মাধ্যমিক ত্রিকোণমিতি (SSC Trigonometry)

নিবন্ধনের লিঙ্কঃ

এখানে ক্লিক করে কোর্সে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন।

কোর্স ভিডিওঃ

 

 

ভুমিকাঃ শিক্ষক.কম এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহযোগীতায় বিদ্যানন্দের পক্ষ থেকে মাধ্যমিক ত্রিকোণমিতির এই কোর্সটি পরিচালনা করা হচ্ছে। বিদ্যানন্দ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের ভলান্টিয়াররা এই কোর্স তৈরীতে কাজ করেছেন। এক্ষেত্রে কোর্স শিক্ষক হিসেবে আছেন রাজন সাহা, ক্যামেরায় আছেন হাসিবুল আমিন হিমেল।

 

কাদের জন্য এই কোর্সঃ এই কোর্সটি মূলত স্কুল বাংলাদেশের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য। তবে স্কুলের শিক্ষার্থী ছাড়াও ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা নিতে চান এমন যে কেউ-ই কোর্সটি অনুসরণ করতে পারেন।

 

কোর্সের বর্ণনাঃ স্কুলের গণিত বইয়ের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ত্রিকোণমিতি। এই কোর্সে বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের ত্রিকোণমিতি পড়ানো হবে। বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের সাধারণ গণিত বইটি এই কোর্সটিতে পুরোপুরি অনুসরণ করা হয়েছে।  চেষ্টা করা হবে প্রতিটি লেকচার শেষে হোমওয়ার্ক দেয়ার। সেই হোমওয়ার্কের সমস্যা গুলো বইয়ের বাইরে থেকে দেবার সম্ভাবনাই বেশী। বইয়ের গুরুত্বপূর্ণ অংকগুলো হয়ত লেকচারেই করা হয়ে যাবে। কিন্তু বইয়ের অংক গুলো করাই শেষ কথা না। বইয়ের অংকগুলো করার পর যেন আমরা সিলেবাস সংশ্লিষ্ট অন্যান্য ত্রিকোণমিতিক সমস্যাও সমাধান করতে পারি শিক্ষার্থীদের সেই চেষ্টা থাকতে হবে। কারণ আমরা জানি সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন কখনো কমন আসবে না। আসল ব্যাপারটি হল আমরা কতটুকু শিখলাম, শিখে কতটুকু দক্ষতা অর্জন করলাম এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো কতটুকু সমাধান করতে পারলাম। দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের তাই নিয়মিত ভাবে হোমওয়ার্কে দেয়া সমস্যাগুলো করার অনুরোধ রইল।

 

কোর্স সিলেবাস, পাঠ্যবই ও লেকচার সংখ্যাঃ কোর্সের সিলেবাস নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি অংশ। বাংলাদেশের মাধ্যমিক গণিত বইয়ের (প্রথম প্রকাশ ২০১২, পূনর্মূদ্রণ ২০১৩) ত্রিকোণমিতি অংশ অর্থাৎ নবম ও দশম অধ্যায়টি এখানে পড়ানো হবে।

নবম অধ্যায়ঃ ত্রিকোণমিতিক অনুপাত।

দশম অধ্যায়ঃ দূরত্ব ও উচ্চতা।

তবে পাঠ্যবইয়ের বাইরে হোমওয়ার্ক প্রবলেম গুলোর জন্য সুনির্দিষ্ট কোনো বই অনুসরন করা হবে না। এটা হবে উন্মুক্ত। প্রবলেম সেট করার ক্ষেত্রে দেশী-বিদেশী নানা বই এবং ইন্টারনেটের সাহায্য নেয়া হতে পারে। আশা করা যায় সৃজনশীল প্রশ্ন সমাধানের জন্য প্রস্তুতি নিতে গিয়ে এই হোমওয়ার্ক প্রবলেম গুলো শিক্ষার্থীদের সাহায্য করবে। কোর্সটি খুব দ্রুত শেষ করা হবে। প্রতি সপ্তাহে একাধিক লেকচার প্রকাশ করা হতে পারে। লেকচার সংখ্যা হবে বিশটির মত।

 

লেকচার সমূহঃ

(নতুন লেকচার আসার পর পর এখানে সেই লেকচারের লিঙ্ক যুক্ত করে দেয়া হবে)

  1. লেকচার ১ (বিভিন্ন রকম কোণ ও সমকোণী ত্রিভুজ)
  2. লেকচার ২ (সমকোণী ত্রিভুজের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত)
  3. লেকচার ৩ (ত্রিকোণমিতিক অভেদাবলী)
  4. লেকচার ৪ (অনুশীলনী ৯.১)
  5. লেকচার ৫ (অনুশীলনী ৯.১)
  6. লেকচার ৬ (অনুশীলনী ৯.১)
  7. লেকচার ৭ (অনুশীলনী ৯.১)
  8. লেকচার ৮ (অনুশীলনী ৯.১)
  9. লেকচার ৯ ( ৩০ ও ৬০ ডিগ্রী কোণের ত্রিকোণমিতিক অনুপাত)
  10. লেকচার ১০ ( 0, 45 ও 90 ডিগ্রী কোণের ত্রিকোণমিতিক অনুপাত)
  11. লেকচার ১১ (ত্রিকোণমিতিক অনুপাত)
  12. লেকচার ১২ (ত্রিকোণমিতিক অনুপাত,অনুশীলনী ৯.২)
  13. লেকচার ১৩ (ত্রিকোণমিতিক অনুপাত,অনুশীলনী ৯.২)
  14. লেকচার ১৪ (মাধ্যমিক ত্রিকোণমিতি, অনুশীলনী ৯.২)
  15. লেকচার ১৫ (মাধ্যমিক ত্রিকোণমিতি, অনুশীলনী ৯.২)
  16. মাধ্যমিক ত্রিকোণমিতি লেকচার ১৬ (অনুশীলনী ৯.২)
  17. মাধ্যমিক ত্রিকোণমিতি লেকচার ১৭ (দশম অধ্যায়)
  18. মাধ্যমিক ত্রিকোণমিতি লেকচার ১৮ ( দশম অধ্যায়)
  19. মাধ্যমিক ত্রিকোণমিতি লেকচার ১৯ (দশম অধ্যায়)
  20. মাধ্যমিক ত্রিকোণমিতি লেকচার ২০ (দশম অধ্যায়)

 

কোর্স শিক্ষক পরিচিতিঃ কোর্স শিক্ষকের নাম রাজন সাহা। তিনি বর্তমানে (সেপ্টেম্বর,২০১৪) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ৪-১ সেমিস্টারে পড়াশুনা করছেন। তিনি মাধ্যমিক পাশ করেছেন কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম থেকে। উচ্চমাধ্যমিক পাশ করেছেন নটরডেম কলেজ থেকে। বিদ্যানন্দ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য কাজ করা একটি প্রতিষ্ঠান। বিদ্যানন্দের একজন ভলান্টিয়ার হিসেবে মাধ্যমিক ত্রিকোণমিতির এই কোর্সটি তিনি বিদ্যানন্দের পক্ষ থেকে পড়াচ্ছেন।

 

সহযোগীতায়ঃ

শিক্ষক.কমঃ

শিক্ষক ডট কম বাংলা ভাষায় মুক্ত জ্ঞানের প্রকাশ ও বিকাশের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম।

এখানে বাংলা ভাষায় নানা বিষয়ে অনলাইন কোর্স দেয়া হবে, যা হবে সবার জন্য উন্মুক্ত। যে কেউ সম্পূর্ণ বিনা মূল্যে এখানে নানা বিষয় শিখতে পারবেন।

২০১২ সালের আগস্ট মাসে শিক্ষক ডট কমের যাত্রা শুরু হয়েছে। এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে পরিচালিত একটি অবাণিজ্যিক প্ল্যাটফর্ম।

বিদ্যানন্দঃ

বিদ্যানন্দ একটি শিক্ষা সহায়ক সংস্থা যেখানে সুবিধাবঞ্চিত শিশুরা আনন্দের সাথে শিক্ষা লাভ করে। ঢাকা, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের তিনটি শাখায় বিনামুল্যে শিক্ষা দেবার সাথে সাথে বিদ্যানন্দ সর্বসাধারণের জন্য পাঠাগার সুবিধা দিয়ে আসছে।
বিদ্যানন্দের কার্যক্রম সমূহঃ
১। মেধা বিকাশের জন্য টিচিং সেন্টার। স্কুল, কলেজের নিয়মিত একাডেমীক কোচিং সহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং দিয়ে আসছে।
২। প্রতিটি শাখায় লাইব্রেরী সুবিধা। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে বছরের সবকটি দিন সকাল থেকে রাত পর্যন্ত।
৩। অস্বচ্ছল মেধাবী ছাত্রকে বৃত্তি প্রদান। এছাড়াও আমরা গরীব ছাত্রদের শিক্ষা উপকরণ, বই দিয়ে থাকি।
৪। সামাজিক সচেতনতা বৃদ্ধি বিশেষ করে শিশুশ্রমের বিরুদ্ধে বিদ্যানন্দের যাত্রা প্রশংসার দাবীদার।
বিস্তারিত জানতে এই লিঙ্কটিতে ক্লিক করুনঃ বিদ্যানন্দ।  বিদ্যানন্দের ফেসবুক পেজ ভিজিট করতে ক্লিক করুন এখানে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কঃ

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (ইংরেজী Bangladesh Open Source Network বা BdOSN) ২০০৫ সালে বাংলাদেশে মুক্ত সফটওয়ার জনপ্রিয় ও বিস্তৃতকরনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। ঢাকাতে এই নেটওয়ার্কের প্রধান কার্যালয় স্থাপিত হলেও সমগ্রদেশের ১৯টি সহযোগী ওপেন সোর্স নেটওয়ার্কের মাধ্যমে সারাদেশ ব্যাপী এই নেটওয়ার্ক সবার জন্য মুক্ত সফটওয়ার ধ্যান ধারনা স্থাপনে কাজ করছে। মুক্ত সফটওয়ার আদর্শ বিস্তৃতকরনের পাশাপাশি বাংলা ভাষাতে বিভিন্ন মুক্ত সফটওয়ার ব্যবহারের জন্য এই নেটওয়ার্ক পরিচিত। দেশের বিভিন্নস্থানে অনলাইন আউটসোর্সিং, প্রযুক্তি প্রশিক্ষন প্রদানের পাশাপাশি এই নেটওয়ার্কের সদস্যরা বিজ্ঞান জনপ্রিয়করন, গণিত অলিম্পিয়াড, জ্যোর্তিবিজ্ঞানসহ বিজ্ঞানের নানা বিষয়ের উপর দেশব্যাপী কর্মশালা ও প্রশিক্ষন পরিচালনা করে থাকে। শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল এই নেটওয়াকের্র সভাপতির দায়িত্বে রয়েছেন।  ২০০৭ সালে গ্লোবাল নলেজ পার্টনারশীপের উদ্যোগে দক্ষিণ এশিয়ায় উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক নির্বাচিত উদ্যোগে বিডিওএসএনকে নির্বাচিত করে। বিডিওএসএন এর ওয়েবসাইট ভিজিট করতে এই লিঙ্কটিতে ক্লিক করুনঃ বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। 

Comments

comments

Leave a Reply