আমাদের কথা

শিক্ষক ডট কম বাংলা ভাষায় মুক্ত জ্ঞানের প্রকাশ ও বিকাশের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম।

এখানে বাংলা ভাষায় নানা বিষয়ে অনলাইন কোর্স দেয়া হবে, যা হবে সবার জন্য উন্মুক্ত। যে কেউ সম্পূর্ণ বিনা মূল্যে এখানে নানা বিষয় শিখতে পারবেন।

২০১২ সালের আগস্ট মাসে শিক্ষক ডট কমের যাত্রা শুরু হয়েছে। এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে পরিচালিত একটি অবাণিজ্যিক প্ল্যাটফর্ম।

 

বিস্তারিত তথ্যের জন্য

শিক্ষক ডট কম সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকলে শিক্ষকের প্রতিষ্ঠাতা ডঃ রাগিব হাসানকে সরাসরি ইমেইল করুন। ragibhasan AT gmail dot com এই ঠিকানায়।

 

প্রতিষ্ঠাতা


পরিচিতি: আমি পেশায় ও নেশায় একজন কম্পিউটার বিজ্ঞানী। বর্তমানে ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছি। আমার গবেষণার বিষয় কম্পিউটার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং। আমার রিসার্চ গ্রুপের নাম সিক্রেটল্যাব. এখানে মোবাইল সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, বিগ ডেটা সিকিউরিটি, এবং ডেটা প্রভেন্যান্স এর উপরে গবেষণা করা হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভের পর সেখানেই প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করি ২০০৩ সালে। একই বছর উচ্চ শিক্ষার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আরবানা শ্যাম্পেইনে যোগ দেই, এখান থেকে ২০০৫ সালে মাস্টার্স ও ২০০৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করি। তারপর ন্যাশনাল সাইন্স ফাউন্ডেশনের প্রতিযোগিতামূলক কম্পিউটিং ইনোভেশন ফেলোশিপের জন্য নির্বাচিত হই এবং ফেলো হিসাবে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ে দুই বছর গবেষক হিসাবে কাজ করি। ২০১১ সালে যোগ দেই বর্তমানের কর্মস্থলে।

 

বাংলায় জ্ঞানের বিকাশ ঘটানো আমার দীর্ঘকালের স্বপ্ন। বাংলা উইকিপিডিয়াতে কাজ করছি ২০০৬ সাল থেকে, উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে সাংগঠনিক কাজ করছি। আর বাংলা ভাষায় জ্ঞানের বিকাশের জনK ইতিমধ্যে কম্পিউটার বিজ্ঞান শেখানোর সাইট যন্ত্রগণক.কম প্রতিষ্ঠা করেছি। শিক্ষক ডট কম সাইটটিতে সব রকমের জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার গড়ে তোলাটাই আমার লক্ষ্য।


 

শিক্ষকদের তালিকা

ওয়েবসাইট: http://subarnarekha.com/
পরিচিতি: তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক করেছি আইইউটি থেকে। এরাসমুস মুন্ডুস বৃত্তি নিয়ে জ্যোতিঃপদার্থবিজ্ঞানে মাস্টার্স করেছি অস্ট্রিয়ার ইন্সব্রুক, জার্মানির গ্যটিঙেন এবং ইতালির রোম তোর ভেরগাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে রেডিও জ্যোতির্বিজ্ঞানে পিএইচডি করছি নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অফ খ্রোনিঙেনের কাপ্টাইন অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্টিটিউটে।

 

ওয়েবসাইট: http://www.facebook.com/khan.tonmoy
পরিচিতি:আমি আলী হায়দার খান; জন্ম ও বেড়ে ওঠা ইটকাঠ – জনস্রোতের ঢাকায়। ঢাকার বিভিন্ন স্কুলে পড়াশোন শেষে এসএসসি দিয়েছি লালমাটিয়া বয়েজ স্কুল থেকে আর এইচএসসি নটর ডেম কলেজ থেকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে ব্যবসা প্রশাসনে (BBA) স্নাতক সম্পন্ন করেছি । বর্তমানে বেশ কিছুদিন যাবৎ একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছি এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইন্সটিটিউট – IBA তে MBA করছি ।
মুক্তজ্ঞানের সাথে আমার সখ্য ২০০৪ সাল থেকে, যখন আমি প্রথম উইকিপিডিয়ার সাথে পরিচিত হই এবং এরই ধারাবাহিকতায় একসময় উইকিপিডিয়ার অবদানকারী হয়ে উঠি। আমি উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার এর একজন প্রতিষ্ঠাতা ও ট্রেজারার। উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাথেও এখন সম্পৃক্ত আছি । প্রকৃতি আমার কাছে অতি প্রিয়, বিশেষ করে পাহাড় আর বনজঙ্গলে ঘুরে বেড়াতে খুবই ভাল লাগে । তাই আমি সময়-সুযোগ পেলেই হুটহাট বেড়িয়ে পড়ি। ।

 

ওয়েবসাইট: http://bd.linkedin.com/in/bayesahmed

পরিচিতি: বায়েস আহমেদ ২০০৮ সালের জানুয়ারি মাসে বুয়েটের ‘নগর ও অঞ্চল পরিকল্পনা’ বিভাগ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এরপর উনি ২০১১ সালের মার্চ মাসে ‘European Commission’-এর ‘Erasmus Mundus’ বৃত্তি নিয়ে ইউরোপের জার্মানি, স্পেন ও পর্তুগাল থেকে ‘Geospatial Technologies’-এ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

‘GIS’, ‘Remote Sensing’ এবং ‘Spatial Analysis’ বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় সাময়িকীতে উনার বেশ কয়েকটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বর্তমানে উনি বাংলাদেশে, একটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানে, কর্মরত আছেন। এছাড়াও ‘GIS’-এর প্রশিক্ষক হিসাবেও উনার অভিজ্ঞতা আছে।

 

ওয়েবসাইট: http://www.ttuhsc.edu/sop/directory/Details.aspx?id=1958

পরিচিতি: আমি ১৯৯৭ সালে ফরিদপুর জিলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৯৯ সালে নটরডেম কলেজ থেকে এইচ এস সি পাশ করি। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হয়ে বি ফার্ম পাশ করি এবং বিকন ফার্মাসিউটিক্যালসের বিপণন বিভাগে যোগ দিই। পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগে ভর্তি হই এবং একই সঙ্গে চাকুরী বদল করে স্কয়্যার ফার্মাসিউটিক্যালস এর আন্তর্জাতিক বিপণন বিভাগে যোগ দিই। ২০০৭ সালের দ্বিতীয়ার্ধে আমি কর্পোরেট থেকে অ্যাকাডেমিয়া জগতে সরে আসি এবং একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিভাগে শিক্ষক হিসাবে যোগ দিই। ২০০৮ সালের অগাস্ট মাসে আমি যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটিতে পিএইচডি করতে চলে আসি। আমার গবেষণার ক্ষেত্র হলো নিউরোসায়েন্স। মৃত্যুরত নিউরন কর্তৃক নিউরোলাইসিন নামক একটি এনজাইমের অতিরিক্ত উৎপাদন হলো আমার গবেষণার মূল বিষয়।

অনার্স পড়ার সময় আমি একটি ভারতীয় আইটি প্রতিষ্ঠানের কাছ থেকে পূর্ণ বৃত্তি লাভ করি, যার মাধ্যমে তাদের ঢাকাস্থ ক্যাম্পাস থেকে আমি আইটি এর উপরে একটি তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করি। ওয়েবসাইট ডেভেলোপার ও প্রোগ্রামার হিসাবে বিশ্ববিদ্যালয় জীবনে আমি অনিয়মিত ভাবে কিছু বেতনভুক্ত কাজ করেছিলাম। তবে দীর্ঘদিন চর্চা থেকে দূরে থাকার কারণে আজ অনেক কিছুই ভুলে গেছি।

২০০৭ সালের জানুয়ারীতে জিআরই পরীক্ষা দিয়ে যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করছি, তখন আমি লক্ষ্য করি যে, বাংলাদেশী তরুণদের জন্যে পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং টিউটোরিং ও সঠিক কাউন্সেলিং সেবা সম্পন্ন প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব রয়েছে। এই তাড়না বোধ থেকেই কয়েকজন সমমনা বন্ধুকে নিয়ে আমি স্ব উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণদের নিয়ে সেমিনার ইত্যাদির মাধ্যমে তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টি আন্দোলন শুরু করি। যুক্তরাষ্ট্রে আসার আগ পর্যন্ত দেড় বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক স্টুডেন্ট ও শিক্ষককে আমি প্রত্যক্ষভাবে জিআরই পরীক্ষার জন্যে প্রস্তুতি নিতে অথবা কাউন্সেলিং এর মাধ্যমে উপকার করতে চেষ্টা করেছি। অনেকের কাছে জিআরই মামুন প্রতীকী নামে শুধু এ কারণেই আমি পরিচিত।

আমার ভবিষ্যত পরিকল্পনার এক বড় অংশ জুড়ে ব্যক্তি মামুন রশিদ নয়, বরং আমার দেশের উচ্চশিক্ষিত তরুণ সমাজ। আমি স্বপ্ন দেখি একটি মানবহিতৈষী প্রকল্পের, যেখানে দেশের ও যুক্তরাষ্ট্রের প্রফেশনাল ও একাডেমিক পর্যায়ের সবার মধ্যে একটি দৃঢ় নেটওয়ার্ক থাকবে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে সবাই নি:স্বার্থ ভাবে একে অন্যের উপকারে আসবে। যুক্তরাষ্ট্রের মেধাস্রোতে ভারত ও চীনাদের চেয়ে অনেক পিছিয়ে থাকা আমার দরিদ্র মাতৃভূমির জন্যে একদিন কিছু একটা করতে পারবো এই সুখস্বপ্নই আমাকে প্রতি মুহূর্তে সামনে এগিয়ে যেতে প্রেরণা দেয়।

 

ওয়েবসাইট: http://ehs.unu.edu/article/read/nazmul-huq
পরিচিতি: আমি নাজমুল হক রাসেল। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নগর ও গ্রামীন পরিকল্পনা বিভাগে স্নাতক করেছি ২০০৫ সালে। পরিবেশ উন্নয়ন জগতে পদচারনা তখন থেকেই। ২০১০ সালে বেলজিয়ামের মুক্ত বিশ্ববিদ্যালয় বা Free University Brussel থেকে “মানবিক প্রতিবেশ বা Human Ecology” মাস্টার্স শেষ করি। বাংলাদেশের সবচেয়ে বড় জলবায়ু অভিযোজন গবেষনা প্রকল্পের (www.arcab.org) শুরু থেকেই সমন্বয়ক হিসাবে দায়িত্ত্ব পালন করি (২০১০-২০১২) সময়কালে। ২০১২ এ এসে নিজের PhD করেছি জাতিসঙ্ঘ বিশ্ববিদ্যালয়, বন, জার্মানীতে। বিষয় “প্রাকৃতিক দুর্জোগের বিরুদ্ধে প্রতিরোধক্ষম ইউরোপিয়ান শহর”।

 

ওয়েবসাইট: http://www.air.uwaterloo.ca/air/Kamal_Md_Mostofa_%28ph.D%29.html
পরিচিতি: বর্তমানে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে Earth and environmental science এ Ph.D ডিগ্রীর জন্য গবেষনা করতেছি। আমার Ph.D গবেষনার বিষয় ভূমির ব্যাবহারের পরিবর্তনের ফলে আবহাওয়া ও জলবায়ুর কি পরিবর্তন সাধিত হয় তা নিয়ে।২০০৯ সালে ইউনেস্কো ও অন্তর্জাতিক পরমানু শক্তি সংস্হার (IAEA) একটা পূর্ন বৃত্তি নিয়ে ইটালির The Abdus Salam International Centre for Theoretical Physics (ICTP) থেকে Earth System Physics এ এক বছরের Post Graduate Diploma সম্পন্ন করেছি। পদার্থ বিদ্যায় অনার্স (২০০৬) ও মাস্টার্স (২০০৮) ডিগ্রী অর্জন করেছি শাহ্‌ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে।

 

ওয়েবসাইট:

পরিচিতি: পেশায় আমি তড়িৎ প্রকৌশলী। পড়াশোনা তড়িৎ প্রকৌশলের কন্ট্রোল (নিয়ন্ত্রন) , কমিউনিকেশন (যোগাযোগ) এবং সিগন্যাল প্রসেসিং (সংকেত নিয়ন্ত্রন) শাখায় হলেও বর্তমানে আমি একটি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বিদ্যুত বন্টন ও বৈদ্যুতিক যন্ত্রপাতির নির্ভরশীলতা (Reliability) নিয়ে কাজ করছি।

এই সংক্ষিপ্ত কোর্সে আমি তড়িৎ প্রকৌশলের খুবই প্রাথমিক কিছু ধারণা ও উপকরণ তুলে ধরবার চেষ্টা করবো।

 

ওয়েবসাইট:
পরিচিতি:

 

ওয়েবসাইট:
পরিচিতি: তথ্যপ্রকৌশলী হিসাবে যুক্তরাষ্ট্রে কর্মরত। শিক্ষাগত জীবনে ইলেক্ট্রিকাল (ব্যাচেলর্স — লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি, মাস্টার্স — ভার্জিনিয়া টেক) ও কম্পিউটার (মাস্টার্স — ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা) বিজ্ঞানে প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষিত। আগ্রহের বিষয়ঃ খেলাধূলা, ব্লগিং, আলস্য।

 

ওয়েবসাইট:
পরিচিতি: আমি চমক হাসান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ কৌশলে বিএসসি শেষ করে যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনাতে পিএইচডি শুরু করেছি। আমার গবেষণার বিষয় মূলত মেটাম্যাটেরিয়াল ব্যবহার করে ব্রডব্যান্ড অ্যান্টেনা এবং সেন্সর ডিজাইন । আমাকে যেকোন ডিজাইনেই ইলেক্ট্রোম্যাগনেটিকস ব্যবহার করতে হয়। তাই মূলত ইলেক্ট্রোম্যাগ্নেটিকস পড়াতে চেয়েছিলাম শুরুতে। কিন্তু ইলেক্ট্রোম্যাগনেটিকস বুঝতে ভেক্টর ক্যালকুলাস সম্বন্ধে ভালো ধারণা থাকা দরকার। আর তারও আগে জানা দরকার ক্যালকুলাস আসলে কী। সেই চিন্তা থেকেই ক্যালকুলাস দিয়ে শুরু করছি। এরপর ভেক্টর ক্যালকুলাস এবং তারপর ইলেক্ট্রোম্যাগনেটিকস এ যাওয়া যাবে।

 

mashiur
ওয়েবসাইট:বিজ্ঞানী.org
পরিচিতি: ড. মশিউর রহমান একজন তড়িৎ প্রকৌশলী। জাপানের মনবুশো স্কলারশিপের আমন্ত্রণে জাপানে অনার্স ও মাস্টার্স শেষ করেন তয়োহাসি ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে। ২০০৫ সনে জাপানে পদার্থ বিদ্যায় পিএইচডি ডিগ্রী সমাপ্ত করে আমেরিকার মার্শাল বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্রাজুয়েট করেন। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও কম্পিউটার সাইন্স বিভাগে পড়িয়েছেন। বর্তমানে সিঙ্গাপুরে সরকারী গবেষণাগারে বৈজ্ঞানিক হিসাবে কর্মরত। কাজের পাশাপাশি বিজ্ঞানী.org এর সম্পাদনা করেন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে লিখতে ভালোবাসেন।

 

ওয়েবসাইট:
পরিচিতি: কেমিকৌশল নিয়ে পড়াশুনা বুয়েট (বিএসসি) এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে (পিএইচডি)। বর্তমানে মার্কিনযুক্তরাস্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পিএইচডিপরবর্তী গবেষক হিসেবে কর্মরত। গবেষণার প্রধান বিষয়ঃ তেল ও গ্যাস শিল্প, কার্বন নিঃস্বরন ও প্রতিকার, উৎকর্ষায়ণ (Optimization), এবং কারখানা নকশা (process design)। প্রধান শখ বই পড়া, ব্লগিং এবং সিনেমা দেখা।

 

খান তানজীদ ওসমান
ওয়েবসাইট:
লেকচারের তালিকা
পরিচিতি: আমি টরন্টো বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার জেনেটিক্স এর একজন পিএইচডি ছাত্র। কাজ করছি ম্যালেরিয়া জীবাণুর একধরনের প্রোটিন নিয়ে। আমার কাজ মূলতঃ এক্স-রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে প্রোটিনের গঠন নির্ণয়, এর সঙ্গে ম্যালেরিয়া রোগের সম্পর্ক নির্ধারণ এবং ঔষধ তৈরিতে সহায়তা করা ইত্যাদি বিষয়ের উপর। স্নাতক এবং মাস্টাসর্ ডিগ্রী অজর্ন করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনুজীববিজ্ঞান নিয়ে। আমার বতর্মান ল্যাব এর ওয়েবসাইটে ঢু মেরে দেখতে পারেন এখানে: www.thesgc.org
এখানে পড়াচ্ছি প্রোটিনের গাঠনিক জীববিজ্ঞান কোসর্টি। তবে ভবিষ্যতে প্রাথমিক জেনেটিক্স এবং ক্লোনিং নিয়ে দুইটি কোসর্ পড়ানোর ইচ্ছা আছে।

 

গ্রাফিক ডিজাইন

সাইটের ব্যানারটি করে দিয়েছেন প্রণবেশ দাস।

Comments

comments

4 comments

31 pings

Skip to comment form

  1. rubel

    hi, my name is rubel hossain , now i am studies in rajshahi colleage in honours 1st year. i am very interesting about this course. i want to know how can i compleated this course and how get i work. my cell 01763633959

  2. zubaeir

    assalamu alaikum. sir amake ki kono vabe help korte parben. kothata holo ami degree final year a pori amar statistic subject ase kintu dukkher kotha goto two year amar boi na thakar karone shubidha jonok valo result korte parinai. apnar shahajjo kamona korci jmn final year ar jonno ami ki boi porte pari amader collage teacher boi jogar korle bertho amader ai selebus bangla boi onujai amni jodi amay kono boi ar name bole dite parten. amar mobail number 01766320332.

  3. ariful islam

    আমি আরিফুল ইসলাম অনেক দিন চেষ্টা ফলে ও youtube searching api কাজটি সমপ্ন করতে পারিনি তাই আপনাদের কাছে অনুরোধ কাজটি যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে পাঠিয়ে দিবেন

  4. sumon gaji

    SEO class need

  1. 2013 Google RISE Award | The World of Information

    […] […]

Leave a Reply