«

»

সেপ্টে. 16

প্রোটিনের গাঠনিক জীববিজ্ঞানঃ লেকচার ১- মৌলিক ধারণা

কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ]

এই কোসর্টি বোঝার জন্য মাধ্যমিক পযর্ায়ের রসায়ন এবং জীববিজ্ঞান জ্ঞান থাকা সুবিধাজনক। প্রথম লেকচারে থাকছেঃ প্রোটিন কি, প্রোটিনের গঠন কি, কাজ কি, গঠন জানার গুরুত্ব এসব বিষয়। মোটামুটি ভিডিওটা দেখলেই এই লেকচারটা বোঝার কথা। তবুও কিছু অস্পষ্ট থাকলে আমাকে কোর্স পেইজের কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। এই লেকচারের প্রায় সবকিছুই পরবতর্ী লেকচারগুলোতে কিছুটা বিস্তারিতভাবে পড়ানো হবে। ভিডিও লেকচারটি এখানে দেয়া হলঃ

 

 

লেকচার ১

যারা ইউটিউব ব্যবহার করতে পারছেন না তারা এখান থেকে দেখতে পারেন।

 

[সংশোধনীঃ

১। ভিডিওটিতে কথা বলার সময় কিছু শব্দ ভুলভাবে বলা হয়েছে। যেমনঃ ডিএনএ থেকে প্রোটিন তৈরির ছবিটাতে বলা হয়েছে এমআরএনএ থেকে কয়েকটি ‘প্রোটিন’ যুক্ত হয়ে একটা ‘প্রোটিন’ তৈরি হয়। সংশোধিত হবে এরকমঃ ‘এমিনো এসিড’ যুক্ত হয়ে একটা প্রোটিন তৈরি হয়।

২। সার্স ভাইরাস ঠিক বার্ড ফ্লু ভাইরাস থেকে তৈরি হয়নাই। দুইটা দুই ফ্যামিলির ভাইরাস। মানুষের সার্স ভাইরাস আরেকটা প্রাণীর কোরোনা গোত্রীয় ভাইরাস থেকে উৎপত্তি হয়েছে বলা যেতে পারে।]

 

পরবর্তী লেকচারে থাকছে প্রোটিনের প্রাথমিক গঠন নিয়ে আলোচনা। আপনারা নিচের বিষয়গুলিতে (লিংক দেয়া হল) চোখ বুলিয়ে নিতে পারেন যাতে করে লেকচারটি বুঝতে সুবিধা হয়। শিক্ষক.কম এর বায়োইনফরমেটিক্স কোসর্টির প্রথম লেকচারটাও সহায়ক হবে আশা করছি।

১) এমিনো এসিডঃ http://en.wikipedia.org/wiki/Amino_acid

২) ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনঃ http://www.youtube.com/watch?v=41_Ne5mS2ls

 

কুইজ

JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.

শিক্ষক.কম সাইটে প্রোটিনের গাঠনিক জীববিজ্ঞান কোর্সের কুইজ-১
প্রথম লেকচারটি বিবেচনায় রেখে এই কুইজটি তৈরি করা হয়েছে। উত্তরদাতারা নিজেদের ইমেইল অ্যাড্রেস ভালভাবে দিয়ে দেবেন আশা করি।
Sign in to Google to save your progress. Learn more
* Indicates required question
Your name *
Your answer
Your email ID *
Your answer
এমিনো এসিড ছাড়া আর কি কি এসিড দিয়ে প্রোটিন তৈরি হতে পারে? *
নিচের বাক্যটি সঠিক না ভুল? *
ডিএনএ পরিবর্তিত হয়ে প্রোটিনে রূপ নেয়।
নিচের বাক্যটি সঠিক না ভুল? *
প্রোটিন নিউক্লিয়াসে তৈরি হয়।
কোন কাজটি প্রোটিন করতে পারেনা? *
নিচের বাক্যটি সঠিক না ভুল? *
কয়েকটি প্রোটিন একসাথে যুক্ত হয়ে একটা বড় আকার নিতে পারে
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy
 
 

Comments

comments

About the author

খান ওসমান

আমি টরন্টো বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার জেনেটিক্স এর একজন পিএইচডি ছাত্র। কাজ করছি ম্যালেরিয়া জীবাণুর একধরনের প্রোটিন নিয়ে। আমার কাজ মূলতঃ এক্স-রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে প্রোটিনের গঠন নির্ণয়, এর সঙ্গে ম্যালেরিয়া রোগের সম্পর্ক নির্ধারণ এবং ঔষধ তৈরিতে সহায়তা করা ইত্যাদি বিষয়ের উপর। স্নাতক এবং মাস্টাসর্ ডিগ্রী অজর্ন করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনুজীববিজ্ঞান নিয়ে। আমার বতর্মান ল্যাব এর ওয়েবসাইটে ঢু মেরে দেখতে পারেন এখানে: www.thesgc.org.

7 pings

Skip to comment form

  1. প্রোটিনের গাঠনিক জীববিজ্ঞানঃ লেকচার ২- গাঠনিক রসায়ন-প্রাথমিক গঠন - শিক্ষক - বাংলা ভাষায় অনলাইনে

    […] ওসমানপিডিএফ ফরম্যাটে সেইভ করুন [ পূর্ববর্তী লেকচার | কোর্সের মূল পাতা | নিবন্ধনের […]

  2. প্রোটিনের গাঠনিক জীববিজ্ঞানঃ লেকচার ২- গাঠনিক রসায়ন-প্রাথমিক গঠন - শিক্ষক - বাংলা ভাষায় অনলাইনে

    […] ওসমানপিডিএফ ফরম্যাটে সেইভ করুন [ পূর্ববর্তী লেকচার | কোর্সের মূল পাতা | নিবন্ধনের […]

Leave a Reply