ফাইন্যান্স ১০১ – অর্থবিজ্ঞান পরিচিতি

কোর্স পরিচিতি: ফাইন্যান্স বা অর্থবিজ্ঞানের জানার বিষয়

পরিচিতিমূলক ভিডিও:

আমাদের জীবনের সার্থে অর্থ বা টাকা-পয়সা নিবিড় ভাবে জড়িয়ে আছে। বলতে গেলে, অর্থ ছাড়া জীবনই অনর্থ।একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থের প্রয়োজন – তা সে আয় করুক বা না করুক। তাই বিচক্ষণতার সাথে অর্থের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, হোক সেটা ব্যক্তিগত জীবনে বা রাষ্ট্রীয় ক্ষেত্রে। অর্থের ব্যবহার আরো দক্ষতার সাথে কিভাবে করা যায় সেই ভাবনা থেকে ফাইন্যান্স বা অর্থবিজ্ঞানের উৎপত্তি। অর্থ বা অর্থ সংক্রান্ত যত রকমের চিন্তভাবনা বা কাজ করা যায় তার সবকিছুই ফাইন্যান্সের অর্ন্তগত। ব্যাপারটা আরো খতিয়ে দেখা যাক। এই পৃথিবীতে যে কোন কাজ করতেই অর্থের প্রয়োজন – সেটা হতে পারে কোন ব্যবসা পরিচালনা, হতে পারে সমাজসেবা মূলক কাজ, হতে পারে বৈজ্ঞানিক গবেষণা, হতে পারে চিকিৎসা বা এ সংক্রান্ত গবেষণা, হতে পারে পড়াশোনা, হতে পারে সরকার পরিচালনা – এমন কোন কাজ নেই যাতে অর্থের প্রয়োজন না আছে। আর যেখানেই অর্থের ব্যবহার সেখানেই ফাইন্যান্সের প্রয়োজন আছে।

নিবন্ধন

এখানে ক্লিক করুন ও নিবন্ধন ফর্মটি পূরণ করুন। 

কোর্সের উদ্দেশ্য ও কোর্সটি কিভাবে চলবে:

আমরা এতক্ষণ দেখলাম যে, সব ক্ষেত্রেই আমাদের ফাইন্যান্স বা অর্থবিজ্ঞানের দরকার আছে। আর ফাইন্যান্স বা অর্থবিজ্ঞান সম্পর্কে সবাইকে প্রাথমিক ধারণা দিতেই এই কোর্স। যেকোন আগ্রহী ব্যক্তিই এ কোর্সে অংশ নিতে পারেন – ফাইন্যান্স সম্পর্কে কোন পূর্ব জ্ঞান থাকতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। ফাইন্যান্স একটি বিশাল ক্ষেত্র। তাই আমি এই কোর্সটি সাজিয়েছি মূলত আমাদের বাংলাদেশের কথা মাথায় রেখে। আমার আমাদের দৈনন্দিন জীবনে সচরাচর যেসব আর্থিক সমস্যার মুখে পড়ি বা যেসব আর্থিক সিদ্ধান্ত আমাদের নিতে হয়ে, এই কোর্সের মাধ্যমে আমি সেই বিষয়গুলোর ওপর আলোকপাত করবো। তবে এমনটা নয় যে যারা ফাইন্যান্সের শিক্ষার্থী তারা এখান থেকে তেমন কিছুই জানতে পারবে না। আমরা আমাদের কোর্সের বিষয়গুলো ধরে ধরে এগোব ঠিক তবে কারও যদি এর বাইরে কোন কিছু জানার থাকে তবে আমি অবশ্যই তা নিয়ে আলোচনা করবো। আর আমাদের যে কোর্স আউটলাইনটি আমি তৈরি করেছি এটাই শেষ পর্যন্ত অপরিবর্তিত ভাবে অনুসরণ করা হবে তা নয়। দরকার মতো কোর্সের বিষয়বস্তু পরিবর্তণ ও করা যেতে পারে।

এই কোর্সে যারা অংশ নেবেন তাদের কোন পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে না বা কোন সনদও প্রদান করা হবে না। এর উদ্দেশ্য শুধুই ফাইন্যান্স সম্পর্কে জানা। কিছু কুইজ থাকবে যার মাধ্যমে আপনি কতটুকু শিখলেন তা যাচাই করতে পারেন। বিশ্ববিদ্যালয়ে আমি যা শিখেছি এ কোর্সে সেগুলোই আমি শেখাবো। তবে আমাদের দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমেরিকান বই পড়ানো হয় – আমি চেষ্টা করবো বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়গুলো উপস্থাপন করার। এজন্য আমি আমার বিশ্ববিদ্যালয়ের পড়ার পাশাপাশি এদেশের আর্থিক সেক্টরে কাজ করার অভিজ্ঞতাও কিছুটা কাজে লাগাবো। এবার দেখে নেই কোর্সটাতে কি কি থাকবে:

কোর্সের পাঠ্যসূচী:

১) ফাইন্যান্স কী এবং কেন

২) ফাইন্যান্সের ক্ষেত্রগুলো

২.১: পর্ব-১: ব্যক্তিগত ফাইন্যান্স

২.২: পর্ব-২: ব্যবসায়িক ফাইন্যান্স

২.৩: পর্ব-৩: সরকারি ফাইন্যান্স

৩) টাইম ভ্যালু অফ মানি/অর্থের সময় মূল্য

৪) ঝুঁকি ও তার প্রতিদান (মুনাফা), কেন এবং কখন ঝুঁকি নেবেন

৫) ব্যাংক ও ব্যাংকিং এর খুঁটিনাটি

৬) রিয়েল এস্টেট ফাইন্যান্স

৭) আর্থিক বাজার কি, কিভাবে কাজ করে

৮) শেয়ার বাজার কি ও কিভাবে কাজ করে

৯) বিভিন্ন ধরণের ইন্সট্রুমেন্ট

১০) শেয়ারের মূল্যায়নের বিভিন্ন উপায়

১১) পোর্টফোলিও ব্যবস্থাপনা ও ঝুঁকি কমানো

সময়সূচী:

প্রতি সপ্তাহে একটি করে নতুন লেকচার থাকবে এবং লেকচারটি শনিবার রাতে প্রকাশ করা হবে। কোন সপ্তাহের লেকচারের বিষয়বস্তু নিয়ে কারো কোন প্রশ্ন থাকলে তা ওই সপ্তাহে ইমেইলের মাধ্যমে বা মন্তব্য আকারে জানাতে পারবেন। পরবর্তী সপ্তাহের লেকচারের সাথে প্রয়োজনমত আগের বিষয়বস্তু নিয়েও ফলোআপ আলোচনা করা হবে। আপাতত কোর্সটিতে এগারটি অংশ রেখেছি। তবে কোর্সে লেকচারের সংখ্যা দরকার মত কিছু কম-বেশি হতে পারে। আশা করছি এই কোর্সটি ফাইন্যান্স সম্পর্কে আরো জানতে আপনাদের আগ্রহী করে তুলবে।

প্রশিক্ষক: আলী হায়দার খান (তন্ময়)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক। বর্তমানে একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ)তে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত। এর পাশাপাশি তিনি উইকিপিডিয়া, উইকিমিডিয়া বাংলাদেশ এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাথে জড়িত।

Comments

comments

ফাইন্যান্স ১০১ – অর্থবিজ্ঞান পরিচিতি: সবগুলো ক্লাস

Print PDFফাইন্যান্স ১০১: সবগুলো ক্লাসের তালিকা প্রথম ক্লাস – আগস্ট ১৮, ২০১২: ফাইন্যান্স কী এবং কেন দ্বিতীয় ক্লাস – আগস্ট ২৫, ২০১২: ফাইন্যান্সের ক্ষেত্রগুলো: পর্ব-১ (ব্যক্তিগত ফাইন্যান্স/অর্থায়ন) তৃতীয় ক্লাস – সেপ্টেম্বর ১১, ২০১২: ফাইন্যান্সের ক্ষেত্রগুলো: পর্ব-২ (ব্যবসায়িক ফাইন্যান্স/অর্থায়ন) চতুর্থ ক্লাস – অক্টোবর ৭, ২০১২: ফাইন্যান্সের ক্ষেত্রগুলো: পর্ব-৩ (সরকারি ফাইন্যান্স/অর্থায়ন) পঞ্চম ক্লাস – জানুয়ারি ২৬, ২০১৩: …

View page »

ফাইন্যান্স ১০১ কোর্সের নিবন্ধন ফর্ম

Print PDFনিচের ফর্মটি পূরণ করে ফাইন্যান্স ১০১ কোর্সে নিবন্ধন করুন।   Loading…   Share Comments comments

View page »

7 pings

Skip to comment form

  1. ফাইন্যান্স ১০১ – অর্থবিজ্ঞান পরিচিতি: ক্লাস-২ - শিক্ষক - বাংলা ভাষায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা

    […] by আলী হায়দার খান (তন্ময়) এখানে কোর্সে নিবন্ধন করুন […]

  2. ফাইন্যান্স ১০১ – অর্থবিজ্ঞান পরিচিতি: ক্লাস-৩ - শিক্ষক - বাংলা ভাষায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা

    […] খান (তন্ময়)পিডিএফ ফরম্যাটে সেইভ করুন এখানে কোর্সে নিবন্ধন করুনকোর্স পরিচিতি দেখুন দুঃখ প্রকাশ: […]

  3. ফাইন্যান্স ১০১ – অর্থবিজ্ঞান পরিচিতি: ক্লাস-৪ - শিক্ষক - বাংলা ভাষায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা

    […] by Ali Haidar Khan (Tonmoy)পিডিএফ ফরম্যাটে সেইভ করুন এখানে কোর্সে নিবন্ধন করুনকোর্স পরিচিতি দেখুন ফাইন্যান্সের […]

Leave a Reply