কোর্সের নামঃ
এডোবি ফটোশপের পরিপূর্ণ কোর্স।
এখানে ক্লিক করে কোর্সে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন।
কোর্স পরিচিতিঃ
এডোবি ফটোশপ এমন একটি সুপরিচিত সফটওয়্যার যেটার নাম জানে না এমন মানুষ খুজে পাওয়া দুস্কর। কোন প্রফেশনাল সফটওয়্যার সবার কাছে এতটা সমাদৃত রয়েছে কিনা জানা নেই। Adobe Photoshop নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভিজুয়্যাল এমন কোন কাজ নেই যেখানে ফটোশপের প্রয়োজন হয় না। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, ভিজুয়্যা`ল ইফেক্টস সহ সকল ক্ষেত্রে ফটোশপ লাগবেই। একজন সাধারণ ইউজার থেকে শুরু করে প্রফেশনালদের জন্য ফটোশপ কাজে লাগেই। অফিসিয়াল কাজেও ফটোশপের প্রয়োজন হয়। তাই ফটোশপ নিয়ে প্রয়োজন পরিপূর্ণ ধারণা। ব্যাসিক থেকে শুরু করে এডভান্স সকল ফটোশপ টেকনিক জানা উচিত ডিজাইনারদের বিশেষ করে গ্রাফিক্স ডিজাই্ন যাদের ভবিষ্যত ক্যারিয়ার।
যারা জীবনেও ফটোশপ, ইলাস্ট্রেটর ব্যবহার করেনি তারাও এই সহজ বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ শিখতে পারবে। শুধু কাজ শেখাই নয় কিভাবে অনলাইনে এই কাজ শিখে আয় করা যায় সেটাও আলোচনা করা হয়েছে।
আন্তর্জাতিক মানের টিউটোরিয়াল অনুসরণ করে পরিপূর্ণ কোর্স তৈরি করার চেষ্টা করেছি। যেন সফটওয়্যারের উপর কোন রকম ঘাটতি না থাকে। বিভিন্ন ইংলিশ টিউটোরিয়াল যেমন, ডিজিটাল টিউটোরস, লিন্ডা, টিউট+ সহ সেরা সেরা টিউটোরিয়াল অনুসরণ করে কোর্স তৈরি করার চেষ্টা করেছি।
এডোবি ফটোশপের সকল ভার্শনের জন্যই এই লেকচারগুলো কাজ করবে। তবে আমার পরামর্শ থাকবে নতুন ভার্শন ফটোশপ সিসি, ফটোশপ সি এস ৬ দিয়ে অনুসরণ করার জন্য। তাহলে আজই শুরু হয়ে যাক ফটোশপ সফটওয়্যারের মাস্টার হওয়া!
কোন পর্যায়ের কোর্স?
এটা কোন পর্যায়ের কোর্স সেটা বলার আগে ছোট একটি উদাহরণ দেই। আমি ৬ষ্ঠ শ্রেনীর একজন ছাত্রকে এই টপিকগুলোই মাত্র দুই মাস শিখিয়েছিলাম। এখন শুনি সেই ছেলে বাংলাদেশের কোন এক গেমিং কোম্পানীর সাথে গেমিং ইন্টারফেস ডিজাইনে কাজ করছে!
তাহলে বুঝতেই পারছেন এই কোর্স অনুসরণ করে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কিংবা যে কেউ ফটোশপের পরিপূর্ণ ধারণা পেতে পারে। তবে শুধু ফটোশপের টুলস জানলেই হবে না, সাথে সাথে প্রচুর পরিমাণে অনুশীলন এবং নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে।
কোর্সে লেকচারের সংখ্যাঃ
লেকচার সংখ্যা ২০টি বা এর চেয়েও বেশি হতে পারে। ভিডিও সংখ্যা আরো বেশি।
কোর্সের সিলেবাস:
লেকচার ১১ঃ মুখের দাগ দূর করা-৩, মুখের দাগ দূর করা-৪, মুখের দাগ দূর করা-৫।
লেকচার ১২ঃ প্যাচ টুলের ব্যবহার, লেভেলের ব্যবহার, কন্টেন্ট এওয়ার টুল।
লেকচার ১৩ঃ স্মার্ট শার্পেন টুলের ব্যবহার, ম্যাগাজিন কভার ডিজাইন পর্ব-০১, ম্যাগাজিন কভার ডিজাইন পর্ব-০২।
লেকচার ১৪ঃ ম্যাগাজিন কভার ডিজাইন পর্ব-০৩, ম্যাগাজিন কভার ডিজাইন পর্ব-০৪, ম্যাগাজিন কভার ডিজাইন পর্ব-০৫।
লেকচার ১৫ঃ ম্যাগাজিন কভার ডিজাইন পর্ব-০৬, কাস্টম শেপের ব্যবহার, ম্যাগাজিন কভার ডিজাইন পর্ব-০৭।
লেকচার ১৬ঃ লেয়ার স্টাইল, স্টাইল, প্যারাগ্রাফ।
লেকচার ১৭ঃ ফ্রি ট্রান্সফর্ম, ওয়ার্প, আন্ডারলাইন তৈরি করা।
লেকচার ১৮ঃ লেন্স ফেয়ার টুল, পরবর্তি ওভারভিউ এবং পর্যালোচনা।
লেকচার ১৯ঃ বাংলা লিখার পদ্ধতি, Liquify টুলের ব্যবহার এবং চলবে…
কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?
কোর্স আগামী ১৫ই ফেব্রুয়ারি, ২০১৫ থেকে শুরু করে ১০ সপ্তাহ ব্যাপী চলবে। প্রতি সপ্তাহে ২ টি করে লেকচার থাকবে।
কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি
আমি হাসান যোবায়ের। পড়াশুনা করছি Daffodil International University এর Multimedia and Creative Technology ডিপার্টম্যান্টে। অর্থাৎ গ্রাফিক্স, অ্যানিমেশন নিয়ে BSc করছি। বাংলা ব্লগিং এর সাথে ২০০৯ সাল থেকে যুক্ত। টেকটিউন্স, সামহয়্যারইন ব্লগ সহ অনেক ব্লগেই নিয়মিত লিখা লিখি করি। এছাড়া শুধুমাত্র এই ধরণের টিউটোরিয়াল নিয়েই আমাদের ওয়েবসাইট (www.projuktiteam.com) রয়েছে। আমার ব্যক্তিগত ওয়েবসাইটwww.hasanjubair.com।
যে কোন সমস্যায় ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়ঃ https://www.facebook.com/ hasan.jubair1।