«

»

অক্টো. 07

প্রোগ্রামিংয়ে হাতে খড়ি – ২য় পর্ব

কোর্সের দ্বিতীয় ইউনিটে স্বাগতম। এই ইউনিটে আমরা কন্ডিশনাল লজিক সম্পর্কে আলোচনা করবো।

 

কন্ডিশনাল লজিক কী সেটা আমরা দেখি আর রিলেশনাল অপরাটের সম্পর্কে জেনে নেই

 

 

 

সি ল্যাঙ্গুয়েজে কন্ডিশনাল লজিক কীভাবে ব্যবহার করে?

 

 

 

এবারে আমরা কন্ডিশনাল লজিক ব্যবহার করে আরেকটা প্রোগ্রাম লিখে দেখবো। তারপরে দেখবো লজিক্যাল অপারেটর কী এবং কীভাবে ব্যবহার করতে হয়।

 

 

 

কন্ডিশনাল লজিক ব্যবহার করে আরো কাজ করব নিচের ভিডিওতে। প্রোগ্রামিং কেবল জানলেই চলবে না, কাজও করতে হবে।

 

 

 

এখন আমরা আরেকটু জটিল একটা কাজ করবো। সেটা হচ্ছে nested if-else, চলো শুরু করে দেই।

 

 

 

এবারে শিখবো নতুন একটি জিনিস। সেটির নাম হচ্ছে ফ্লোচার্ট।

 

 

 

 

এই ইউনিটের শেষ লেকচারে আমরা জানবো কোড ইনডেনটেশন (code indentation) সম্পর্কে যা কি না দাঁত মাজার মতো গুরুত্বপূর্ণ ব্যাপার।

 

 

 

ভিডিও তো দেখলে। আশা করি সবগুলো প্রোগ্রাম তোমরা নিজেরা চেষ্টা করে দেখবে, তা না করলে কিন্তু প্রোগ্রামিং শেখা হবে না। ফর্মুলা ওয়ানের রেস দেখেই কেউ ড্রাইভার হয়ে যায় না। আর তোমরা যদি কন্ডিশনাল লজিক সম্পর্কে পড়তে চাও, তাহলে পড়ে ফেলো এখানে: http://cpbook.subeen.com/2011/08/conditional-logic.html

 

পরের ইউনিটে আমরা লুপ সম্পর্কে জানবো। পরের ইউনিটের লিঙ্ক।

 

Comments

comments

About the author

তামিম শাহরিয়ার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে গ্রাজুয়েশন করেন। বাংলা ভাষায় ‘কম্পিউটার প্রোগ্রামিং’ নামে একটি বই লিখেছেন। মুক্ত সফটওয়্যার লিমিটেড নামে একটি সফটওয়্যার কোম্পানী পরিচালনা করার পাশাপাশি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে একজন ভলান্টিয়ার হিসেবে কাজ করেন। এছাড়া অনলাইনে বাংলায় তথ্যপ্রযুক্তি শিক্ষার জন্য তৈরি করেছেন দ্বিমিক কম্পিউটিং স্কুল।

ওয়েবসাইট: http://subeen.com
টুইটার প্রোফাইল: http://twitter.com/subeen

Leave a Reply