একই জিনিসের ছবি ভিন্ন ভিন্ন আলোতে তুললে সেই জিনিসের কালার বা রঙ যে ভিন্ন হবে সেটা তো জানা কথা। ধরুন আপনি একটা হলুদ রঙের লেবু সূর্যের আলোর নীচে রেখে ছবি তুললেন। পরে ধরেন বাসার ভিতরে লাইটের নীচে ঐ লেবুটার আরেকটা ছবি তুললেন। রঙ তো ভিন্ন হবেই, তাই না ? যে জিনিসের ছবি তুলতেছেন তার অর্থাৎ লেবুর পরিবর্তন কিন্তু হয়নি। পরিবর্তন হয়েছে আলোর, আর সেটাই রঙ ভিন্ন হবার কারন।
মানুষের জন্য ভিন্ন আলোর নীচে লেবু চেনা কষ্ট না হলেও Computer / রোবট এর জন্য সেটা মারাত্মক কঠিন। কারন, Computer দেখে পিক্সেল এর মান। রঙ ভিন্ন, মানে পিক্সেল এর মান ভিন্ন, আর computer এর মাথা নষ্ট!
আর টাইপ করতে ইচ্ছা করতেছে না 🙂 আরো জানতে নিচের ভিডিওটা দেখে নেন।
আগের লেকচার– High Dynamic Range (HDR) imaging and display
পরের লেকচার — Machine Learning
বই।
On this topic, “Color in Computer Vision” is an excellent book. See the book website (http://colorincomputervision.com/).