«

»

সেপ্টে. 09

পরিবেশ ও পরিবেশ ব্যাবস্থাপনা কোর্স – লেকচার ১

[কোর্সের মূল পাতানিবন্ধনের লিংক]

কিছুদিন আগে একটি ডকুমেন্টারি দেখছিলাম,  নাম আর্থলিঙ্কস। দেখে মন খারাপ হল। আপনারাও পারলে দেখবেন। এখানে এটা বলার কারন হচ্ছে, মুভিতে বলা হয় যে আমরা যারা এই পৃথিবীতে বাস করছি, পরিবেশ থেকে সাহায্য নিচ্ছি এবং পরিবেশকেই ক্ষতি করছি, আমরা এক কথায় সবাই আর্থলিঙ্কস। আমাদের জাতিগত পরিচয়ের উপরে আমাদের এই পরিবেশ ভিত্তিক পরিচয়। সেই পরিবেশকে জানা ও জানানোর অনুভুতি থেকেই আজকের প্রথম লেকচার।

লেকচার সারাংশ

পরিবেশ কি?, পরিবেশের প্রকারভেদ, পরিবেশের উপাদান, প্রতিবেশ এবং ইকোসিস্টেম, ইকোসিস্টেম সার্ভিস, ন্যাচারাল ক্যাপিটাল, কিছু পরিবেশগত ইস্যু

পরিবেশ কি?

খুব সহজে যদি বলি তাহলে আমাদের চারপাশে যা আছে তাই পরিবেশ। খুব ছোটো বেলার সংঙ্গা।  কিন্তু আর একটু ভিন্ন ভাবে যদি বলি। তাহলে কি বলা যায়? পরিবেশ বলতে বোঝায় আমাদের চারপাশে যেসব উপাদান আছে যা মানুষ সহ অন্যান্য জীবের মানসিক ও শারিরিক উন্নয়ন এবং বসবাসের ও কাজ করার পরিস্থিতি সৃষ্টি করে। সব শেষে সৃষ্ট পরিস্থিতিকে নিয়ন্ত্রন করে।  পরিবেশকে ৩টি প্রশ্ন দিয়ে সহজভাবে সংজ্ঞায়িত করা যায়ঃ

প্রশ্ন ১> আমাদের চারপাশে কি কি আছে? উত্তরঃ জীব জগত বিশেষ করে মানুষ।

প্রশ্ন ২> কি উপায়ে পরিবেষ্টিত? উত্তরঃ সামাজিক, আর্থিক অথবা রাজনৈতিক পরিস্থিতি।

প্রশ্ন ৩> কোথায় পরিবেষ্টিত? উত্তরঃ জৈবিক উপাদান সমূহ; মাটি, পানি, বাতাস।

পরিবেশ প্রকারভেদঃ

৩ রকমের পরিবেশ আছে-

ভৌতিক পরিবেশ (ফিজিক্যাল এনভায়রনমেন্ট)

  • আবহাওয়া
  • জলবায়ু

জৈবিক পরিবেশ (বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট)

  • উদ্ভিদ ও প্রাণি জগত
  • জীবাণু

ঐতিহ্যগত পরিবেশ (কালচারাল এনভায়রনমেন্ট)

  • সমাজ
  • ব্যবহার
  • রাজনীতি
  • অর্থনীতি

পরিবেশ এর উপাদানসমূহ

৫ টি ভাগঃ

বায়ুমন্ডল (এটমোস্ফিয়ার)

  • প্রতিরক্ষামূলক গ্যাস চেম্বারঃ নাইট্রোজেন ও অক্সিজেন প্রধান গ্যাস
  • পৃথিবীতে জীবনের ধারক
  • এটা বায়ুমন্ডলের বাইরের প্রতিকূলতা  থেকে আমাদের রক্ষা করে।
  • ক্ষতিকর ইনফ্রারশ্নি থেকে আমাদের রক্ষা করে।


পানিমন্ডল (হাইড্রোস্ফিয়ার)

  • সকল পানির উৎস কে বোঝাচ্ছি
  • ১% পানি ফ্রেশ এবং খাবার উপোযোগী

লিথোস্ফিয়ার

  • পৃথিবীর সারফেস থেকে কিছুদূর গভীর পর্যন্ত মাটির স্তর
  • মিনারেল/ খনিজ পদার্থ থাকে

বায়োস্ফিয়ার

  • উদ্ভিদ ও প্রাণি জগত
  • জীবাণু

অ্যান্থ্রোস্ফিয়ার

  • মনুষ্য সৃষ্ট


প্রতিবেশ (ইকোলজি) ও ইকোসিস্টেম

জীব জগত এবং পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে জীব জগতের যে পারস্পরিক সম্পর্ক সেটা নিয়ে অধ্যয়নই হচ্ছে প্রতিবেশ। পৃথিবীকে একটি বাড়ি হিসেবে কল্পনা করলে আমাদের সাথে পৃথিবীর যেই সম্পর্ক সেটাই প্রতিবেশ। আর যখন আমরা এই সম্পর্কটিকে ক্ষুদ্র পরিসরে চিন্তা করব তখন সেটি হবে ইকোসিস্টেম।

ইকোসিস্টেম সার্ভিস/সেবা

পৃথিবীর ইকোসিস্টেম হচ্ছে কিছু অবশ্যই প্রয়োজনীয় সেবার উৎস যার উপর নির্ভর করে মানুষের জীবনযাপন ও বেড়ে ওঠা। ইকোসিস্টেম সার্ভিস/সেবা হচ্ছে কিছু শর্ত বা কিছু ফ্যাক্টর যা জীব বৈচিত্রের ধারক ও বাহক হিসেবে কাজ করে। চার রকমের সেবা আমরা ইকোসিস্টেম থেকে পেয়ে থাকি। যেমন –

প্রভিশনিং সার্ভিসেসঃ খাদ্য উৎপাদন, ফার্মাসিউটিক্যালস, এনার্জি/শক্তি।

রেগুলেটিং সার্ভিসেসঃ সাইক্লিং, উপকূলীয় ভারসাম্যতা, কার্বন ফিক্সেশন।

কালচারাল সার্ভিসেসঃ বিনোদন কেন্দ্র

সাপোর্টিং সার্ভিসেসঃ এনার্জি আবর্তক।


কিছু পরিবেশ বিষয়ক ইস্যুঃ

  • জনসংখ্যা বৃদ্ধি
  • সম্পদের ব্যবহার বৃদ্ধি ও অপচয় বৃদ্ধি (ডকুমেন্টারি – নীচের ভিডিওটি দেখুন)
  • জলবায়ু পরিবর্তন
  • বন ধ্বংস
  • দূষণ
  • দারিদ্রতা

Comments

comments

About the author

fahad

1 comment

1 ping

  1. Paula

    Thanky Thanky for all this good ifnomraiton!

    Leave a Reply