কোর্সের বর্ণনা:
জীবকে জানার ইচ্ছা আমাদের সবারই থাকে। কিছু প্রশ্ন আমাদের মনে ঘুরঘুর করে। যেমন: আমাদের চারপাশে যে কত নানারকম জীব দেখি- এদের উদ্ভব কিভাবে হল? মানে কিভাবে তারা এই পৃথিবীতে প্রথম আসলো, কিভাবে তারা চলে ফিরে বেড়াচ্ছে? খাচ্ছে-দাচ্ছে-ঘুমাচ্ছে? কেন আমাদের হাড়ের সঙ্গে কুমিরের হাড়ের মিল আছে? কেন বানর দেখতে আমাদের কাছাকাছি, কিন্তু গাছপালে দেখতে একদম অন্যরকম? ডাইনোসররা কেন পৃথিবীতে ছিল আর এখন নাই? আসলে প্রাণ মানে কি? গরুটা ঘাস খেয়ে হজম করে ফেলতে পারে, কিন্তু আমরা পারিনা, খেতে ভালও লাগেনা আমাদের, কেন? কিভাবে প্রথম প্রাণ তৈরি হয়েছে? এইসব প্রশ্ন থেকেই এই কোর্সটা তৈরি। জীবনের একদম প্রাথমিক বিজ্ঞান নিয়ে আলোচনা করবো আমরা। জীবনকে বুঝতে তাই ঝটপট খাতাকলম নিয়ে বসে যাও!
কাদের জন্য:
ষষ্ঠ থেকে দশম শ্রেণী
এখানে ক্লিক করে কোর্সে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন।
শিক্ষক পরিচিতি:
খান তানজীদ ওসমান
আমি টরন্টো বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার জেনেটিক্স এর একজন পিএইচডি ছাত্র। কাজ করছি ম্যালেরিয়া জীবাণুর একধরনের প্রোটিন নিয়ে। আমার কাজ মূলতঃ এক্স-রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে প্রোটিনের গঠন নির্ণয়, এর সঙ্গে ম্যালেরিয়া রোগের সম্পর্ক নির্ধারণ এবং ঔষধ তৈরিতে সহায়তা করা ইত্যাদি বিষয়ের উপর। স্নাতক এবং মাস্টাসর্ ডিগ্রী অজর্ন করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনুজীববিজ্ঞান নিয়ে। আমার বতর্মান ল্যাব এর ওয়েবসাইটে ঢু মেরে দেখতে পারেন এখানে।
সিলেবাস
লেকচার ১ এবং ২
জীববিজ্ঞান কী?
ক) জীবন, প্রকৃতি এবং বিজ্ঞান
– কেন জীববিজ্ঞান পড়বো?
– বিজ্ঞানের লক্ষ্যগুলি কি কি
– কিভাবে বিজ্ঞানীরা জীবন এবং প্রকৃতিকে পরীক্ষা করেন
– কেন এবং কিভাবে বিজ্ঞানীরা পরীক্ষা করেন
– কি কি ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা হতে পারে
– বৈজ্ঞানিক তত্ত্ব কি
– বৈজ্ঞানিক চিন্তা কিভাবে করতে হয়
লেকচার ৩ এবং ৪
জীববিজ্ঞান কী?
খ) জীববিজ্ঞান: জীবন এবং প্রকৃতিকে পরীক্ষা করা
– প্রাণের কিকি বৈশিষ্ট্য আছে
– জীববিজ্ঞানের চারটি সূত্র
– কিভাবে জীবেরা একজনের সঙ্গে আরেকজন যোগাযোগ করে
– কিভাবে পৃথিবীতে জীব বেঁচে থাকে
লেকচার ৫, ৬ এবং ৭
জীবন কিভাবে এল? প্রথম জীব থেকে আমরা
ক) পৃথিবীর উৎপত্তি এবং জীবনের শুরু
– কিভাবে বিজ্ঞানীরা পৃথিবীতে জীবনের শুরুর ইতিহাস জানলেন
– কিভাবে এবং কখন পৃথিবী তৈরি হল
– কিভাবে প্রথম জৈবঅণু তৈরি হল
– প্রথম কোষ কেমন ছিল
– কিভাবে উন্নত প্রাণীর উদ্ভব হয়েছে বলে ধারনা করা হয়
লেকচার ৮
জীবন কিভাবে এল? প্রথম জীব থেকে আমরা
খ) বহুকোষী জীবের বিবর্তন
– প্রিক্যামব্রিয়ান যুগের পরের গুরুত্বপূর্ণ ঘটনা
– প্যালেযোয়িক যুগের বিবর্তন
– মেসোযয়িক যুগকে কেন ডাইনোসরের যুগ বলে?
– সেনোযোয়িক যুগের মূল বিবর্তনিক ঘটনা
লেকচার ৯
জীবন কিভাবে এল? প্রথম জীব থেকে আমরা
গ) জীবের শ্রেণীবিভাগ
– লিনিয়ান শ্রেণীবিন্যাস এবং বাইনোমিয়াল নামকরণ
– ফাইলোজিনেটিক শ্রেণীবিন্যাস
– কিভাবে ফাইলোজিনেটিক শ্রেণীবিন্যাস লিনিয়ান শ্রেণীবিন্যাসের চেয়ে ভিন্ন
লেকচার ১০
বিবর্তনতত্ত্বের প্রথম পাঠ
ক) ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনতত্ত্ব
খ) ডারউইন এবং বিগল তরণী
গ) ডারউইন কিভাবে বিবর্তনতত্ত্ব তৈরি করলেন
ঘ) কিভাবে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে জীব বিবর্তিত হয়
ঙ) বিবর্তনের কিছু প্রমাণ
লেকচার ১১
বাস্তুবিজ্ঞান বা ইকোলজি
ক) জৈব এবং অজৈব প্রভাব
খ) বাস্তুবিজ্ঞান কি? কিভাবে এই ধারনা এল
গ) বাস্তৃতন্ত্রের ভেতরে কিভাবে শক্তি পরিবাহিত হয়
ঘ) খাদ্যশৃঙ্খল
লেকচার ১২
বাস্তুবিজ্ঞান বা ইকোলজি
ক) জৈব-ভৌত-রাসায়নিক চক্রসমূহ
খ) পানি চক্র
গ) কার্বন চক্র
ঘ) নাইট্রোজেন চক্র