ক্যান্সার ন্যানোটেকনোলজি – লেকচার – ২ লেকচার – ১ I মূল পাতা I কোর্সের নিবন্ধন ফর্ম I লেকচার-৩
এক নজরে ন্যানোটেকনোলজির ইতিহাস
সাল | ঘঠনা |
১৯৫৯ | (Feynman) (ফেয়নম্যান) ন্যানোটেকনোলজির ধারনা দেন, ক্যালটেকে আয়োজিত আমেরিকান ফিজিক্যাল স্যোসাইটির একটা সভায়। |
১৯৭৪ | (Taniguchi) তানিগুচি প্রথম ন্যানো-টেকনোলজি শব্দটি ব্যাব হার করেন উনার একটি প্রকাশ নায়। |
১৯৭৭ | Drexler এম আই টির গবেষক ড্রেক্সলার মুলিকিউল থেকে ন্যানোটেকনোজলির ধারনা উদ্ভাবন করেন। |
১৯৮১ | মুলিকিউলার প্রযুক্তি বা Molecular engineering এর মাধ্যমে atomic precision উদ্ভাবন হয়। |
১৯৮৫ | Buckyball বা ব্যাকিবল আবিস্কার হয়। |
১৯৮৬ | ন্যানোটেকনোজলির নিয়ে প্রথম বই প্রকাশ হয় AFM (Atomic Force microscopy)আবিস্কার হয়। ন্যানোটেকনোজলির প্রথম সংগঠন |
১৯৮৭ | First protein engineered প্রথম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বৈজ্ঞানিক সম্মেলন |
১৯৮৮ | আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ন্যানোটেকনোলজির উপরে প্রথম কোর্স |
১৯৮৯ | IBM মনোগ্রাম বানানো হয় আলাদা আলাদা পরমানু দিয়ে প্রথম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন |
১৯৯০ | ন্যানোটেকনোলজির প্রথাম সাময়িক পত্রিকা nanotechnology জাপানের STA(The Science and Technology Agency ) ন্যানোটেকনোলজি গবেষনার জন্য অর্থায়ন করে |
১৯৯১ | জাপানের MITI (Ministry of International Trade and Industry) ন্যানোটেকনোলজিতে $200 মিলিয়ন “অর্থায়নের ঘোষনা দেয়” কার্বন ন্যানোটিউব আবিস্কার হয় |
১৯৯২ | প্রথম পাঠ্যপুস্তক প্রকাশ হয় |
১৯৯৩ | প্রথম ফেয়নম্যান ন্যানোপ্রযুক্তি পুরস্কার– for modeling a hydrogen abstraction tool useful in nanotechnology |
১৯৯৪ | প্রথম বিশ্ববিদ্যালয়ে ন্যানোসিস্টেম পাঠ্য বই |
১৯৯৫ | সেনাবাহিনীতে ন্যানোপ্রযুক্তির প্রয়োগের জন্য প্রথম শিল্পস্থাপনা । ফেয়নম্যান ন্যানোপ্রযুক্তি পুরস্কারে ভূষিত হয়- ত্রিমাত্রিক ডিএন এ-এর জটিল গঠন সংশ্লেষণের জন্য। |
১৯৯৬ | ফেয়নম্যান পুরস্কারের পরিমান ঘোষনা করা হয় যা– $২৫০,০০০ ইউরোপের প্রথম ন্যানোটেকনোলজির বৈজ্ঞানিক সম্মেলন প্রানীবিজ্ঞানে ন্যানোটেকনোলজির প্রয়োগ নিয়ে প্রথম বৈজ্ঞানিক সম্মেলন |
১৯৯৭ | ডিএনএ দিয়ে প্রথম কোন ন্যানো মেকানিক্স যন্ত্র আবিস্কার হয় ফেয়নমান ন্যানোপ্রযুক্তি পুরস্কারে ভুষিত হয়- for computational modeling of molecular tools for atomically-precise chemical reactions and for building molecular structures through the use of self-organization |
১৯৯৮ | ন্যানোমেডিসিন নিয়ে প্রথম বই প্রকাশ হয় ন্যানোটেকনোলজির নিরাপত্তা নির্দেশাবলী প্রকাশ করা হয় ফেয়নম্যান ন্যানোপ্রযুক্তি পুরস্কারে ভুষিত হয়- for development of carbon nanotubes for potential computing device applications and for modeling the operation of molecular machine designs |
১৯৯৯ | প্রসিডেন্ট ক্লিনটন U.S. National Nanotechnology Initiative ঘোষনা দেন California $১০০ মিলিয়ন ডলার ন্যানোটেকনোলজি গবেষনার ঘোষনা দেয় ফেয়নম্যান ন্যানোপ্রযুক্তি পুরস্কারে ভূষিত হয়- for computational materials science for nanostructures and for building a molecular switch |
২০০০ | আমেরিকা সেনাবাহিনীতে ন্যানোপ্রযুক্তির প্রয়োগের জন্য কেন্দ্রের ঘোষনা দেয় ফেয়নম্যান ন্যানোপ্রযুক্তি পুরস্কারে ভূষিত হয়- for theory of nanometer-scale electronic devices and for synthesis and characterization of carbon nanotubes and nanowires |
২০০২ | ফেয়নম্যান ন্যানোপ্রযুক্তি পুরস্কারে ভূষিত হয়- for using DNA to enable the self-assembly of new structures and for advancing our ability to model molecular machine systems |
২০০৩ | ন্যানোটেকনোলজির ব্যবহারিক প্রয়োগ নিয়ে সভা হয় ফেয়ন ম্যান ন্যানোপ্রযুক্তি পুরস্কারে ভুষিত হয়- for modeling the molecular and electronic structures of new materials and for integrating single molecule biological motors with nano-scale silicon devices |
২০০৪ | প্রথম policy conference on advanced nanotech প্রথম ন্যানোমেকানিকাল কেন্দ্র ফেয়নম্যান ন্যানোপ্রযুক্তি পুরস্কারে ভূষিত হয়- for designing stable protein structures and for constructing a novel enzyme with an altered function |
২০০৫ | At Nanoethics meeting, Roco announces nanomachine/nanosystem project count has reached 300 ফেয়নম্যান ন্যানোপ্রযুক্তি পুরস্কারে ভূষিত হয়- for for designing a wide variety of single molecular functional nanomachines and for synthesizing macromolecules of intermediate sizes with designed shapes and functions |
২০০৬ | ফেয়নম্যান ন্যানোপ্রযুক্তি পুরস্কারে ভূষিত হয়- for work in molecular computation and algorithmic self-assembly, and for producing complex two-dimensional arrays of DNA nanostructures |
২০০৭ | ফেয়নম্যান ন্যানোপ্রযুক্তি পুরস্কারে ভূষিত হয়- for construction of molecular machine systems that function in the realm of Brownian motion, and molecular machines based upon two-state mechanically interlocked compounds |
২০০৮ | ন্যানো-ন্যাচরাল বিক্রিয়ার জন্য এক ধরনের প্রোটিন প্রভাবক নকশা বা ডিজাইন করা হয়। |
২০০৯ | ডিএনএ রোবটের উন্নয়ন পরিলক্ষিত হয় আণবিক বিল্ডিং ব্লক এর কৈশল জানতে ডিএনএ ন্যানোটেকনোলজির ব্যবহার করা হয় এক ধরনের ক্ষুদ্র প্রোটিন আবিস্কার হয় যা প্রাকুতিক প্রোটিনের মতো কাজ করে |
২০১০ | DNA-based রোবট সমাবেশ শুরু হয় |
২০১১ | প্রসেসরের জন্য ন্যানোতার দিয়ে প্রোগ্রামযোগ্য সার্কিট বানানো হয় ডিএনএ মুলিকিউল দিয়ে রোবট বানানো হয় যা যে কোন দিকে হাটতে পারে |

Buckminsterfullerene C60 বা ব্যাকিবল বা Buckyball নামে পরিচিত. (ছবি সুত্রঃ উইকি)
ন্যানোটেকনোলজি কি?
সংক্ষেপে, যে প্রযুক্তি বা টেকনোলজি ব্যাবহার করে কোন অনু বা পরমানু থেকে অথবা অনু বা পরমানুকে ন্যানোপার্টিকেল রুপে রুপায়ির করা হয় সেই প্রযুক্তি বা টেকনোলজিকে ন্যানোটেকনোলজি বলা হয়। বিশদ ভাবে, যখন কোন একটি বস্তুর কার্যক্ষমতা বাড়ানোর জন্য কোন বিশেষ প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করে অণু বা পরমানুগুলোকে ন্যানো-মিটার স্কেলে বা ন্যানোপার্টিকেল রুপে পরিবর্তন করা হয় তখন সেই প্রযুক্তি বা টেকনোলজিকে ন্যানোটেকনোলজি বলা হয়।
উদাহরনঃ গোল্ড ন্যানোপার্টিকেল (Gold Nanoparticles), আয়রন ন্যানোপার্টিকেল (SPIONs/Super Paramagnetic Iron Oxide Nanoparticle), কোয়ান্টাম ডট ন্যানোপার্টিকেল (quantum dost/QDs)

ক্যান্সার ন্যানোটেকনোলজির গবেষনায় বহুলভাবে ব্যাবহুত কিছু ন্যানোপার্টিকেল
ন্যানোপার্টিকেল তার বৈশিষ্ট্যের উপ্রে ভিত্তি করে এক মাত্রিক, দ্বী-মাত্রিক বা ত্রি-মাত্রিক হতে পারে।
Ref: ACS Appl. Mater. Interfaces , 2012, 4 (8), pp 3880–3887
কোন একটা পরমানু থেকে পার্টিকেলে বানানোর অনেকগুলো উপায় বা প্রসেস আছে. তার মধ্যে micelle প্রসেসটি বহুল ভাবে ব্যবহূত হয়. হেপারিন একটা পানিতে দ্রবণীয় পরমানু যা নিজে পার্টিকেল না, কিন্তু কোন পানিতে অদ্রবনীয় পরমানু বা অনুর সাথে যুক্ত হলে হেপারিনের পানিতে পুরো পুরি দ্রবনীয় হয় না বা অদ্রবনীয় হয়. তখন ঐ দুটি যুক্ত পরমাণুকে লিপফিল্লিক (lipophilic ) বলে. হেপারিনের সাথে যুক্ত পানিতে অদ্রবনীয় পরমানুর পরিমানের উপর ভিত্তি করে পার্টিকলের আকারের পরিবর্তন হয়.
আগামী লেকচারে থাকছে:
-পলিমার পরমানু থেকে কিভাবে পার্টিকেলে বানানো যায়?
-Micelle কি?
1 ping
ক্যান্সার ন্যানোটেকনোলজি, লেকচার-৩ - শিক্ষক - বাংলা ভাষায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা
অক্টোবর 7, 2012 at 10:46 পূর্বাহ্ন (UTC -6) Link to this comment
[…] ন্যানোটেকনোলজি, লেকচার-৩মূল পাতা I লেকচার – ২ I কোর্সের নিবন্ধন ফর্ম আজকের লেকচারে […]