রাসায়নিক গণনা (বেসিক অধ্যায়)
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি নতুন বছর সবার ভালই কাটছে।উচ্চমাধ্যমিক রসায়নের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম।
[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]
লেকচার ২ এ আমি রাসায়নিক গণনার % সংযুক্তি গণনা, স্থূল সংকেত,আণবিক সংকেত নির্ণয়ের পদ্ধতি আলোচনা করেছিলাম।আজকের লেকচারে আমি অ্যাভোগেড্রো সংখ্যা ও মোলার আয়তন বিষয়ক সমস্যা নিয়ে আলচনা করব। লেকচারটি মনোযোগ দিয়ে দেখলে অনেক উপকৃত হওয়া যাবে বলে আশা করি।
আমার আলোচিত প্রবলেমগুলো নিয়ে কোন প্রশ্ন থাকলে অথবা অন্য যে কোন প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্স এ করার জন্য অনুরোধ করা গেল তবে প্রশ্ন যেন আজকের লেকচার সম্পর্কিত হয়। আমাদের সব ক্লাস এভাবে ভিডিও আকারে নেওয়া হবে। ভিডিওটির নিচে ডাউনলোড এর লিংক পরে দেয়া হবে।
কোর্সের সব লেকচারের তালিকা দেখতে হলে উপরে কোর্সের মূল পাতায় ক্লিক করুন।
১ম অংশ
[ইউটিউব লিংক] – https://www.youtube.com/watch?v=bGsBmI5xP7I
২য় অংশ
[ইউটিউব লিংক] – https://www.youtube.com/watch?v=Vp6-sYv_dUE