[ কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ]
আপনারা এখন একথা বলতেই পারেন, তাই না?
কেননা জার্মান ভাষার সহজ পাঠ কোর্সের মূল ১০টি লেকচার শেষ হয়েছে। এই অতিরিক্ত লেকচারে থাকছে টুকিটাকি কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
টুকিটাকি:
*kindergarten (কিন্ডারগার্টেন)-এই শব্দটির সাথে আমরা ভীষণভাবে পরিচিত। শব্দটি জার্মান। kinder অর্থ শিশু আর garten অর্থ বাগান।
*Genau (গেনাও) এই শব্দটি জার্মান ভাষায় বহুল ব্যবহৃত। এর অর্থ exactly (একদম ঠিক)। আমরা যেমন ফোনে কথা বলার সময় বলি হ্যাঁ ঠিক ঠিক। অনেকটা সেরকম জার্মান ভাষায় এই শব্দটি ব্যবহৃত হয়।
*Genau এর সাথে কোন সময় বা মূল্য লিখলে সেটা সঠিক বা যর্থার্থ অর্থে বুঝায়। যেমন Genau zeit (একদম ঠিক সময়ে)।
মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ:
এর আগের লেকচারে আমরা শিখেছি চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন। কিন্তু ডাক্তার দেখাতে হলে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলোর নাম জানা জরুরি।
der Kopf-মাথা
das Gesicht-মুখমণ্ডল
der Hal-ঘাড়
der Finger-আঙ্গুল
der Bauch-পেট
die Zehen-পায়ের আঙ্গুল
das Bein-পা
der Fuß-পায়ের পাতা
die Hand-হাত
der Arm-বাহু
die Schulter-কাঁধ
das Kinn-থুতনি
das Ohr-কান
Harre-চুল
die Stirn-কপাল
die Nase-নাক
die Lippen-ঠোঁট
die Lungen-ফুসফুস
die Niere-কিডনি
der Magen-পাকস্থলী
der Mund- মুখ
das Herz-হৃদপিণ্ড
das Auge-চোখ
Schmerz-ব্যথা
Ich habe Kopfschmerzen-আমার মাথা ব্যথা করছে।
পছন্দ করা/না করা:
আমি পড়তে পছন্দ করি-Ich lesse gern.
আমি পড়তে পছন্দ করি না-Ich lesse nicht gern.
না পারা: (nicht-নয়/না)
আমি বসতে পারছি না-Ich kann nicht sitzen.
আমি দেখতে পারছি না-Ich kann nicht sehen.
আমি কাজ করতে পারছি না-Ich kann nicht Arbeiten.
আমি ফুটবল খেলতে পারছি না-Ich kann nicht Fußball spielen.
এবার ১০টি অডিও আছে। অডিওগুলো মন দিয়ে শুনুন আর ডয়চে লিখুন।
বন্ধুরা জার্মান ভাষার সহজ পাঠ কোর্স এখানেই শেষ করছি। আপনাদের অনুপ্রেরণাই আমাকে সাহস দিয়েছে কোর্সটি শেষ করতে। আমি এখনো শিখছি। তাই ভুল ত্রুটি হতেই পারে। চেষ্টা করব নতুন শেখার বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন। অবশ্যই রেজিস্ট্রেশন করে নিবেন। vielen Dank, auf widersehen.