«

»

এপ্রিল 01

দাবা খেলা পরিচিতি – লেকচার ১২,৫-পাজল – আপনার রেটিং জানুন

নিচে কয়েকটা পাজল দিলাম। সবগুলো পাজল কে একসাথে একটা টেস্ট হিসাবে নিতে পারেন। পাজল গুলো সমাধানের চেষ্টার মাধ্যমে আপনার টাকটিকাল রেটিং সম্বন্ধে ধারণা করতে পারবেন।

প্রত্যেকটা পাজলে আপনার কাজ হবে সবচেয়ে ভালো চাল খুঁজে বার করা। এবং প্রতিপক্ষের সেরা রক্ষণ আন্দাজ করে পরের ভালো চালগুলো আন্দাজ করা। অনেকগুলো পাজলে পরপর একাধিক ভালো চাল খুঁজে পেতে হবে। প্রত্যেকটা পাজলের একটা নির্দিষ্ট সমাধান আছে।

পাজলের সমাধান হিসাবে প্রতিপক্ষের রাজার কিস্তিমাত বা এক বা একাধিক ঘুটি জিতে নেওয়া গ্রহনযোগ্য। পাজল সঠিকভাবে সমাধান করার জন্য অন্তত একটা গজ বা ঘোড়ার সমান ঘুটি (৩ পয়েন্ট) জিতে নেওয়া দরকার।

উদাহরণ হিসাবে একটা পাজল দিচ্ছি। এটা মাঝারি লেভেলের পাজল।

পাজল # উদাহরণ – কালোর চাল

lecture12.5.9

 

উত্তরঃ

1…Nxh3+

2.gxh3 Qg5 + 3. Kh2 Rxd8

(2.Kh2 Nxf2 3.Kg1 Ng4)

সব মিলিয়ে কালো একটা ঘোড়ার বদলে একটা নৌকা ও একটা বোড়ে জিতেছে। অর্থাৎ পয়েন্টের হিসাবে মোট লাভ ৫+১ – ৩ বা ৩,

সাদা যদি অন্যরকম ভাবে খেলতো (ব্রাকেট) তাহলে কালো বিনামূল্যে সাদার দুটো বোড়ে জিতে নিত, এবং তার সাথে মন্ত্রী ও ঘোড়া দিয়ে একটা শক্তিশালী আক্রমণ তৈরী করতো।

লক্ষ্য করুন, কালোর ঘোড়ার প্রথম চাল কাজ করার জন্য পরের মন্ত্রী চাল আবশ্যক। পরের মন্ত্রীর চাল খুঁজে না পেলে কালো অকারণে ঘোড়া খোয়াবে, তাই ভালো চাল হবে না।

………………………………………………………………………………………

আশা করি এবার আপনারা পাজল সমাধান করার জন্য তৈরী।

সবচেয়ে ভালো হয় যদি আপনি পাজলের সমাধান গুলো আপনি কোথাও লিখে রাখেন। পরে উত্তরের সাথে মিলিয়ে জানতে পারবেন আপনি কতটা সমাধান করতে পেরেছেন। সমাধানের ভিত্তিতে আপনি পয়েন্ট পাবেন। যত ভালো সমধান করতে পারবেন তত বেশি পয়েন্ট পাবেন।

পাজলগুলো সমাধান করার সময় ভাবতে যত খুশি সময় নিন। যখন মনে হবে আর বেশি সময় নিয়ে কোন লাভ হবে না তখন পরের পাজলে চলে যান। আমার ধারণা সব মিলিয়ে ১-২ ঘন্টার বেশি সময় লাগার কথা নয়। তবে বেশি সময় চাইলে নিতে পারেন।

কেবলমাত্র সমস্ত পাজল সমাধানের চেষ্টার পরেই উত্তর দেখুন।

পাজলগুলো নিচে দিলাম। মোট ৮ টি পাজল, সহজ থেকে কঠিন হিসাবে সাজিয়েছি।

 

পাজল #১ – কালোর চাল

lecture12.5.1

 

পাজল # ২ – কালোর চাল

lecture12.5.7

 

পাজল # ৩ – সাদার চাল

lecture12.5.2

 

পাজল # ৪ – কালোর চাল

lecture12.5.3

 

পাজল # ৫ – কালোর চাল

lecture12.5.4

 

পাজল # ৬ – সাদার চাল

lecture12.5.5

 

পাজল # ৭ – কালোর চাল

lecture12.5.8

 

 

পাজল # ৮ – সাদার চাল

lecture12.5.6

 

আপনার রেটিং সম্বন্ধে ধারণা করতে চাইলে আমার দেওয়া উত্তরের সাথে আপনার উত্তর মিলিয়ে রেটিং সম্বন্ধে ধারণা করতে পারবেন।

পাজলের সমাধান নিচে পোষ্ট করছি। পাজলগুলো নিজে সমাধান করতে চাইলে নিচের অংশটা এখনই পড়বেন না। সমাধান করার চেষ্টা করার পর পড়ুন।

 

সমাধানঃ

পাজল # ১

1…Rf2 checkmate.

1 point for finding Rf2

পাজল # ২

1…Qe5 threatening mate on h2 and attacking unprotected knight on a5

2.g3 Qxa5

1 point for finding Qe5

পাজল # ৩

1.Qxf8 Kxf8 2.Rd8 checkmate

2 points for finding Qxf8

পাজল # ৪

1…Qxh2 2.Kxh2 Rh4 checkmate

2 points for finding Qxh2/Rh4

পাজল # ৫

1…Rh3+ 2.Kxh3 Nf4+ followed by 3…Nxe2

3 points for finding Rh3+

পাজল # ৬

1.Rxc6 Kxc6 2.d7 and then d8Q

3 points for Rxc6/d7

পাজল # ৭

1…Rxh4+ (attacking the queen on f3 simultaneously) 2.Kg2 (defending the queen) Rh2+ 3.Kxh2 Qxf3

2 points for Rxh4+ and another 2 points for Rh2+

পাজল # ৮

1.Bg5+ dis. ch. Kg7 2.Bf6+ Kg8 3.Qxh8 checkmate

2 points for finding Bg5+

a better defense is 1.Bg5+ Kg8, then 2.Qxh8!! wins, because 2…Kxh8 3.Rh3+ Kg8 4.Bf6 and there is no defense against 5.Rh8 checmate.

4 points for finding 2.Qxh8!!

 

পাজল টেস্ট আরও সহজ না আরও কঠিন – কী রকম হলে ভালো হয় তাও জানাবেন। এছাড়া আরও কোন মন্তব্য থাকলে নিচে জানাতে পারেন।

এরকম পাজল টেস্ট পছন্দ হলে জানাবেন। আপনাদের পছন্দ হলে এরকম পাজল টেস্ট আরো পোষ্ট করবো।

 

 

 

Comments

comments

About the author

রাজীব মন্ডল

আমি একজন রসায়নের গ্রাজুয়েট স্টুডেন্ট, কলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে স্নাতক ও কানপুর আই আই টি থেকে স্নাতকোত্তর পাঠক্রম শেষ করার পর বর্তমানে মার্কিন মুলুকে জৈব রসায়ন নিয়ে গবেষণারত। দাবা নিয়ে উৎসাহী। উতসাহবশত অনেক পড়াশুনা করেছি। স্কুল কলেজ জীবনে এক আধটা টুর্নামেন্ট খেলেছি, তবে সেগুলোকে খুব সিরিয়াস টুর্নামেন্ট বলে চলে না। তার বাইরে খেলা বলতে ইন্টারনেটে নিয়মিত খেলি এবং তার বাইরে চর্চা ও করি। তবে ইন্টারনেটের বাইরে খুব একটা খেলিনা, বা কোনো খেতাব নেই। পুরোটাই স্ব-শিক্ষা, কোনোদিন অন্য কারো কাছ থেকে তালিম নিইনি, তবে খেলা শেখার পথে বহু লোকের লেখা পড়েছি, যাদের কে আমার শিক্ষক বলা চলে, কারন তাদের ছাড়া খেলা শেখা আমার পক্ষে সম্ভবপর হতো না।

Leave a Reply