যন্ত্রের ভাষায় কথা বলা (C++)

C++ প্রোগ্রামিং – যন্ত্রের ভাষায় কথা বলা 

প্রশিক্ষক – ইশতিয়াক রউফ

নিবন্ধনের লিংকদয়া করে এখানে ক্লিক করে কোর্সে নিবন্ধন করুন।

 

সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষক-ডট-কম আয়োজিত বাংলায় C++ প্রোগ্রামিং শেখার কোর্সে। এখানে আমরা স্কুল-কলেজের মতো খটোমটো ভাষায় প্রোগ্রামিং শিখবো না, বরং চেষ্টা করবো যন্ত্রের মতো চিন্তা করতে, যন্ত্রের ভাষায় কথা বলতে। ইংরেজি বা ফরাসি ভাষা শেখার মতো এখানেও নতুন শব্দ থাকবে, ব্যাকরণ থাকবে, ছোট-বড় নিয়ম থাকবে। এর মধ্য দিয়েই আমরা একটু একটু করে প্রোগ্রামিং শিখবো।

কোর্সের সাথে পরিচিত হওয়া যাক, চলুন।

কেন এই কোর্স

আমাদের চারপাশে অজস্র প্রযুক্তির ছড়াছড়ি। এই কোর্সের মধ্যে দিয়ে প্রযুক্তির সাথে মিশে যেতে শিখবো, প্রযুক্তিতে ব্যবহার করতে পারবো।

এই কোর্স অনুসরণ করার জন্য শুধুমাত্র যৌক্তিক চিন্তা-ভাবনা করতে পারলেই চলবে। কোর্সের লেকচার প্রকাশিত হবে ইউটিউব ভিডিও-র মাধ্যমে। এর পাশাপাশি থাকছে লেকচার স্লাইড এবং অনলাইনে মিথষ্ক্রিয়ার সুযোগ।

কী প্রত্যাশা করতে পারেন?

কোর্সটি অনুসরণের পর ছাত্ররা নৈমিত্তিক জীবনে কম্পিউটারের ক্ষমতা, সঠিকতা, এবং ব্যবহারযোগ্যতা সম্পর্কে সচেতন হবেন — এমনটা আমার ব্যক্তিগত প্রত্যাশা। আপনারা জানবেন বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করতে, সঠিকতার সাথে বড় বড় হিসাব করতে, এবং কম্পিউটার ব্যবহারের নিত্যনতুন উপায় খুঁজে বের করতে।

কোর্সের পদ্ধতি

– সম্পূর্ণ কোর্স ৬ সপ্তাহ ধরে বিস্তৃত
– প্রতি মঙ্গলবার ও বৃহষ্পতিবার নতুন লেকচার প্রকাশিত হবে
– মৌলিক আলোচ্যের ভিত্তিতে module বা শাখা/উপশাখা আকারে তৈরি হবে
– কোনো পরীক্ষা বা সনদ থাকবে না, তবে জ্ঞান যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক প্রশ্ন থাকবে
– প্রশ্ন ও মতামতের আলোকে বাড়তি লেকচারের আয়োজন সম্ভব
– যোগাযোগঃ batayon-at-gmail-dot-com

পাঠ্যসূচি

– ‘ক’ শাখাঃ কোর্সের জন্য প্রয়োজনীয় software যোগাড়
– ‘খ’ শাখাঃ যন্ত্রের মতো চিন্তা করতে শেখা
– ‘গ’ শাখাঃ প্রোগ্রামিং-এর বর্ণমালা শেখা
– ‘ঘ’ শাখাঃ গণনা করতে শেখা
– ‘ঙ’ শাখাঃ তুলনা করতে শেখা
– ‘চ’ শাখাঃ পূর্বলব্ধ জ্ঞান ব্যবহার করতে শেখা
– ‘ছ’ শাখাঃ আরোহ পদ্ধতিতে গণনা শেখা
– ‘জ’ শাখাঃ শ্রমবিভাজন করতে শেখা
– ‘ঝ’ শাখাঃ সমাহার করতে শেখা
– ‘ঞ’ শাখাঃ শব্দ নিয়ে খেলতে শেখা

লেকচার তালিকা

প্রশিক্ষক পরিচিতি

ইশতিয়াক রউফ একজন তথ্যপ্রকৌশলী। তিনি বর্তমানে তথ্যপ্রকৌশলী হিসাবে যুক্তরাষ্ট্রে কর্মরত আছেন।

– শিক্ষাগত যোগ্যতাঃ
* তড়িৎকৌশলঃ ব্যাচেলর্স — লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি, মাস্টার্স — ভার্জিনিয়া টেক
* কম্পিউটারকৌশলঃ মাস্টার্স — ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা
– আগ্রহের বিষয়ঃ খেলাধূলা, ব্লগিং, আলস্য

Comments

comments

7 pings

Skip to comment form

    1. যন্ত্রের ভাষায় কথা বলা (C++) -- পর্ব ৩ -- চলক ও গণিত - শিক্ষক - বাংলা ভাষায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা

      […] এবং পরিবেশ ব্যবস্থাপনা পরিচিতিযন্ত্রের ভাষায় কথা বলা (C++)বায়োইনফরমেটিক্স পরিচিতিপ্রোটিনের […]

    Leave a Reply