বায়োমেডিকাল ইন্স্ট্রুমেন্টেশন

বায়োমেডিক্যাল ইন্সট্রুমেন্টেশন

প্রশিক্ষকঃ

অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

নিবন্ধনের লিংকkser

এখানে ক্লিক করে কোর্সে নিবন্ধন করুন

কোর্স পরিচিতি

মার্স্টার্স পর্যায়ের এই কোর্সটিতে বিভিন্ন ধরনের চিকিৎসা যন্ত্র/সিস্টেমের কার্যপ্রণালী, ডিজাইন, মূলনীতি সম্পর্কে ছাত্রছাত্রীদের পরিচয় করানো হবে। বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিক্যাল ইন্সট্রুমেন্টেশন/বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর যে কোর্সটি করানো হয় তার সাথে এই কোর্সটির মিল থাকায় আন্ডারগ্রাজুয়েট ছাত্ররাও কোর্সটি গ্রহণ করতে পারবে।

কোর্সটি পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আন্তর্জাতিকভাবে পরিচিত বিজ্ঞানী অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী। বিভাগের মার্স্টার্স পর্যায়ের ছাত্রদের এই কোর্সটি করানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক ডট কমের জন্য কোর্সটি পরিচালনা করবেন অধ্যাপক রব্বানীর পিএইচডি ছাত্র রায়হান আবীর, ও গবেষণা সহকারী কামরুল হোসেন সানি।

যাদের জন্য কোর্সটি

তড়িৎ প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, যন্ত্রপ্রকৌশল, পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত/স্নাতক ডিগ্রি অর্জনকারী যে কেউ কোর্সটিতে অংশ নিতে পারবেন। এছাড়া বিভিন্ন চিকিৎসা যন্ত্র/সিস্টেম কিভাবে কাজ করে সেটা জানতে আগ্রহী, পদার্থবিজ্ঞান, গণিত সম্পর্কে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত ধারণা রাখা যে কেউ কোর্সটিতে অংশ নিতে পারবেন।

কোর্স পদ্ধতি

প্রতিটি লেকচার হবে এক ঘন্টার। ইউটিউবে প্রতিবারে এক ঘন্টার একটি করে ক্লাস আপলোড করা হবে। মূলত অধ্যাপক রব্বানীর ক্লাসটি ভিডিও রেকর্ডিং করে কোর্সটি প্রস্তুত করা হবে। আপনি যদি এই কোর্সে নিবন্ধন করে থাকেন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই মেইলের মাধ্যমে জেনে যাবেন।

 


পাঠ্যসূচি

Biomedical Instrumentation

A. Sensors &transducers(23h)

1. Temperature sensors: thermocouple, resistance thermometer, thermistor, diodes, fibre optic

temperature sensors. (3 h)

2. Light sensors: photoconductors (LDR), photodiodes, phototransistors; spectral response, CCD

and CCD cameras. (3 h)

3. Sound sensors: microphone – carbon, electromagnetic, piezoelectric, ferroelectric (condenser

type); earphones and speakers, stethoscope; frequency response and resonance considerations,

impedance considerations. (4 h)

4. Position, Displacement, velocity and acceleration transducers, angular motion transducers. (4 h)

5. Flow and velocity sensors for liquids and gases, electromagnetic flowmeter, ultrasound

Doppler velocity sensors. (4 h)

6. Transducers to measure Strain, Pressure, Viscosity, Moisture (3 h)

7. Selective membrane sensors – pH sensor. (2 h)

 

B. Diagnostic instrumentation and measurements (37h)

1. Temperature measurement and monitoring: Mercury clinical maximum recording

thermometer, electronic thermometer, Infrared Radiation measurement (2h)

2. Blood pressure measurement: Indirect (non-invasive: basis, Sphygmomanometer, mercury &

electronic), Direct (invasive) (2h)

3. Plethysmography: Optical (1h)

4. Respiratory measurements: spirometry equipment, measurement of spirometric functions and

analysis, Electrical impedance measurement. (3h)

5. Haemodialysis: introductory concepts (1h)

6. Bioelectrical measurements: Surface and needle Electrodes, electrode-equivalent circuits,

Noise & CMRR considerations, Instrumentation amplifier, Virtual Instrumentation. (4h)

7. Electrocardiography: Twelve lead configuration and front end network, Gain and frequency

response considerations, Frank Lead system, Vectorcardiography (3h)

8. EMG equipment and measurement (1h)

9. EEG equipment and measurement (1h)

10. Evoked response measurement, signal averaging, artificial stimulation of nerves, Sensory &

Motor Nerve conduction velocity measurement, Visual & Audio evoked responses (SVR,

BSER), Otoacoustic Emission (OEM) (5h)

11. Patient monitoring systems (1h)

12. Telemedicine basic concepts (1h)

13. Ultrasound Doppler techniques: blood velocity measurement – non-directional and

directional, Foetal monitoring. (3h)

14. Audiological measurements: pure tone audiometry, Bone conduction (2h)

15. Patient Safety and regulatory issues. (1h)

 

C. Therapy and Rehabilitation:

1. In cardiac disorders: Defibrillator, Pacemaker (1h)

2. Hearing aids, Hearing aid fitting (1h)

3. Physiotherapy instruments: Infra-red heating, RF diathermy, Ultrasound therapy, Muscle &

Nerve stimulators. (2h)

 

D. In -Vitro Measurements:

1. Colorimeter, Spectrophotometer, Conductometer, pH-meter (2h)

 

মূল্যায়নও পরীক্ষা

এই কোর্সে অংশ নেয়ার জন্য কোন সনদ বা রিকমেন্ডেশন দেয়া হবে না। কোন চূড়ান্ত মান যাচাই পরীক্ষাও থাকবে না। তবে লেকচারের সাথে ছোট ছোট কুইজ দেওয়ার চেষ্টা করা হবে যাতে অংশ নেয়ার মাধ্যমে আপনি নিজের জানার পরিমাণটা নিজেই যাচাই করে নিতে পারবেন।

Comments

comments

Leave a Reply