আইপি টেলিফোনী
প্রশিক্ষক: ড. মশিউর রহমান
নিবন্ধন ফর্ম: কোর্সে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করে নিবন্ধন করুন।
লেকচার সমূহ:
লেকচার ০১: সনাতন টেলিফোন ব্যবস্থা, এর নেটওয়ার্ক ও সিগনাল কিভাবে কাজ করে?(প্রথম অংশ)
লেকচার ০২: সনাতন টেলিফোন ব্যবস্থা, এর নেটওয়ার্ক ও সিগনাল কিভাবে কাজ করে?(দ্বিতীয় অংশ)
লেকচার ০৩: আইপি টেলিফোনীর ইতিহাস ও পটভূমি
লেকচার ০৪: আইপি কি? এর গঠন ও লেয়ারসমূহ
লেকচার ০৫: আইপি টেলিফোনির ট্রান্সফার লেয়ার
লেকচার ০৬: আইপি কী ও এর বিস্তারিত
কোর্সের সূচনা: টেলিফোন আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে। 1870 সনে এলিসা গ্রে (Elisha Gray) এবং গ্রাহাম বেল (Alexander Graham Bell) আর কল্যাণে যে টেলিফোন প্রযুক্তি যাত্রা শুরু করে তা কালের প্রয়োজনে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু তারপরেও এর মূল কাঠামোর খুব একটি পরিবর্তন হয়নি।কিন্তু ইন্টারনেট প্রযুক্তির কল্যাণে সেই টেলিফোন প্রযুক্তির কিছু মৌলিক কাঠামোগত পরিবর্তন হয়েছে। আমাদের সনাতন টেলিফোন ব্যবস্থা যুগের প্রয়োজনে একটি নতুন কাঠামো গ্রহণ করছে। ইন্টারনেট ব্যবহারের সময় যে প্রোটকল ব্যবহৃত হয়, সেই আইপি প্রোটকল ব্যবহার করে টেলিফোনের সার্ভিস গুলি প্রদান করাকেই আইপি টেলিফোনী (IP telephony) বলে। এর অপর একটি নাম হল ভিওআইপি (VoIP) বা Voice Over Internet Protocol । প্রচলিত টেলিফোনের ন্যায় এটিও আমাদের কথা বা শব্দকে এক প্রান্ত থেকে টেলিফোনের অন্য প্রান্তে ব্যবহারকারীর কাছে পৌঁছে দিতে পারে। এছাড়াও এটি আরও বেশ কিছু নতুন সার্ভিস প্রদান করতে পারে। যেহেতু বিশ্বের প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট সংযোগ বিস্তার লাভ করছে, তাই এই ইন্টারনেট সংযোগ ব্যবহার করে টেলিফোন সার্ভিস প্রদান করা অনেক সহজ ও খরচ কম। কল-সেন্টারগুলিও এই প্রযুক্তি ব্যবহার করছে। এছাড়া দেশ-বিদেশে কম খরচের কলিং কার্ডগুলি এই প্রযুক্তি ব্যবহার করে কম খরচে টেলিফোন সার্ভিস প্রদান করছে। সনাতন টেলিফোনের তুলনায় এটি রক্ষণাবেক্ষণ করা অনেক সহজ ও সাশ্রয়ী বলে অনেক প্রতিষ্ঠানই আইপি টেলিফোনী প্রযুক্তি গ্রহণ করছে।
আলোচ্য কোর্সে আমরা আইটি টেলিফোন সম্বন্ধে জানবো, কিভাবে এটি কাজ করে, কি কি সার্ভিস প্রদান করতে পারে, কেন এটি সুবিধাজনক। পৃথিবীর অন্যান্য দেশের মতন বাংলাদেশেও এই টেলিফোনী সর্ভিসটি যাত্রা শুরু করেছে। বাংলাদেশে এর প্রয়োগ ও কাঠামো নিয়েও আলোচনা করবো।
ব্যবহারিক: কোর্সের শেষে অপেনসোর্স প্রযুক্তিগুলি (Asterisk এবং অন্যান্য) ব্যবহার করে কিভাবে আইপি টেলিফোনী ঘরেই নিজেরাই তৈরি করতে পারি তার ব্যবহারিক প্রয়োগ দেখান হবে।
পাঠ্যসূচী
- সূচনা: আইপি টেলিফোন কি?
- সনাতন টেলিফোন ব্যবস্থা কিভাবে কাজ করে? এর ইতিহাস ও প্রযুক্তিসমূহ।
- আইপি কি: OSI reference model, TCP, UDP, RTP, RTCP
- আইটি টেলিফোনী বিস্তারিত: ইকো, জিটার, ডিলে (দেরী) ইত্যাদি কিভাবে ম্যানেজ করা হয়?
- আইপি টেলিফোনীর গঠন, হার্ডওয়্যার ও সফটওয়্যার: Soft switch, Soft Phone, Hard Phone, Analogue terminal adapter: CTI, FXS, FXO, ATA, WIFI ATA, GSM / WiFi dual mobile phone, VOIP GSM Gateways.
- আইটি টেলিফোনী সার্ভিস সমূহ: CallingCard, ValueAdded Services, Voice enable services,
- কল-সেন্টার: CircuitSwitching Call Centers: challenges & solutions, Packet Telephony Call Center, বাংলাদেশ ও বিশ্বে কল-সেন্টার
- কোডেক (Codec) ও প্রোটকল : About protocol, Session Initiation Protocol: SIP, H.323, SIP ও H.323 এর তুলনা। অন্যান্য প্রটোকল: InterAsterisk eXchange protocol (IAX); Gateway Control Protocols , Simple Gateway Control Protocol; Media Gateway Control Protocol
- আইপি টেলিফোনীর সিকিউরিটি : সমস্যা ও সমাধান
- বাংলাদেশের আইপি টেলিফোনের গঠন: নেটওয়ার্ক গঠন ও সার্ভিস সমূহ
- আইপি টেলিফোনীর প্রয়োগ: কম্পিউটারে কিভাবে আইপি টেলিফোনীর নেটওয়ার্ক তৈরি করা যাবে। কিছু ওপেন সোর্স সলিউশন দিয়ে নিজেই তৈরি করি আইপি টেলিফোনী ব্যবস্থা।
কারা এই কোর্স নিতে পারবেন? আগ্রহীরা সবাই এটি নিতে পারবেন। বিজ্ঞান ও কম্পিউটার বিষয়ের উপর প্রাতিষ্ঠানিক পড়াশুনা না থাকলেও চলবে।
টেক্সট বই:
আমি পাঠ্যপুস্তক হুবহু অনুসরণ কখনোই করব না। তবে কিছু বই কাজে লাগতে পারে সাধারণ পাঠ হিসেবে:
- Softswithch: Architecture for VoIP by Franklin D. Ohrtman. Published by McGrawHill 2003.
- Voice over IP fundamentals by Jonathan Davidson and James Peters. Published by Cisco Press 2004.
(আমার জানামতে ঢাকার নীলক্ষেতের বইয়ের দোকানগুলিতে বইগুলি পাওয়া যায়। টেক্সট বই না থাকলেও কোর্স গ্রহণ করতে কোন অসুবিধা হবেনা)
কোর্সটির ইতিহাস: ২০০৮ সনে এই কোর্সটি প্রথম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করি। বাংলাদেশে সেই সময়ে ভিওআইপি সম্বন্ধে সবার আগ্রহ ছিল এবং প্রয়োগও হচ্ছিল। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে এই প্রযুক্তির উপর আলোকপাত না করার কারণে এই সংক্রান্ত প্রতিষ্ঠানগুলিতে আমরা দক্ষ ইঞ্জিনিয়ার পাচ্ছিলাম না। টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানগুলির আগ্রহেই এই কোর্সটি তৈরি করি। মূল কোর্সে ব্যবহারিক ক্লাস ছিল যেখানে ল্যাবে আইপি টেলিফোনী সিস্টেম গড়ে তোলা হয়।
কিভাবে কোর্সটি হবে? মূলত ইউটিউবে ১০-১৫ মিনিটে একটি ক্লাস দেয়া হবে।
মূল্যায়ন ও পরীক্ষা: এই কোর্সে অংশ নেয়ার জন্য কোন সনদ বা রিকমেন্ডেশন দেয়া হবে না। কোন চূড়ান্ত মান যাচাই পরীক্ষাও থাকবে না। তবে প্রতিটি লেকচারের সাথে ছোট ছোট কুইজ থাকবে যাতে অংশ নেয়ার মাধ্যমে আপনি নিজের জানার পরিমাণটা নিজেই যাচাই করে নিতে পারেন।
প্রশিক্ষকের পরিচয়: ড. মশিউর রহমান একজন তড়িৎ প্রকৌশলী। জাপানের মনবুশো স্কলারশিপের আমন্ত্রণে জাপানে অনার্স ও মাস্টার্স শেষ করেন তয়োহাসি ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে। ২০০৫ সনে জাপানে পদার্থ বিদ্যায় পিএইচডি ডিগ্রী সমাপ্ত করে আমেরিকার মার্শাল বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্রাজুয়েট করেন। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও কম্পিউটার সাইন্স বিভাগে পড়িয়েছেন। বর্তমানে সিঙ্গাপুরে সরকারী গবেষণাগারে বৈজ্ঞানিক হিসাবে কর্মরত। কাজের পাশাপাশি বিজ্ঞানী.org এর সম্পাদনা করেন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে লিখতে ভালোবাসেন।
———————–
আপনি যদি এই কোর্সে নিবন্ধন করে থাকেন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই মেইলের মাধ্যমে জেনে যাবেন। ঠিক কতদিন পরপর একেকটি লেকচার পাওয়া যাবে সেটা আগেই ঠিক করে দিতে চাচ্ছি না বা পারছিও না। তবে চেষ্টা করব যতটুকু সম্ভব নিয়মিত থাকতে।
32 pings
Skip to comment form ↓
আইপি টেলিফোনি - লেকচার ১ - শিক্ষক - বাংলা ভাষায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা
সেপ্টেম্বর 20, 2012 at 2:36 পূর্বাহ্ন (UTC -6) Link to this comment
[…] ফর্মজ্যোতির্বিজ্ঞান ১০১: লেকচারসমূহআইপি টেলিফোনীপরিবেশ বিজ্ঞান পরিচিতিতড়িৎকৌশল […]
আইপি টেলিফোনি - লেকচার ২ - শিক্ষক - বাংলা ভাষায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা
অক্টোবর 10, 2012 at 9:55 অপরাহ্ন (UTC -6) Link to this comment
[…] ফর্মজ্যোতির্বিজ্ঞান ১০১: লেকচারসমূহআইপি টেলিফোনীপরিবেশ বিজ্ঞান পরিচিতিতড়িৎকৌশল […]