প্রোগ্রামিং ছাড়া ওয়েবসাইট তৈরী

কোর্সের শিরোনাম

প্রোগ্রামিং ছাড়া ওয়েবসাইট কিভাবে বানানো যায়

নিবন্ধনের লিংক

কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা

এই কোর্স এর মূল লক্ষ্য হচ্ছে একদম শূন্য থেকে ওয়েবসাইট বানানো শেখা। কোনো প্রোগ্রামিং জানতে হবে না। প্রতিটা বিষয় ধীরে ধীরে বুঝানো হয়েছে । ওয়েবসাইট বানানোর জন্য wordpress ব্যবহার করা  হয়েছে ।  ওয়েবসাইট কিভাবে বিনা খরচে চালানো যাবে তাও দেখানো হয়েছে।


কাদের জন্য কোর্স?

সবার জন্য। 


কোর্সে কয়টি লেকচার থাকবে?

১৭ টি লেকচার থাকবে।

লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস

 

Website :: digitaloy.com

Facebook Page ::  www.facebook.com/digitaloy

Facebook Group :: ডিজিটালয়


কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?

– কোর্স শুরু হবে অক্টোবর ২ থেকে।  চলবে ৩ সপ্তাহ।


কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি

আমি মো: সাজ্জাদুল ফারুক রবিন, BUET  থেকে ২০০৭ সালে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে গ্রাজুয়েশন করেছি। বর্তমানে Mitel এ Software Developer হিসেবে কর্মরত আছি।

Comments

comments