লেকচার ৪ – সি প্রোগ্রামিং: ইনপুট, অ্যারে এবং বুলিয়ান এক্সপ্রেশন

লেকচার ৫ – সি প্রোগ্রামিং: if স্টেটমেন্ট

লেকচার ৬ – সি প্রোগ্রামিং: while লুপ

লেকচার ৭ – সি প্রোগ্রামিং: for লুপ
লেকচার ৮ – সি প্রোগ্রামিং – ফাংশন

লেকচার ৯ – সি প্রোগ্রামিং – স্ট্রাকচার

লেকচার ১০ – সি প্রোগ্রামিং – ফাইল ইনপুট আউটপুট

লেকচার ১১ – সি প্রোগ্রামিং – স্ট্রিং অপারেশন

লেকচার ১২ – সি প্রোগ্রামিং – মেমোরি অপারেশন এবং পয়েন্টার

সি ল্যাংগুয়েজের জন্য টুরিং কমপ্লিট প্রশ্নমালা ১
সি ল্যাংগুয়েজের জন্য টুরিং কমপ্লিট প্রশ্নমালা ২

 

৪) প্রশিক্ষকের পরিচয়

মারুফ মনিরুজ্জামান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন। তারপর ঢাকায় প্রথমে সাইক্রাফট, টিটিবিসি এবং কাজ সফটওয়ারে কিছুদিন কাজ করেন। বর্তমানে তিনি মাইক্রোসফটে (Office/ Exchange) কর্মরত আছেন।

Comments

comments

22 pings

Skip to comment form

    1. সি প্রোগ্রামিং – লেকচার ২: এক্সপ্রেশন, ভেরিয়েবল ও এর নামকরণ এবং রিজার্ভ ওয়ার্ড - শিক্ষক - বাংলা ভ

      […] এর লেকচারসমূহনিউরোসায়েন্স পরিচিতিসি প্রোগ্রামিংপরিবেশ এবং পরিবেশ ব্যবস্থাপনা […]

    2. সি প্রোগ্রামিং – লেকচার ৩: মেমোরিতে ভেরিয়েবলের অ্যাড্রেস, printf ফাংশন, প্রথম প্রোগ্রাম - শিক্ষক - বা

      […] এর লেকচারসমূহনিউরোসায়েন্স পরিচিতিসি প্রোগ্রামিংপরিবেশ এবং পরিবেশ ব্যবস্থাপনা […]

    Leave a Reply