«

»

সেপ্টে. 17

পরিবেশ ও পরিবেশ ব্যাবস্থাপনা কোর্স লেকচার ২

লেকচার সারাংশঃ
জীবন ও ইকোসিস্টেম, পানি চক্র, কার্বন চক্র, উত্তম জীবন যাপন, ইকোসিস্টেম ও উত্তম জীবন যাপন, ট্র্যাজেডি অব কমন্স।

জীবন ও ইকোসিস্টেমঃ
৩টি পদ্ধতিতে ইকোসিস্টেম জীবন কে ধারন করে-
শক্তি প্রবাহ
জৈব রাসায়নিক চক্র
মধ্যাকর্ষন

শক্তি প্রবাহঃ

জৈব রাসায়নিক চক্রঃ
কার্বন চক্র, পানি চক্র, অক্সিজেন চক্র ও নাইট্রোজেন চক্র।

মধ্যাকর্ষনঃ যার কারনে আমরা পৃথিবী পৃষ্ঠে আটকে আছি।

পানি চক্রঃ
পানি চক্রের ধাপ গুলো হল-
ক। ইভাপোরেশন
খ। রেইনফল/ প্রিসিপিটেশন
গ। ইনফিল্ট্রেশন
ঘ। রান অফ ও অন্যান্য

কার্বন চক্রঃ
কার্বন চক্রের ধাপ গুলো হল-
ক। কার্বন ডাই অক্সাইড পানিতে দ্রবীভুত হওয়া
খ। ফসিল ফুয়েল
গ। উদ্ভিদ ও জীব বৈচিত্রে কার্বন
ঘ। দহন

উত্তম জীবন যাপনঃ
দুইভাবে জীবন কে ভাগ করা যায়-
ভালো
মন্দ

এই দুই এর মধ্যে সংযোগ টা কোথায়?
জীবন যাপনের জন্য পর্যাপ্ত ব্যাবস্থা
স্বাস্থ্য
সামাজিক কাঠামো
নিরাপত্তা
স্বাধীনতা

ইকোসিস্টেম ও উত্তম জীবন যাপনঃ
উত্তম জীবন যাপনের সাথে ইকোসিস্টেমের সংযোগ কোথায়??

ট্র্যাজেডি অব কমন্সঃ
অনেক প্রাকৃতিক সম্পদে আমাদের উন্মুক্ত প্রবেশাধিকার থাকায় ঐ সম্পদের ধ্বংস হবার হার অনেক বেশি।

ছবি গুলোর রেফারেন্সঃ
১। Miller,G.T. (2004). Environmental Science- Working with the Earth, 10th Edition
২।UNEP (2003). Millennium Ecosystem Assessment- Ecosystem and Human well-being.

Unable to process Google Form short code.

 

Comments

comments

About the author

fahad

1 comment

  1. Michael

    I just hope whoever writes these keeps wrtinig more!

Leave a Reply to Michael Cancel reply