«

»

মার্চ 09

এপইনভেন্টর-অ্যান্ড্রোয়েড এপ্লিকেশন ডেভলপমেন্টঃ লেকচার ১: প্রয়োজনীয় টুলস এবং সেটআপ নির্দেশনা

শিক্ষক.কম এর অ্যাপইনভেন্টর ভিত্তিক অ্যান্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। কোর্সের মূল পাতা/সিলেবাস এবং নিবন্ধনের লিংক নিচে দেখুন।

[কোর্স পাতা | নিবন্ধনের লিংক]

আজ আমরা শিখবো কীভাবে অ্যাপইনভনেটরের মাধজমে এপ্লিকেশন তৈরীর জন্য সবকিছু সেটাপ/ইন্সটল করতে হয়।

 

অ্যাপইনভেন্টরের মাধ্যমে এপ্লিকেশন তৈরির জন্য সেটআপ নির্দেশনাঃ

অ্যাপইনভেন্টরে যে এপ্লিকেশন তৈরি করবো তা লাইভ টেষ্ট করার জন্য তিনটি উপায় আছে।

(১) ওয়াইফাই এর মাধ্যমে অ্যান্ড্রোয়েড ডিভাইস কানেক্ট করে।

(২) ইউএসবি ক্যাবল এর মাধ্যমে অ্যান্ড্রোয়েড ডিভাইস কানেক্ট করে।

(৩) এমুলেটরের মাধ্যমে। (ঝামেলাবিহীন!)

 

এই তিনটি উপায় সম্পর্কেই ভিডিওতে বিস্তারিত বলা আছে। আপনার যেটা পছন্দ সেই পদ্ধতি ব্যবহার করবেন।

 

প্রয়োজনীয় টুলসঃ

(১) Appinventor Setup software (~100MB)

Download for MAC OS X

Download for Windows

-লিনাক্স এর জন্য এখনও আসে নি

(২) MIT AI2 Companion (application for android)

(ক) সরাসরি এখান থেকে ডাউনলোড করুন

(খ) Google paly store link

অথবা আপনার অ্যান্ড্রোয়েড ডিভাইস দিয়ে নিচের QR কোড স্ক্যান করে প্লে থেকে মোবাইলে ইন্সটল করে নিন।

qr code of mit ai2 companion

  • ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করার জন্য শুধু MIT AI2 COMPANION অ্যাপটি দরকার হবে।
  • ইউএসবি এর মাধ্যমে কানেক্ট করার জন্য Appinventor setup software এবং MIT AI2 COMPANION, উভয় ফাইলই ইন্সটল করতে হবে।
  • এমুলেটর এর মাধ্যমে টেষ্ট করতে শুধু Appinventor setup software ডাউনলোড করতে হবে।

 

 

কিছু কথাঃ

অনেকের ফিডব্যাক দেখলাম, তারা বলছে এটা শর্টকার্ট ওয়ে। হ্যাঁ অ্যাপইনভেন্টরের মাধ্যমে এপ্লিকেশন ডেভলপ করা শর্টকার্ট ওয়ে এবং অনেক সহজ। এর মাধ্যমে আপনি প্রোগ্রামিং শিখতে পারবেন না। তবে এই কোর্সের মাধ্যমে আমি প্রোগ্রামিং এর বেসিক কিছু ধারনা দিতে পারবো যতে আপনার পক্ষে পরবর্তীতে প্রোগ্রামিং বোঝা অনেক সহজ হয়। কোর্সটি মূলত তাদের জন্য যারা প্রোগ্রামিংয়ে ভয় করেন। আমার মূল উদ্দেশ্য, স্কুল কলেজের শিক্ষার্থীদের খেলাচ্ছলে প্রোগ্রামিং এর দিকে ধাবিত করা। অ্যাপইনভেন্টর কিছু কলেজ এবং ভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এর সাথে ঐচ্ছিকভাবে পড়ানো হয়।

 

পরবর্তী লেকচারে অ্যাপইনভেন্টরের ইন্টারফেস নিয়ে আলোচনা করবো যাতে আপনারা বুঝতে পারেন কোন টুল দিয়ে কি কাজ হয়। আপনাদের ফিডব্যাক জানাবেন- niloyshuvofmc@gmail.com

 

Comments

comments

About the author

নিলয় ষুভ

আমি নিলয় শর্মা শুভ। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে পড়াশুনা করছি। সব সময় ঝোঁক ছিল প্রোগ্রামিং এর উপর! কিন্তু সে ইচ্ছে পূরন হওয়ার জন্য পথ খুঁজে পাওয়া হয় নি। এখনও সখের সেই লক্ষ্য নিয়েই আছি।
লেকচার সম্পর্কিত যেকোন যোগাযোগঃ http://facebook.com/n1loy.5huvo

Leave a Reply