c++ শিখছেন বা শিখতে চান, অথবা একটু একটু জানেন এবং আরো শিখে দক্ষ হতে চান? আপনার জন্যই বাজারে এলো c++ এর ওপর বাংলায় লেখা পাঠ্যবইয়ের ৩য় সংস্করণ। এই সংস্করণে আপনি loop (ঘূর্ণী) পর্যন্ত শিখতে পারবেন। এই বইতে রয়েছে কড়চা ঢংয়ে বিশদ আলোচনা, অসংখ্য উদাহরণ, ও অনুশীলনী প্রশ্ন। আর অতি অবশ্যই রয়েছে সমাধানও যাতে আপনার শেখার পথে কোন বাধা না থাকে। এই সংস্করণে বইটিতে দুইটি খন্ড রয়েছে। প্রথম খন্ড লেখা হয়েছে বাংলা পরিভাষা ব্যবহার করে। আর অসংখ্য অনুরোধের প্রেক্ষিতে অনিচ্ছা সত্ত্বেও দ্বিতীয় খন্ড লেখা হয়েছে ইংরেজী পরিভাষা ব্যবহার করে। কাজেই আপনি যেভাবে সহজবোধ করেন সেভাবেই শিখতে পারবেন। সব রসদ প্রস্তুত, তাহলে আর দেরী কেন?
পাঠ্য বই বাংলায় সিপিপি c++ in Bangla নামিয়ে নিন ধারাপাত.কম হতে
অথবা শিক্ষক.কম হতে নামিয়ে নিন banglacpp2.pdf (234012 downloads)
এ ছাড়া এই লেখকের আরো নানান পাঠগুলো নিম্নের সূত্রগুলো হতে নামিয়ে নিন
পরিবেশনা বাংলায় পরিগণনার ধারণা programming concepts নামিয়ে নিন
পরিবেশনা বিচ্ছিন্ন গণিতে নৈয়মিক জগত Formal World in Discrete Mathematics নামিয়ে নিন
অনুশীলনী বিচ্ছিন্ন গণিতে নৈয়মিক জগত Formal World in Discrete Mathematics নামিয়ে নিন

